উত্তাল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। ইমরান খানের দল পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও ঘটছে। বিবিসির লাইভ খবরে বলা হয়েছে, ‘ডি চৌক’এলাকায় অর্থাৎ রাজধানীর প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদে ২ মাসের জন্য ৫ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে।