বিপিএল: প্রথম ও তৃতীয় দল চূড়ান্ত, দ্বিতীয় ও চতুর্থ দলের অপেক্ষা

বিপিএল: প্রথম ও তৃতীয় দল চূড়ান্ত, দ্বিতীয় ও চতুর্থ দলের অপেক্ষা রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ঘোড়া শেষ পর্যন্ত শীর্ষেই থাকল। শনিবার রাতে চট্টগ্রাম রয়‌্যালসকে ৩ উইকেটে হারিয়ে রাউন্ড রবিন লিগের অষ্টম জয় নিশ্চিত করেছে তারা। আগে থেকে শীর্ষে ছিল। ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী নিজেদের অবস্থান এমন জায়গায় নিয়েছে যেখানে বাকিদের আর আসার সুযোগই নেই। তাতে এলিমিনেটর ম‌্যাচ নিশ্চিত হয়েছে তাদের। কিন্তু প্রতিপক্ষ কে? নিশ্চিত হবে আজ। বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা আজ। দুইটি ম‌্যাচের পর চূড়ান্ত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের লাইনআপ। ছয় দলের টুর্নামেন্টে সেরা চারে উঠতে পারেনি ঢাকা ক‌্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। প্রতিযোগিতার এক ম‌্যাচ আগে তারা ছিটকে গেছে। সেরা চারে উঠেছে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুর। এদের মধ্যে প্রথম দল রাজশাহী। তৃতীয় দল সিলেট। দ্বিতীয় ও চুতর্থ অবস্থানে কে থাকবে তা জানা যাবে আজ। রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। সন্ধ‌্যায় খেলবে ঢাকা ও চট্টগ্রাম। রংপুর নিজেদের শেষ ম‌্যাচ জিতলে পয়েন্ট হবে ১২। তারা দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে চট্টগ্রাম রয়‌্যালসকে টপকে। শর্ত আছে, রান রেট ভালো থাকতে হবে। সন্ধ‌্যার মধ‌্য চট্টগ্রাম ঢাকাকে হারালে ১৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানেই থাকবে। এছাড়া দুই দলের কেউই যদি না জেতে তাহলে চট্টগ্রাম দ্বিতীয় এবং রংপুর চতুর্থ দল থাকবে। শীর্ষ দুইয়ে থাকতে পারলে ফাইনাল খেলার একাধিক সুযোগ পাওয়া যায়। সেই সুযোগটি নিশ্চিতভাবে রংপুর ও চট্টগ্রাম হাতছাড়া করতে চাইবে না। এলিমিনেটর ম‌্যাচ যারা হারবে তারা চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। এই ম‌্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ম‌্যাচের বিজয়ী দল এরপর খেলবে ফাইনাল।

বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি

বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিলেও বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা ব্যাখ্যা ও বিতর্ক শুরু হয়। তবে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত। বিসিবির ব্যাখ্যায় বলা হয়, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টস করতে পারেননি। সে কারণে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে দলের প্রতিনিধিত্ব করেন। ওই সময় মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ায় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলানো হয়নি। বিসিবি স্পষ্ট করে জানায়, এ ঘটনায় প্রতিপক্ষ দলের প্রতি কোনো ধরনের অসম্মান, অবজ্ঞা কিংবা নেতিবাচক মনোভাবের প্রশ্নই ওঠে না। ক্রিকেটীয় শিষ্টাচার ও সৌহার্দ্য বজায় রাখা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির একটি মৌলিক অংশ, যা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। ঘটনাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বোর্ড। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাঠে ও মাঠের বাইরে প্রতিটি আচরণে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা তাদের দায়িত্ব। বিসিবি আরও জানায়, ক্রিকেটের মূল্যবোধ রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন যে কোনো পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটি অপরিহার্য শর্ত। এ বিষয়ে বোর্ড কোনো আপস করতে রাজি নয়। শেষ পর্যন্ত বিসিবি পুনর্ব্যক্ত করেছে, মাঠে কিংবা মাঠের বাইরে সব ক্ষেত্রেই ক্রিকেটের চেতনা ও নৈতিকতার প্রতি তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান আয়ারল্যান্ডের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক অবস্থানে এখনো অটল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব তোলে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে আয়ারল্যান্ড ক্রিকেট। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন একটি বিকল্প হিসেবে বিবেচিত হলেও, বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা করেছিল ভারতীয় ক্রিকেট দল, এবার ঠিক তাই করলো তারা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয়রা। এবার ছোটদের ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঠিক একই কাজ করলো বাংলাদেশের সঙ্গে। জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচে টসের পর বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। ভারত-বাংলাদেশ উত্তেজনার আঁচ যে এবার ২২ গজে পড়েছে, তা এ ঘটনাতেই প্রমাণ হয়ে গেলো। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন না করায় ম্যাচ শুরুর আগেই বিতর্ক তৈরি হলো। আয়ুষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ুষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার পর ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এরপরই সরে যান আয়ুষ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আয়ুষ মাত্রে সরে দাঁড়ানোয় আবরারও উদ্যোগি হয়ে গিয়ে আর হাত মেলাননি। উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় প্রস্তুতি হতে না পারায় তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ককে। গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছিল। এবার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে। গত বছর কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। যার বাস্তবায়ন ঘটিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেননি। এবার ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপের আঁচ পড়ল ২২ গজে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানে বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এখনও স্নায়ুযুদ্ধ চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই পরিস্থিতিতে ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আবরারের সঙ্গে হাত না মিলিয়ে আয়ুষও ভারতীয় শিবিরের অনমনীয় অবস্থানের বার্তা দিয়ে দিলেন।

