01713248557

৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি

৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ ব্যাটালিয়ন রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫২০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহপরিচালকের এই নির্দেশনায় আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ

মহানন্দা নদী থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদী থেকে ৪০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে চক নরেন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ মহানন্দা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিটি দুই থেকে তিন দিন আগে নদীতে ডুবে মারা গেছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।

কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা

কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, আম উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খান, আম উদ্যোক্তা আহসান হাবিব ও কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক সহ অন্যরা। সভায় আমবাজার যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মানারুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। আজ একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছর ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। মানারুল শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বাবুপুর গ্রামের মৃত ফজলু আলীর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাতে কানসাট বিয়েনবাজার কলককলিয়া গ্রামে সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যরা। অভিযানে ওইসব অবৈধ অস্ত্রসহ মানারুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন নাায়েব সুবেদার রবিউল ইসলাম পরদিন শিবগঞ্জ থানায় মানারুলকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক মানারুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ মানারুলকে দন্ডিত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাহবুব আলম জুয়েল।