01713248557

ছক্কায় আহত সমর্থক: যা বললেন তাওহীদ হৃদয়

ছক্কায় আহত সমর্থক: যা বললেন তাওহীদ হৃদয়   ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত” বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। ২ উইকেটের জয়ে বড় অবদান ছিল তার। ২০ বলে ৪০ রান তুলেন তিনি। দারুণ প্রয়োজনীয় তার এই ইনিংসে ছিল ৪ ছক্কা ও ১টি চার। ৩টি ছক্কাই হাঁকিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার টানা ৩ বলে। আর এমন ঝড় তোলার হৃদয়ের একটি ছক্কা গ্যালারি গিয়ে পড়ে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বলের আঘাতে আহত হন সেই মার্কিন প্রবাসী সমর্থক। ম্যাচ জয়ের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ডালাসের ম্যাচের পর হোটেলে ফিরে তাওহীদ জানেন যে তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বেশ আঘাত পেয়েছেন এই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগ। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি পোস্ট লিখেছেন হৃদয়। তাওহীদ হৃদয় সেই সমর্থকের ছবি দিয়ে লিখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’ আরও যোগ করেন এই ব্যাটার-‘প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’ সেই ভক্তের কষ্ট যেন ভাগ করে নিতে চাইলেন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। তাওহীদ লিখেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত…!’

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা   যেকোনো বিশ্বকাপেই ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহ এবং আকর্ষণ থাকে যে ম্যাচটির প্রতি, সেটি হলো ভারত-পাকিস্তান ম্যাচ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি একই গ্রুপে থাকায় একে অপরের বিপক্ষে মাঠে নামবে তারা। সূচি অনুযায়ী এই হাইভোল্টেজ ম্যাচটা শুরু হবার কথা আছে আজ (রবিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ম্যাচটা আদৌ হবে তো? এই নিয়ে শুরু হয়েছে দর্শক, সমর্থক ও আয়োজকদের দুশ্চিন্তা। একেবারে সাম্প্রতিক নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাস মতে, নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ নয়, আজ সারা দিন থেমে থেমে হতে পারে বৃষ্টি! ম্যাচটা নিউইয়র্ক সময় সকাল দশটায় শুরু হবে। অ্যাকিউওয়েদার জানাচ্ছে, বেলা ১১টা থেকে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০%। এখানেই শেষ নয়। এই বৃষ্টি নিউইয়র্ক সময় বিকেল ৪টা পর্যন্ত চলতে পারে। মানে বাংলাদেশ সময় রাত দুটো পর্যন্ত। এমনটা হলে ম্যাচটা আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এমনটা ঘটলে পাকিস্তান দল অখুশি হবে না। কারণ নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছেন বাবর আজমরা। ভারত ম্যাচ থেকে একটা পয়েন্টও না পেলে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার খুব কাছে চলে যাবে দলটা। সে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তা থেকে একটা পয়েন্ট পেয়ে গেলে তা একেবারে মন্দ হবে না পাকিস্তানে জন্য।