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া ভেন্যু জটিলতা কাটাতে আজ (শনিবার) ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি।আইসিসি থেকে শুরুতে দুজন প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একজন আসতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি। ফলে আজ একাই ঢাকায় পৌঁছাবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে যে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড ও সরকারের একাধিক পর্যায়ে বৈঠক হতে পারে। তিনি পুনরায় স্পষ্ট করেছেন, শ্রীলঙ্কায় খেলার দাবিতে বাংলাদেশ অবস্থান বদলাবে না। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত বৈঠক হবে। তবে এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভেন্যু পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করতে পারে। যদি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকে, তবে ‘সি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে। তবে এর জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদনের প্রয়োজন পড়বে। উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়ার কথা ছিল। ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব বিশ্লেষণ ও গাইডলাইন ইতিমধ্যেই আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের বৈঠকের পর এই সংকট নিরসনে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম

শরিফুলের ফাইফার ও মাহেদীর নৈপূণ্যে শীর্ষে চট্টগ্রাম বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে দারুণ এক জয় পেল চট্টগ্রাম রয়্যালস। আজ বিকেলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তারা ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। চট্টগ্রামের এই জয়ে দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখান অধিনায়ক শেখ মাহেদী হাসান। প্রথমে বোলিংয়ে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে দল যখন বিপর্যয়ের মুখে, তখন হাল ধরে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার দিনে বল হাতে দারুণ ছিলেন শরিফুল ইসলামও। তিনি ২৩ বলে মাত্র ৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। শরিফুল ও মাহেদীর বোলিং তোপে নোয়াখালী ১৮ ওভার ৫ বলে অলআউট হয় ১২৬ রানে। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন চট্টগ্রামের শরিফুল। এই জয়ে ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রাজশাহী আছে দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সিলেট আছে তৃতীয় স্থানে।

বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল

বিপিএলে ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। আর ঢাকা পর্বের প্রথম ম্যাচেই বিধ্বংসী বোলিং করেছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।  

সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন

সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই ক্রিকেটার। চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। অন্যদিকে ব্যাট হাতে এবারের আসরে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।  

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত শঙ্কাই সত্যি হলো। ক্রিকেটারদের খেলা বর্জনের কারণে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। সিলেট পর্ব শেষ হওয়ার পর আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের ক্রিকেট অঙ্গনে চরম অস্থিরতা দেখা দেয়। দিনের প্রথম ম্যাচ স্থগিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিও বাতিল করা হয়। এর পরই লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে কবে আবার টুর্নামেন্ট মাঠে গড়াবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মূলত গতকাল গণমাধ্যমকে দেওয়া বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দেশের ক্রিকেটপাড়া। বিশ্বকাপ ইস্যুতে খেলোয়াড়দের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি ক্রিকেটারদের নিয়ে যে বক্তব্য দেন, তা মানহানিকর ও অবমাননাকর বলে দাবি করেন খেলোয়াড়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং দাবি পূরণ না হলে মাঠে না নামার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় স্থগিত হয়ে যায় নির্ধারিত ম্যাচগুলো। মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা জানান, বিসিবি তাদের কাছে ৪৮ ঘণ্টার সময় চেয়েছে। তবে সেই সময়সীমার বিষয়ে লিখিত ও প্রকাশ্য নিশ্চয়তা না পাওয়ায় তারা মাঠে নামেননি। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে নাজমুল ইসলামের বিসিবি থেকে সরে যাওয়ার নিশ্চয়তা পেলে তবেই তারা খেলায় ফিরবেন। এদিকে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এম নাজমুল ইসলামকে অর্থ কমিটিসহ বিসিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ক্রিকেটাররা এটিকে পর্যাপ্ত মনে করেননি এবং পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত পরিচালক হওয়ায় নাজমুল ইসলাম নিজে পদত্যাগ না করলে তাকে অপসারণ করা সম্ভব নয়। এর মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে পারে—এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচটিও স্থগিত করা হয়। পরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তার আগেই অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি। এতে করে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।

ভারতে নিউজিল্যান্ডের রেকর্ড গড়ে জয়

ভারতে নিউজিল্যান্ডের রেকর্ড গড়ে জয় সিরিজ বাঁচাতে জিততেই হতো—এমন সমীকরণে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে আশা বাঁচিয়ে রেখেছে কিউইরা। স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারীরা। রাজকোটে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান করে ভারত। জবাবে ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয় নিউজিল্যান্ডের। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করেছিল কিউইরা। ২০২৩ সালের পর টানা ৮ ওয়ানডে হারের পর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম জয় এটি। ভারতের মাটিতে ২০১৭ সালের পর টানা ৮ ওয়ানডে হারের পর প্রথম জয়। রান তাড়ায় নিউ জিল্যান্ডের দুই ওপেনার দ্রতই ফিরে যান। তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন উইল ইয়াং ও ড্যারিল মিচেল। ইয়াং ৯৮ বলে ৮৭ রানে ফেরেন। তবে সেঞ্চুরি তুলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল। ১১৭ বলে ১৩১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ভারতের বিপক্ষে গত ৪ ম্যাচের তিনটিতেই শতক পেলেন ম্যাচসেরার পুরষ্কার তোলা মিচেল। এর আগে টসে হেরে লোকেশ রাহুলের অপরাজিত ১১২ ও শুবমান গিলের ৫৬ রানের উপর ভর করে ২৮৫ রানের সংগ্রহ পায় ভারত। ইন্দোরে সিরিজ নির্ধারর্ণী ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। এরপর দুইদল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।