01713248557

চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর নেতৃত্বে আম বাগান পরিদর্শন করলেন বিদেশী রাষ্ট্রদূতরা

চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর নেতৃত্বে আম বাগান পরিদর্শন করলেন বিদেশী রাষ্ট্রদূতরা কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি’র নেতৃত্বে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করে মানসম্পন্ন আম উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। আজ নাচোল উপজেলার কেন্দবোনা গ্রামে আম চাষি রফিকুল ইসলামের আম বাগান করেন। এসময় কৃষিমন্ত্রী বিশে^র কাছে বাংলাদেশের আমের প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আমের বাগান পরিদর্শনে এসেছেন, আমাদের আমের গুণাগুণ পর্যবেক্ষণ করলেন এবং পরে তারা নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং আশা করছি তারা বাংলাদেশ থেকে আম আমদানি করবেন। তাদের আকৃষ্ট করতেই পরিদর্শনের এই উদ্যোগ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক একটি প্রকল্পের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) সম্পর্কে ব্রিফিং দেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সহযোগিতায় জিএপি- এর প্রটোকল বজায় রেখে আম চাষি এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিজয়ী মো. রফিকুল ইসলামের এক একর জমিতে বারী আম-৩ ও বারী আম-৪-এর বৈধতা পরীক্ষাও পরিচালিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বিদেশী কূটনীতিক ও মিশন প্রধানদের আম আদানিতে আকৃষ্ট করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে। কৃষিমন্ত্রীর পাশাপাশি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বিদেশি কূটনীতিকরা আম বাগান পরিদর্শন করেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা দেশে-বিদেশে আমের ব্র্যান্ডিং করতে এসেছি। তিনি আরো বলেন, জিএপি সার্টিফিকেশন ছাড়া আমরা অন্য দেশে আম রপ্তানি করতে পারি না। ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা এ পরিদর্শনে অংশ নেন। উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ মু.জিয়াউর রহমান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর পলাশ সরকারসহ অন্যরা।