ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর কার্যক্রম আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন বন্দরের কার্যক্রম পূণরায় যতারীতি চালু হবে। তবে বন্ধের মধ্যেও পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু আভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে।
বন্দর সূত্র জানায়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেছে। আজ বিকেলে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ঈদ উপলক্ষে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই স্বাভাবিক থাকবে।