আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে হতে পারে ৬ পরিবর্তন

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন বেকার ও ডিফেন্ডার জেহসন। এছাড়া কার্ডজনিত কারণে থাকতে পারবেন না ব্রুনো গিমারেস ও গাব্রিয়েল মাগালিয়াস। এদিকে টেকটিক্যাল পরিবর্তনও আসবে।
সবমিলিয়ে মোট ছয়টি পরিবর্তন আসতে পারে ব্রাজিল দলে। যেখানে টেকটিক্যাল পরিবর্তনে ভান্দেরসনের বদলে খেলবেন ওয়েজলি আর জোয়াও পেদ্রোর বদলে মাথেউস কুনিয়া খেলবেন। মাঠে নামার আগে আজ পরিবর্তনগুলোর ব্যাপারে কথা বলেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, ‘আমাদের চারটি পরিবর্তন প্রয়োজন আর সেগুলো চিহ্নিত। এর বাইরেও আমরা দুটি পরবির্তন আনব। জোয়াওয়ের জায়গায় খেলবে মাথেউস কুইয়া। আর ভান্দেরসনের জায়গা নেবে ওয়েজলি। আর বাকি পরিবর্তনগুলো হবে আগের ম‍্যাচে তারা ছিটকে যাওয়ায়। ’

টেকটিক্যাল পরিবর্তন সম্পর্কে ব্রাজিল কোচ বলেন, ‘আর্জেন্টিনা কী ফর্মেশনে খেলে এর ওপরও নির্ভর করবে অনেক কিছু। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি আগের ম‍্যাচে মাথেউসও স্বাধীনভাবে খেলেছে। সে অ‍্যাটাকিং মিডফল্ডার এবং দ্বিতীয় স্ট্রাইকার। আর ওয়েজলি ভালো করছে। আশা করি ফ্লামেঙ্গোয় যেমন দেখিয়েছে জাতীয় দলেও সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। আর এই পজিশনে আর্জেন্টিনার নির্দিষ্ট কোনো খেলোয়াড় নেই। ’আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই।