কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে জানিয়েছে আইএসপিআর
আফ্রিকা মহাদেশের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে আছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে। এ বছরের শুরু থেকেই কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী এম-২৩ যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বিভিন্ন দেশের ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউয়ির ৩ জন এবং উরুগুয়ের ১ জন সেনা রয়েছেন।