অস্কারের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’

অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’। নীরাজ গেওয়ান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া।

এর আগে ছবিটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। পাশাপাশি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ওয়ারশো ও জুরিখ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’।

উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সমাজে মর্যাদা অর্জনের স্বপ্নে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণের একেবারে কাছাকাছি এসে বন্ধুত্বে ফাটল ধরে তাদের। জীবিকার প্রয়োজনে তারা গ্রাম ছাড়লেও করোনা মহামারিতে তাদের জীবনের সব হিসাব-নিকাশ ও আশা-ভরসা ভেঙে পড়ে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সদস্যদের ভোটে ১৫টি ছবি শর্টলিস্টে জায়গা পেয়েছে। এই তালিকা থেকে চূড়ান্তভাবে পাঁচটি ছবি মনোনীত হবে।

‘হোমবাউন্ড’-এর পাশাপাশি শর্টলিস্টে রয়েছে আর্জেন্টিনার বেল ন, ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জার্মানির সাউন্ড অব ফলিং, জাপানের কোকুহো, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস, তাইওয়ানের লেফট-হ্যান্ডেড গার্লসহ মোট ১৫টি দেশের ছবি।

চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে ভোটগ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১২ জানুয়ারি এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বিভাগে মনোনীত হবে পাঁচটি করে ছবি, তবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন থাকবে ১০টি।

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।