কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ৪০ জওয়ান

রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া সাবেক বিডিআরের ৪০ জওয়ান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জসহ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া তাদেরকে জামিন দেন। চারদিন পর ১২ মে সংশ্লিষ্ট আদালতের চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জামিনের বিষয় নিশ্চিত করেছিলেন। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ৪০ জন সাবেক বিডিআর সদস্য বন্দির জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাওয়া গেছে। তাদের মধ‍্যে- ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-১ থেকে ৫ জন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ১০ জন ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, সর্বমোট ৪০ জন মুক্তি পান।

তিনি আরও বলেন, তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই করে তাদের মুক্তি দেওয়া হয়। এরই মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন বেরিয়ে গেছেন, কাশিমপুর কারাগার থেকে একে একে সবাই বের হচ্ছেন। এর আগে গত ২৩ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন,কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়।