ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘রক্তদানে হয় না ক্ষতি, রক্ত দিব চার মাস প্রতি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মু. ফুয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ওয়াল্টন ভোলাহাট শাখার পরিচালক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শান্ত, মো. ওলিউল্লাহসহ আরো অনেকে।

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে গাপিনাথপুর জনকল্যাণ সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোপিনাথপুর জনকল্যাণ সমিতি ও বরগাছী অনির্বান যুব সমিতি অংশগ্রহণ করেন। ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), যুগ্ন-আহ্বায়ক এ্যাড. মো. রফিকুল ইসলাম (টিপু), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম তুহিন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান, ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা বিএনপির সদস্য মো. গনি হামিদ চৌধরী, মো. ইসমাইল বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. এনামুল হক, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানসহ অন্যরা। খেলার নির্ধারিত সময়ে ফলাফল সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে গোপিনাথপুর জনকল্যাণ সমিতি বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।

ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে কলেজ মোড়ের অফিসে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি আনোয়ারু হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আখতারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক নুরুল হোদাসহ অন্যরা।

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত রস্তুম আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পোল্লাডাঙ্গা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাহমিদা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। জানাজায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমানসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে ৫টা রিজিয়ন আছে, তার মধ্যে আমরা রংপুর রিজিয়নের অধীনস্থ। এই রিজিয়নে ১৫টি ব্যাটালিয়ন আছে, তার মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন একটি। মহানন্দা ব্যাটালিয়নের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৭৫ কিলোমিটার বর্ডার রয়েছে। তিনি বলেন, এই জেলায় মাদকের বিস্তার এত বেশি যে, মাদকসহ আসামি ধরার জন্য আমি বারবার কথা বলছি। আমরা মাদকসহ আসামি ধরছি। গতবার সবচেয়ে বেশি মাদক ও আসামি ধরার জন্য আমি পদকও পেয়েছি। এটা আমার জন্য ক্রেডিট, কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। এই বছর এখন পর্যন্ত আমরা ১১৩ জন আসামিকে আটক করেছি এবং প্রায় ৫২ কোটি টাকার মাদক আটক করেছি।” অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, আপনারা জেনে অবাক হবেন, পাশর্^বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে সরবরাহের জন্য ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। শুধু আমাদের দেশে পাচার করার জন্য। বিজিবির এই কর্মকর্তা বলেন, “প্রায় দুই বছর হলো আমার এই ব্যাটালিয়নের দায়িত্ব নেয়া। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের কোনো লোককে বাংলাদেশে মাদক নিয়ে আসতে দেখিনি। পক্ষান্তরে সমস্ত সীমান্ত অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের নাগরিক। মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ। এই ভোলাহাটে কারা কাঁটাতারের বেড়া কাটে। রাজশাহী বা অন্য কোনো জেলার লোক এসে কি কাটে, নাকি ভোলাহাটের লোকেরাই কেটে মাদকের বস্তা নিয়ে আসে? সেটা আপনাদের দেখতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” মহানন্দা ব্যাটালিয়ন ও স্বপ্নের ভোলাহাট আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বপ্নের ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব আলী (২২) ও তার ভাই আলমগীর হোসেন (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বড়গাছি-নওরশিয়া পাকা সড়কের খাপানির বিল এলাকায় যাওয়ার সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারীদের স্বর্ণালংকার এবং অন্যদের কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের রক্ষার চেষ্টা করে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আমগাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করলে ঘটনাস্থলে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন ভোলাহাট উপজেলায় ভাই-ভাতিজার পারিবারিক কলহ থামাতে গিয়ে ভাতিজা রবিউল ইসলাম ভুটুর ছুরিকাঘাতে বড় চাচা সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন দুলু নিহত হয়েছেন। ঘাতক ভুটু ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মিলন আলীর ছেলে। নিহত দুলু ওই গ্রামের মৃত শাম মোহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিলনের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার পর রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই গ্রামবাসি ভুটুকে হত্যায় ব্যবহৃত চাকুসহ পুলিশে সোপর্দ করে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, মিলনের সাথে তার ছেলে ভুটুর ঝগড়া ছলছিল। এক পর্যায়ে ভুটু পিতা মিলনকে মারতে উদ্যত হয়। এসময় পাশের বাড়িতে বসবাসরত ইসমাইল এগিয়ে এসে ভুটুকে একটি চড় মেরে ঝগড়া থামাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুটু ঘর থেকে ছুরি এনে চাচার বুক,পিঠ ও পেটে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি আহত হন ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক পাশা আরও বলেন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ভুটু ও তার মায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। আজ পুলিশ গ্রেপ্তার ভুটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।