01713248557

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন এবং ৩৭ বোতল ভারতীয় মদসহ শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক প্রসেনজিৎ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শ্রী দিজেন কর্মকারের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আগ্নেয়াস্ত্রের একটি চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এর একপর্যায়ে প্রসেনজিতের বহন করা একটি কার্টন তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
৫৯ বিজিবির অধিনায়ক আরো জানান, রহনপুর ব্যাটালিয়ন গত এক বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ২৪টি দেশী ও বিদেশী পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি ও ৩৯টি ম্যাগজিন আটক করেছে।