শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মো. আলমগীর শেখ (২৭) নামের এক বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাকে আটক করে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত দেয়া হয়।
ফেরত জেলে শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে।
বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর কাছ দিয়ে বাংলাদেশী এই (আলমগীর শেখ) জেলে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের সঙ্গে বিএসএফ কমান্ড্যান্টের আলোচনা হয়। পরে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশী জেলেকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। পরে মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেনÑ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।