বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক টুডুর স্মরণে রবিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কার্তিক টুডুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, গ্রাম্য মোড়ল সাইদুর রহমান, রুমালি হাঁসদা, লগেন সাইচুরি, প্রয়াতের ছেলে বিশ্বনাথ টুডু, মেয়ে ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সাবিত্রী টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিক্ষার্থী বৃষ্টি মুরমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। উল্লেখ্য, কার্তিক টুডু গত ১৯ জুলাই নিজ বাড়িতে মারা যান।