আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

আইভরি কোস্টে দুটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল দেশটির কেন্দ্র পশ্চিমে ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন। সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেছেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনা স্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে ৷