গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুড়ইল বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ইজারাদাররা। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. বিশু। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম মেনেই বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে চুড়ইল বদ্ধ জলমহালটি ইজারা গ্রহণ করেছি। ইজারা নেয়ার পর থেকেই জলমহাল এলাকা সংলগ্ন আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কিছুসংখ্যক দুর্বৃত্ত জোর করে মাছ শিকার করে। এতে প্রায়শই আর্থিক ক্ষতির সম্মুখীন হই। গত ৫ আগস্ট দেশের সাম্প্রতিক পটপরিবর্তনের ফলে ওই এলাকার বেশ কিছু দুর্বৃত্ত গত ১১ আগস্ট তাদের ইজারাকৃত বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে। ওই দিন তাদের প্রায় ২৫ লাখ টাকার মাছ শিকার করে আর্থিক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনে মো. বিশু আরো জানান, এরই মধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গোমস্তাপুর থানার ওসি ও বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন এবং মৌখিকভাবে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।