অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী

অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৯৭ জন রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে। অভিভাবকরা জানান, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতসহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী করবে বিশেষ করে তাদের গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকল ও স্কুল ব্যাগ দেয়া হবে।

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। তাই শিক্ষকতার সময় নির্ধারণ করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকরা পাঠদান করলেই শিক্ষার্থীরা শিখতে পারবেন এবং শিক্ষার মান বাড়বে। শিক্ষার্থীদের সমস্যাগুলো একজন শিক্ষককে বুঝতে হবে। তবেই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বাড়বে। তারা প্রতিষ্ঠানমুখী হবে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ যখন দ্বীনি শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, মানসম্মত শিক্ষায় পারে একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ধরে রাখতে। অন্যথায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উপবৃত্তি দিয়েও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী খরায় ভুগছে। বাংলাদেশের বেশকিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অপরদিকে মানসম্মত শিক্ষা প্রদানের কারণে কিছু নূরানী মাদ্রাসাসহ বেসরকারি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর চাপে কোটা পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাই আমাদের এমপিওভুক্ত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি, মানসম্মত শিক্ষা প্রদানকারী কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা ড. মো. কেরামত আলী, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জোবদুল হক, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হকসহ মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীগণ। শেষে মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষাবিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান। এর আগে তিনি সড়কপথে সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি আম খোদাই করা কাঁসার থালা উপহার দেয়া হয়।

শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড

শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ শেষ হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল— ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে বিকশিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস. রোকন। উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং ২৭ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ শিবগঞ্জে ধ্রুব পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সংগীত পরীক্ষায় বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সংগীত শিক্ষার গুরুত্ব ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে ধ্রুব পরিষদের ভূমিকা তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আজ সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া ও সঠিক স্যানিটেশন চর্চার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শিবগঞ্জে ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট এর শুভ উদ্বোধন

শিবগঞ্জে ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট এর শুভ উদ্বোধন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন এর ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান এবং আট-রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরিয়া মোস্তফাসহ অন্যান্য ।

শিবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে। পাশাপাশি কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা। এর মধ্যে সরিষা ৪ হাজার ২০০ জন, গম ৭ হাজার জন, চিনাবাদাম ৫০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ২০০ জন, খেসারি ৩০০ জন ও অড়হর ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর বিশ^াসপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৪টায় বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে বাবুপুর বিশ^াসপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভুমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহববুর রহমান মিজানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আটক যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদ। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।