অ্যাশেজের প্রথম দিনেই ১৯ উইকেট, পিছিয়ে অস্ট্রেলিয়া

শুরু হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যের লড়াই অ্যাশেজ টেস্ট সিরিজ। পার্থে প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখিয়েছে দুই দলের বোলাররা। এক দিনেই পড়েছে ১৯ উইকেট। প্রথমে মিচেল স্টার্কের তাণ্ডবের পর বল হাতে ঝড় তুলেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ক্ষ্যাপাটে এমন দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে পিছিয়ে অজিরা। আজ পার্থে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংলিশ ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই অজি পেসার। ১২ ওভার ৫ বলে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন স্টার্ক। দলীয় ৭৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এছাড়া আর্চার ও কার্স নিয়েছেন ২টি করে উইকেট।