আইএল টি-টোয়েন্টি : তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ
আইএল টি-টোয়েন্টিতে প্রথম তিন ম্যাচে হার দিয়ে শুরু করলেও ছন্দে ফিরেছে শারজাহ ওয়ারিয়র্স। টানা দ্বিতীয় জয়ে গ্তকাল গালফ জায়ান্টসকে হারিয়েছে তাসকিন আহমেদের দল। এই ম্যাচেই টুর্নামেন্টে নিজের প্রথম উইকেটের দেখা পান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে শারজাহ ওয়ারিয়র্স। দলের পক্ষে টম অ্যাবেল ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তিনি ৪১ বলে ৬৮ রানের কার্যকর ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি। গালফের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি।
সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আগের ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে অভিষেক হলেও উইকেট পাননি তাসকিন। সেই ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়েছিলেন তিনি। তবে গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই টাইগার পেসার।
ইনিংসের প্রথম ওভারেই তাসকিনকে বল তুলে দেন অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ওভারে ৮ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা হজম করলেও পরের চার বলে দেন মাত্র ১ রান। ওই ওভারেই গালফ অধিনায়ক জেমস ভিন্সকে ফিরিয়ে নিজের আইএল টি-টোয়েন্টির প্রথম উইকেট শিকার করেন তাসকিন। ওভারটিতে মোট ১২ রান দেন তিনি।
পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬ রান দেন তাসকিন। ম্যাচের শেষ দিকে গালফ জায়ান্টসের যখন জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান, তখন ১৯তম ওভারে মাত্র ৮ রান খরচ করেন তিনি। এতে শারজাহ ওয়ারিয়র্সের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।