আট নম্বরে বছর শেষ মোস্তাফিজুর রহমানের

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়ে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। দশে থাকা মোস্তাফিজুর উঠে এসেছেন আট নম্বরে। এই অবস্থানে থেকে আরেকটি সফল বছর শেষ করলেন মোস্তাফিজুর। যদিও তার ক্যারিয়ারের সেরা র্যাংকিং পাঁচ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে।
আয়ারল্যান্ডের সিরিজ জয়ের সঙ্গে একাধিক ক্রিকেটারের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের মধ্যে ২১ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে রান না পেলেও শেষ দুই ম্যাচে ৪৩ ও ৩৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। শেষ ম্যাচে ৩৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। র্যাংকিংয়ে তার অবস্থান এখন ৩৮ নম্বরে। তানজিদ শেষ ম্যাচে ঝড়ো ফিফটিতে দলকে জেতালেও আগের দুই ম্যাচে রান পাননি। এজন্য এক ধাপ অবনমন হয়ে ১৯ নম্বরে নেমে গেছেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ৫ ধাপ উন্নতি হয়েছে। ৪২তম স্থানে আছেন তিনি। যৌথভাবে তার সঙ্গে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।
মোস্তাফিজুর প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি। তবে, রান দিয়েছেন ২৩ ও ৩৯। শেষ ম্যাচে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তার নিখুঁত বোলিংয়ে আয়ারল্যান্ডকে অল্পতে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। ৩ উইকেট পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। তিনি এগিয়েছেন ৫ ধাপ। র্যাংকিংয়ে তার অবস্থান ১৫তম। ৩ ধাপ এগিয়েছেন শেখ মাহেদী হাসান। দুই ম্যাচ খেলে কোনো উইকেট না পেলেও ৫ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার আছেন ২৫তম স্থানে। ওই দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে পেসার তানজিম হাসান দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে ভারতের অভিষেক শর্মা।