ঈদের আগে বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ছয় দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

ইএফটির নামে বিলম্ব নয়, দ্রুত বেতন প্রদান, ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান, সম্মানজনক বাড়িভাড়াসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারের কাছে স্মারকলিপি দেন শিক্ষকগণ।
মানববন্ধনে বক্তব্য দেন- নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, সহসভাপতি ও সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, রানীহাটি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মো. সারোয়ার আলম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, কানসাট সলেমান মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আ. হামিদ, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, দিলশাদ তাহমিনা, ও মো. মোত্তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহা. ফিরোজ কবিরসহ অন্য শিক্ষকগণ।
বক্তারা দ্রুত শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জোর দাবি জানান।
তাদের দাবিগুলো হচ্ছে- ঈদুল আজহার আগেই শতভাগ বা পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; ১ হাজার টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান; ৫০০ টাকার মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা; অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে; এমপিওভুক্ত কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারি করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপনাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপনাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে)।