এনআইডি সেবা ইসির কাছে রাখার দাবিতে মানববন্ধন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা নির্বাচন কমিশন (ইিস)’র অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল্লাহ খালেদ সাইফুনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে জানানো হয়, শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। বিগত আওয়ামী লীগ সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল। তবে তা কার্যকর হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছেন। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও অনুরূপ কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মতো। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি, সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে।