এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী   কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক দামিকা নিরোশোনা গুলিতে নিহত হয়েছেন। আমবালাগোদায় নিজ বাসার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মারা গেছেন ৪১ বয়সী সাবেক এই ক্রিকেটার। হত্যাকারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ঘটনা তদন্ত ও ঘাতকে চিহ্নিত করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আমবালাগোদায় স্ত্রী ও দুই সন্তানসহ বাস করতেন দামিকা। লঙ্কান যুব দলে মাত্র ৪ বছর খেলেছেন এই ক্রিকেটার। ২০০০ সালে অভিষেক হওয়ার পর তার সংক্ষিপ্ত ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৪ সালে। ২০০২ সালে কয়েকদিনের জন্য লঙ্কানদের নেতৃত্বও দিয়েছেন দামিকা। তবে কখনো সিনিয়র দলে খেলেননি তিনি। দামিকার বেশ কয়েকজন সদস্য পরবর্তীতে শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার বনেও গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থারাঙ্গা ও ফারভেজ মাহারুফ।

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত দেশে চলমান ছাত্র আন্দোলনে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল বোর্ডের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক

জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) পারভেজ রায়হান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তাঁর কার্যালয়ে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, পরিষদের সদস্য আব্দুল জলিলসহ অন্য সদস্য ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রাজকীয় আপ্যায়নে মুগ্ধ যশ-নুসরাত

রাজকীয় আপ্যায়নে মুগ্ধ যশ-নুসরাত অনন্ত-রাধিকার আলোচিত বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, তবে এখনো সংবাদের শিরোনাম হচ্ছে এই বিয়ের বিভিন্ন বিষয়। হচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ বিয়েতে এসেছেন খ্যাতিমান ব্যক্তিরা। গত ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। জমকালো আয়োজনের তিন দিনব্যাপী এ বিয়ের অনুষ্ঠান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রাজকীয় এ বিয়েতে আমন্ত্রণ পেয়ে ছুটে যান টালিউড তারকা যশ-নুসরাত। এমন মহাআয়োজনের বিয়ে থেকে যে কেউ একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেন-এমনটাই স্বাভাবিক। এ জুটির বেলায়ও হয়েছে তাই। অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারার অনুভূতি যে একটু আলাদা হবে, যা বলার অপেক্ষা রাখে না। যারা এ বিয়েতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের ভাষ্য থেকে এসব অসাধারণ অনুভূতির কথা জানা গেছে। এ অনুষ্ঠান থেকে ফিরে ভীষণ উচ্ছ্বসিত যশ-নুসরাত। রিসেপশনের অনুষ্ঠানের জন্য তিনি ফ্যাশন ডিজাইনার এষা শেঠি তিরানির পোশাক পরেছিলেন। অন্যদিকে কোমল অ্যান্ড রাতুল সুদ লেবেলের নীল শেরওয়ানিতে যশ দাশগুপ্তকে দেখা যায়। জুটিকে দেখে চিত্র সাংবাদিকরাও দৃশ্য ধারণের সুযোগ হাতছাড়া করেননি। যশ-নুসরাতের জন্য অনন্ত-রাধিকার রিসেপশনের অনুষ্ঠান স্মরণীয় হয়ে রইলো। অনুষ্ঠানে যোগ দিয়ে আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরাত। টালিউডের জুটির ভাষ্য, ‘অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ আম্বানি পরিবারকে এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য।’ অনন্ত-রাধিকার রিসেপশনের টালিউডের তারকাদেরও ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে সবার। বিয়ের দিন অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বধূবরণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশীর্বাদ করেছেন।

আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি

আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি বার্তা দিলো দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে আবার অভিযান শুরু হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এখনো হাজার হাজার আফগান শরণার্থী বসবাস অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। অভিযোগ, এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেয়ার কথা জানায়নি কোনো দেশ। ফ এবার সেই শরণার্থীদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ

কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপার এবারের আসরের। উরুগুয়কে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে মেসি-ডি মারিয়ারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দল দুটির শিরোপা লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল, যেখান পাঁচজনই ব্রাজিলের রেফারি। ম্যাচটিতে অন-ফিল্ডে মূল রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফাইনাল ও তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গতকাল এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে, তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর, আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ বললেন বুবলী!

অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ বললেন বুবলী! ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী। এই দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ। সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপু-বুবলী মেতেছেন কথার যুদ্ধে। বুবলী জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু। বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেমপ্ল্যান। সিনেমা থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। এবার অপুর কথা জবাবে তাকে ইঙ্গিত করে বুবলী জানালেন, বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন! শুধু তাই নয়, অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ সঙ্গেও তুলনা করেছেন। প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও!  বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো, উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী, বুবলী আর বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। বুবলী আরও বলেন, শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং-বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন। এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। জাতীয় টেলিভিশনে কী সব উদাহরণ দিচ্ছে, যার কোনো অর্থই নেই। কি কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, কারণ তার ভেতরটাও এ রকম। কিছুদিন আগে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলীর ওঠাবসা বেশি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ২০০৮ সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে, তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় ৫/৬টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল। সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জয়া আপু, বিদ্যা সিনহা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজেও এসেছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন। এই চিত্রনায়িকা আরও বলেন, ২০১৭ সাল থেকে শাকিব ও তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা বলেছিলেন উনি, সে সবই ভিডিওতে আছে। কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে, সেই কথাও আছে। অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন। ২০১৭ সালে বিএফডিসিতে শাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল, তখন তার বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে তাকে। কয়দিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানেও অশ্লীল ড্রেসে দেখা গেছে। অথচ অন্য নায়িকাদের বলেন, কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি তিনি। ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন, উনি (অপু বিশ্বাস) নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না। কিন্তু কেন? কারণ হচ্ছে, কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে। আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন। তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না, বানালে ঠিকই করতেন। এ ধরনের কোনো উদাহরণ আছে, তার কাছে উনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি। কিন্তু এখানে চালাকি করে শাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিলো। কাকে কি বোঝায় উনি? হাস্যকর। অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকব। কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে “গেম প্ল্যান” করে বলেই এই “গেম প্ল্যান” শব্দ তার মুখ থেকে এসেছে।

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে সরকারবিরোধী সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনসিএইচআর) নিহতদের নতুন এ সংখ্যা প্রকাশ করেছে।  মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।  প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার জাতীয় মানবাধিকার সংস্থা কেএনসিএইচআর দেশটিতে সরকারবিরোধী সাম্প্রতিক বিক্ষোভে ৩৯ জন নিহত হওয়ার তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছে। সংস্থাটির প্রকাশ করা নিহতের এই সংখ্যা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ। সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলছে যে, বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।  বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাই উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আরো বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধিসংক্রান্ত একটি প্রস্তাব পাস হয় কেনিয়ার পার্লামেন্টে। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের প্রধান দাবি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ, যিনি ২০২২ সালের সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়েছেন। সেই নির্বাচনের পর থেকেই কেনিয়ায় দিন দিন রাজনৈতিক বিভক্তি তীব্র হয়ে উঠেছে। রোববার (৩০ জুন) কেনিয়ার সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন উইলিয়াম রুটো। সেই ভাষণে তিনি বলেছেন, আন্দোলনে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। তবে তাদের মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয় বলে দাবি করে মৃত্যুর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ সোমবার (৩ জুলাই) কেএনসিএইচআর তাদের বিবৃতিতে বিক্ষোভকারী, চিকিৎসাকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ এবং চার্চ, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের মতো নিরাপদ স্থানগুলোতে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে।  জাতীয় মানবাধিকার সংস্থাটির অভিমত, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে শক্তি ব্যবহার করা হয়েছিল তা অত্যধিক ও অসামঞ্জস্যপূর্ণ ছিল।’  সংস্থাটি পার্লামেন্ট ভবন ও অন্যান্য সরকারি ভবনে কিছু বিক্ষোভকারীর ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো সহিংতামূলক কাজের তীব্র নিন্দা জানিয়েছে। ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার (২৫ জুন) কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট রুটো। তবে তা সত্ত্বেও বিক্ষোভকারীরা নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। কেনিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভরে উঠেছে ‘সব জায়গা দখল করো’, ‘রুটোর বিদায় চাই’, ‘বাজেট দুর্নীতিবাজদের বাতিল করো’ প্রভৃতি হ্যাশট্যাগে।