আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকার


বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এসময় বায়ুর মানের স্কোর ছিল ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯০। তালিকায় ১৮৫ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, চতুর্থ ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠামা-ু শহর।