আজ রাত সাড়ে ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ ব্রাজিল ও আর্জেন্টিনা। যেকোনো টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হলে তো কথাই নেই। এবার দেশ দুটির প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটেও দেখা যাবে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

বাছাইপর্ব থেকে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামার বিপক্ষে মাঠে নামবে। আগামী ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলাটি আরম্ভ হবে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ এবারই প্রথম নয়। ২০১৯ সালে সাউথ আমেরিকান মেন্স চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই র্বে আবারো তাদের লড়াই ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।