01713248557

উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগ্রেসরা। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহতে বি-গ্রুপের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ভালো কিছুর স্বপ্ন দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রুপপর্বে সবাই কিন্তু এখনো পর্যন্ত একটি করেই ম্যাচ জিতে আছে (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচ)। আমাদের এখনো সেমিফাইনালের দিকেই চোখ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব যেন সুযোগটা নিতে পারি।’

শক্তির বিচারে লাল-সবুজের দলের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ টি-২০ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাঘিনীদের পরাজয়ের স্বাদ পেয়ে হয়েছিল। এবার সেই বৃত্ত ভাঙতে চান জ্যোতিরা। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ ফরম্যাটের বৈশ্বিক আসরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিয়েও লক্ষ্য তাড়ায় মাত্র ৯৭ রানে আটকে গিয়ে হারতে হয়েছিল।