এরফান গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরফান সেন্টারে বুলুনপুর ও আতাহার এলাকার শীতার্তদের পাশাপাশি এরফান গ্রুপের কারখানায় কর্মরত কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম, ব্যবস্থাপক (পরিবহন) রায়হানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে এরফান গ্রুপের সৌজন্যে জেলার তিনটি স্থানে মোট ২ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে।