01713248557

চাঁপাইনবাবঞ্জে ৭০ গ্রাম হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবঞ্জে ৭০ গ্রাম হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সত্তর গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুল করিম ওরফে পাচু করিম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মো: আদীব আলী একমাত্র পলাতক আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত করিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ৮ জানুয়ারী শাহজাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজনপাড়া গ্রামে, জেলা ডিবি পুলিশের হাতে ৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় করিম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় করিমকে একমাত্র আসামী করে মামলা করেন, জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক এসআই আরিফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই আসগার আলী ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী করিমকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ করিমকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনাা করেন এড. শাহীন আল মামুন।