আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বালিয়াডাঙা ইউনিয়নে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবার থেকেই। কন্যাশিশুদের পড়াশোনা, আত্মনির্ভরশীল হবার জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন ও দক্ষতামূলক কাজ শেখাতে হবে। যাতে করে তারা ভূলপথে বা উন্নয়নের ধরাছোয়ার বাইরে চলে না যায়। এছাড়াও পরিবারে ছেলেমেয়ে উভয় সন্তানের জন্য সমান খাবার ও অধিকারের ব্যবস্থা করতে হবে।