ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামন উপকারভোগীদের বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই গরু ছাগলগুলো বিক্রি করে দেওয়া যাবে না। এগুলো যতœ সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে পশুগুলো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। ভবিষ্যতে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন।

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার বাংলাদেশের গ্রামীন জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে ভোলাহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজলো পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ডাইসিন গ্রুপ। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মস‚চির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মোসফিকা কাওসারী লিসাসহ অন্যরা। সেমিনারে বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর জোর দেন।

ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন

ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন ভোলাহাট উপজেলার বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আজ বেলা ১০ টার দিকে দেশের ২য় বৃহত্তম বিল বিলভাতির সুরানপুর অংশের প্রায় ৪ কিলোমিটার রাস্তায় ফুল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন,আরডিও মোঃ সবুজ আলী, যুব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, তথ্য আপা মোসা: নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ, সুরানপুর বিওপি ক্যাম্প কমান্ডার নির্মল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলামসহ অন্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট উপজেলায় কোন বিনোদন কেন্দ্র নেই। অনেক বিনোদন প্রেমিকেরা বিলভাতিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এছাড়াও বিলভাতিয়ায় হাজার হাজার বিঘা জমিতে ফসল চাষে কৃষকেরা ফাঁকা মাঠে কাজ করলে বিশ্রামের জন্য কোন গাছ না থাকায় গাছের ছায়াতলে বিশ্রাম নিতে পারেন না। ফলে আমি ভোলাহাট উপজেলায় যোগদানের পর সৌন্দর্যবর্ধন ও কৃষকের বিশ্রামের কথা চিন্তা করে ফাঁকা মাঠের চার কিলোমিটার রাস্তায় ফুল ঔষধি ও বনজ গাছ রোপণের উদ্যোগ নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে বিনোদন কৃষিকের বিশ্রাম সারি সারি গাছে পাল্টে দিতে পারে ভোলাহাটের চিত্র। তিনি সবাইকে গাছগুলো রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, তথ্য আপা নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার হারুন অর রশিদসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ মৌসুমে মোট ৫’শ ৫০জন কৃষক এই সুবিধার আওতায় রয়েছেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকরা।

ভোলাহাটে এক উচ্চ বিদ্যালয় থেকেই ৯মাসে ৫৫ শিক্ষার্থী বাল্যবিয়ে

ভোলাহাটে এক উচ্চ বিদ্যালয় থেকেই ৯মাসে ৫৫ শিক্ষার্থী বাল্যবিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯মাসে বাল্যবিয়ের শিকার হয়েছে ৫৫ শিক্ষার্থী। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রায় দুপুর ১২ টার দিকে শিকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি দাবি করেন। তিনি পোস্টে লিখেন, ৯ মাসে আমার বিদ্যালয়ের সিক্স টু এইট এই তিন ক্লাসের মোট ৫৫ জন ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৪। এবিষয়ে তিনি এলাকাবাসী, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেন। এবিষয়ে আমাদের উপজেলা প্রতিনিধি প্রধান শিক্ষক মো. সেলিম রেজা বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার স্কুলে ৯ মাসের মধ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ ম শ্রেণীতে পড়ুয়া ৫৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে। ঐ ছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় তাদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি বল্যবিয়ের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য ভোলাহাট উপজেলায় মোট ২১টি হাই স্কুল রয়েছে।

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২ অংশগ্রহণ করে। ১-০ গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ বিজয় ছিনিয়ে নেয়। পরে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও ৩০ হাজার টাকা, রানার্স আপ দলকে গোল্ডকাপ ও ২০ হাজার টাকা তুলে দেন খেলার সভাপতি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ অন্যরা। গত ২৫ আগষ্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উপজেলার মোট চারটি ইউনিয়ন পরিষদ থেকে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। আগামী ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যান্য উপজেলার ফুটবল দলের সাথে প্রতিযোগিতা করবে বিজয়ী ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১।

ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. বাবু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফরহম ঘাটে মরদেহটি মহানন্দা নদীর পাড়ে দেখে স্থানীয়রা জানালে আমি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে পুলিশকে মুঠোফোনে জানাই। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় এক মুদি দোকানদার মো. শামীম রেজা জানান, অজ্ঞাতনামা মরদেহটি মহানন্দা নদীর ভারতের দিক থেকে ভেসে এসেছে। মরদেহটি ২২/২৩ বছরের পুরুষ মানুষের মনে হচ্ছে। পরনে প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল বলে দেখতে পেয়েছেন বলে জানান। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী আহরাম আলী, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমানসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ভোর রাত সাড়ে ৪টার দিকে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা বিওপির সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। পরে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে কাজের সন্ধানে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন— যশোর মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের আরশাদ আলী সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইল ঘাটাইল থানার ডাকাতিয়া গ্রামের মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লার লাকসাম থানার এলাইচ গ্রামের হায়াত উ নবীর ছেলে মো. রবিউল ইসলাম (৩০), খুলনা সোনাডাংগা থানার গোবরচাকা মোল্লাবাড়ী গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে পন্টু শেখ (৩০), রংপুর কাউনিয়া থানার চন্ডিপুর মহেসা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), দৌলতপুর থানার ছাতারপাড়া গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা থানার আতারপাড়া গ্রামের মো. জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে মো. রহমত (৪০), ময়মনসিংহ গৌরীপুর থানার তেরশিরা গ্রামের মৃত ইশালি শিকদারের ছেলে মো. তহিল উদ্দিন সিকদার (৪০), ঠাকুরগাঁও হরিপুর থানার মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)। জানা যায়, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতরা ২০২৩ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুনসহ অন্যরা।