ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ

ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলাহাট কৃষক প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় মাল্টিডাইমেনশনাল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সোমবার প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন— এসএসিপি প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার কৃষিবিদ মো. সাইফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ অন্যরা।
ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এসময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।
ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও যুগ্ম সচিব ড. এম. এ. মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা। মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন। উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা–২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক

ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জনকে আটক করেছে বিজিবি। আজ ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে জানানো হয়, আজ ভোরে ৫৯ বিজিবি ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৭ জন ব্যক্তি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি কর্তৃক আটক হয়। ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেপ্তার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ২৭ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়।
ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা

ভোলাহাটে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা ভোলাহাট উপজেলায় কর্মরত সাংবদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন তিনি। ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আগামী দু’মাস খুব চ্যালেঞ্জিং সময়। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেহেতু সবদিক চোখ কান খোলা রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা দরকার। এছাড়াও উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের আর্থিক সহায়তা প্রদান, সড়ক দুর্ঘটনা কমাতে পদক্ষেপ নেওয়া, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা, সড়ক দখল করে খড়ি ও গরু বেঁধে রাখা দূর করাসহ নানা বিষয় আলোচনা হয়। সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ভোলাহাট উপজেলার উন্নয়ন করতে চান নবাগত ইউএনও। তিনি টাংগাইলের ধনপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি ভোলাহাট উপজেলায় বদলী হয়ে আসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুবেল আহমেদ,বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
ভোলাহাটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ভোলাহাটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে উপজেলা পরিষদ সমুন্নত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, ভোলাহাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী দলসহ সর্বস্তরের জনগণও শ্রদ্ধা জানান। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। সকালে ভোলাহাট রামেস্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেল নিবার্হী কর্মকর্তা শাহীন মাহমুদ। পরে পুলিশ আনসার-ভিডিপি ও রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড, বিভিন্ন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ,অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন। বেলা ১১টার দিকে রামেশ্বর পাইলট ইনস্টিটিউটেশন মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন , উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এলজিইডি প্রকৌশলী, শিক্ষা অফিসার, আরডিও সবুজ আলী, উপজেলা বিএম ডি এ কর্মকর্তা লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিগণ। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহারাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন করেছে। এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে চেকিং কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ওসমান শরীফ হাদীর ওপর হামলায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। আজ সকলে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তার রবিউল ইসলাম কবিরাজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। কৃষি অফিস সূত্র জানায়, অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক এক ধরণের বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য শুধু ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।