আদিবাসীদের নিয়ে জুগিডাইং এ কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের জুগিডাইং এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। কমিউনিটি সংলাপে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এতে বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নের জুগিডাইং গ্রামের আদিবাসীরা এই কমিউনিটি সংলাপে অংশ নেন।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- আদিবাসীদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদানে অগ্রাধিকার দেওয়া, অরক্ষিত শ্মশান ও শ্মশানের জমি বেদখল হয়ে যাওয়া জমির বিষয়ে জেলাপ্রশাসক সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করে তা পূণরুদ্ধারে সহায়তা করা, রাস্তা নির্মান ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির মাধ্যমে জেলাপ্রশাসক সহ সংশ্লিষ্ট অধিপ্তরকে অবহিতকরার দাবি জানান আদিবাসী নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, ক্ষুদ্রনিতাত্তিক জনগোষ্ঠি অর্থাৎ শুধু মাত্র আপনাদের জন্য সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে কলেজ থেকে উপরের সকল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। আবেদন করলেই আপনারা সেই উপবৃত্তি নিতে পারবেন। কিন্তু আমাদের কাছে যে পরিমান বরাদ্দ আসে তার তুলনা আবদেন আসে কম। ফলে কিছু টাকা পূণরায় মন্ত্রনালয়ে ফিরে যায়। তাই আপনাদের মধ্যে যে শিক্ষার্থীরা কলেজ থেকে উপরের ক্লাসে পড়ছেন তারা অবশ্যই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন।
এসময় তিনি আরো বলেন, আদিবাসীদের মধ্যে কোন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে উপজেলা হতে যে জরিপ করা হয়, সেখানে তাদের অন্তর্ভূক্ত করে হলে সে প্রতিবন্ধী ভাতা পাবে এবং সে পড়ালেখা করলে প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাবৃত্তি নিতে পারবে।
এছাড়াও অন্যান্য সমস্যাগুলো সমাধানে জেলাপ্রশাসক সহ উর্ধোতন কর্মকর্তাদের অবহিত করার সুযোগ পেলে তিনি সেখানে তাদের অবহিত করবেন এবং কোন সুপারিশ প্রয়োজন হলে সেখানে সর্বাত্তক সহয়তা করার আশ^াস দেন তিনি।
রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- গ্রামের মড়ল আমিন হেমব্রোম, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
ফ্র্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।