আজ দুপুরের বৃষ্টিতে পানির নিচে শহরের কয়েকটি এলাকা
ভারী বৃষ্টিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা পড়ে বিপাকে। পরীক্ষা ও ক্লাস শেষে তাদের হাঁটুপানি ভেঙে ঘরে ফিরতে হয়েছে।
রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রাবণের অঝোর ধারা। দুপুর সোয়া ১টা পর্যন্ত ঝরা বৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকার সড়ক, গ্রিন ভিউ স্কুল সড়ক, সিভিল সার্জন কার্যালয় সড়ক, শহীদ সাটু হল ও ক্লাব সুপার মার্কেট সড়ক, পুরাতন স্টেডিয়াম সড়ক, নবাবগঞ্জ সরকারি কলেজ সড়ক, বড়ইন্দারা মোড়-নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় সড়ক, নিমতলা-হাসপাতল সড়ক, বাতেন খাঁর মোড় সড়ক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনের সড়কে ড্রেন উপচে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বৃষ্টির মধ্যে ঘরমুখী মানুষ আটকা পড়ে। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টি কমলে পথচারীদের কোথাও হাঁটু পানি তো কোথাও তার বেশি পানি ভেঙে চলাচল করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠে পানি জমে যায়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পানির মধ্যে মজা করে ফুটবল খেলতে দেখা যায়।