ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন ভোলাহাট উপজেলায় ভাই-ভাতিজার পারিবারিক কলহ থামাতে গিয়ে ভাতিজা রবিউল ইসলাম ভুটুর ছুরিকাঘাতে বড় চাচা সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন দুলু নিহত হয়েছেন। ঘাতক ভুটু ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মিলন আলীর ছেলে। নিহত দুলু ওই গ্রামের মৃত শাম মোহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিলনের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার পর রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই গ্রামবাসি ভুটুকে হত্যায় ব্যবহৃত চাকুসহ পুলিশে সোপর্দ করে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, মিলনের সাথে তার ছেলে ভুটুর ঝগড়া ছলছিল। এক পর্যায়ে ভুটু পিতা মিলনকে মারতে উদ্যত হয়। এসময় পাশের বাড়িতে বসবাসরত ইসমাইল এগিয়ে এসে ভুটুকে একটি চড় মেরে ঝগড়া থামাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুটু ঘর থেকে ছুরি এনে চাচার বুক,পিঠ ও পেটে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি আহত হন ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক পাশা আরও বলেন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ভুটু ও তার মায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। আজ পুলিশ গ্রেপ্তার ভুটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ আজ জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বতর্মানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। সবমিলিয়ে চলতি বছর জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে ভর্তি ৬ জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গু রোগীর প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানান সিভিল সার্জন। তিনি সবাইকে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়ারও আহ্বান জানান। মশারি টানিয়ে ঘুমানো, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, ডাবের খোসা যেখানে সেখানে না ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার ডেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।
ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ ভোলাহাট উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এসব সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কুষি কর্মকর্তা কুষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা খাতুন, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুল ইসলামসহ উপকারভোগী কৃষকবৃন্দ। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শ’ ৫০জন কৃষকের মাঝে ৫ কজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণ করা হয়।
নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও ভোলাহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সরা। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা। শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটূক্তি কিভাবে করতে পারেন, তিনি তো একজন আমলা। তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও মানববন্ধন থেকে বলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। শনিবার বেলা ১১ টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নার্সরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে কটূক্তি করেছেন। এ অবস্থায় অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চেয়ে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করা হয়।
ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ভোলাহাট সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মামুন। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির অদূরে মহানন্দার ঘাটে গোসলে নেমে ডুবে যান মামুন। স্থানীয়রা তাকে পৌনে ২টার দিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ

ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রানি সম্পদ কর্মকর্তা আশিষ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়ণে ২৪৩ কেজি পোনা মাছ উপজেলার মোট ৮টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।
ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ভোলাহাটে জামবাড়ীয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ। আজ বেলা ১১টার দিকে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এসময় কলেজে অধ্যক্ষকে না পেয়ে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি বলে কথা এড়িয়ে যান।
ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা

ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজ সকালে ভোলাহাট মোহবুল¬াহ কলেজ মিলনয়াতনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক এঁর প্রতিনিধি রাসেল আহমেদ, ভোলাহাট উপজেলা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন আহমেদ, সেলিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় ভোলাহাট উপজেলাকে সফলতায় এগিয়ে নিতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ছাত্র বিপ¬বে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের দায়ে ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন ওরফে কান্দুনী নামে এক নারীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ শেষে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা ও হত্যার পর, মরদেহ গুমের অভিযোগে দন্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে দন্ডিত দু’জনকে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড ও একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। আচ দুপুরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক-সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলীও মুশরীভুজা গ্রামের আব্দুল কারীমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লক্ষ টাকা এবং মুনসুরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন ট্রাইবুনাল। নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (ষ্পেশাল পিপি) এনামুল হক বলেন,২০২০ সালের ১৭ আগষ্ট সকালে ভোলাহাটের দলদলি ইউনিয়নের রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তালাক প্রাপ্তা সেমালী। পরদিন ১৮ আগষ্ট সকালে ওই বিলের ধানক্ষেতের ভেতর একটি আমগাছের নীচে তাঁর মস্তকবিহীন মরদেহ উদ্ধার হয়। মাথা পাওয়া যায় বেশ কয়েক গজ দূরে। এ ঘটনায় ওইদিন তাঁর মেয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও ভোলাহাট থানার তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর তদন্তে প্রাপ্ত ওই তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম, আব্দুল বারীসহ অন্যরা।
ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি-দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।