অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেল-বাস সংঘর্ষে পুড়ে ছাই ২০ যাত্রী 

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে আজ ভোরে। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে দুইজন চালকসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও প্রাণ হারান। পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, এটি একটি এসি বাস ছিল। ফলে আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।