আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় চাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা

আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০২৫ এ বিভাগীয় চাম্পিয়ন হওয়ায় মাসুদ উল হক ইনিস্টিউটের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে মাসুদ উল হক ইনিস্টিউট প্রাঙ্গণে কেক কেটে নারী দলের এ অর্জনকে উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসুদ উল হক ইনিস্টিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, সহকারী শিক্ষক সৈয়দ ওয়াহদেুল ইসলাম, সামিরুল ইসলাম, সংগঠক আসরাফুল আম্বিয়া সাগর, নারী উদ্যোক্তা শাহনাজ পারভিন রুমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, স্কাউটার আব্দুর রব নাহিদসহ অন্যরা। অনুষ্ঠানে চাম্পিয়ন দলের ২০ সদস্যকে ৫ হাজার করে টাকা ও তাদের কোচকে ১০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করা হয়।