আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলতে পারবেন মোস্তাফিজ

আইপিএলের প্রায় পুরো মৌসুমে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে রেকর্ড দামে তাকে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি স্বস্তির খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

আগামী বছরের ২৬ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে খেলবেন মোস্তাফিজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।

তবে পুরো মৌসুমে মোস্তাফিজকে পাওয়া নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। সে ক্ষেত্রে জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলে তার অনুপস্থিতির আশঙ্কা ছিল।

এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম জানান, সিরিজ চলাকালীন সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের জন্য মোস্তাফিজকে দেশে ফিরতে হতে পারে। ওই সময় তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো একটি সিরিজ খেলবেন। এরপর আবার আইপিএলে যোগ দেবেন। ফলে বলা যায়, প্রায় পুরো মৌসুমেই কলকাতার হয়ে খেলতে পারবেন কাটার মাস্টার।

এদিকে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজ। কলকাতার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,
“হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান। কেকেআর টিমের অংশ হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। শিগগিরই দেখা হবে।”

এর মধ্য দিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে তুলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।