চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে, ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় টেনসিউইন নামক ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি বলে জানায় বিজিবি। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানানো হয়, আজ ভোরে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলো জব্দ করা হয় এবং তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়। অন্যদিকে, সকাল ৭ টায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ট্যাবলেটগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এর আগে গত মঙ্গলবার সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। এই ৯১৯টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ হচ্ছে ৮৮৫টি ও অস্থায়ী ৩৪টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনটি গঠিত হয়েছে ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৪টি এবং মোট ভোট কক্ষ হচ্ছে ৮৬১টি। এই ৮৬১টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি। এই ৮৮২টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ৮৬১টি ও অস্থায়ী ২১টি। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭১৬ জন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ সকালে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়া হয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৭০০পিস ট্যাবলেট জব্দ করে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান বলেন, জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। তিনি আরও বলেন, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও র্যাবের অভিযানে ইয়াবা,ফেনসডিল সহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও র্যাবের অভিযানে ইয়াবা,ফেনসডিল সহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল ও ৫৮৮ পিস ইয়াবা জব্দ হয়েছে। এর মধ্যে র্যাবের অভিযানে ইয়াবাসহ সহ সিহাব আলী (২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি শিবগঞ্জের জমিনপুর খাড়োগ্রাম এলাকার মতিউর রহমানের ছেলে। গত রোববার রাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সূত্রে ফেনসিডিল মজুদের খবর পেয়ে শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে ৩টি প্লাষ্টিকের ঝুড়িতে বস্তাবন্দী অবস্থায় দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুদকৃত ৭৩ বোতল ফেনসিডিল জব্দ হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক (৫৯বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল গোলম কিবরিয়া বলেন, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৫ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানে জব্দ ফেসসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে। এদিকে র্যাব জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী চৌকা মনাকা স্বর্ণকারপাড়া হতে বিক্রির জন্য অবস্থানকালে সিহাবকে ৫৮৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সিহাব মাদক কারবারি। আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জে টলি উল্টে শ্রমিক নিহত

শিবগঞ্জে টলি উল্টে শ্রমিক নিহত শিবগঞ্জে কংক্রীট ঢালাই কাজে ব্যবহৃত মিক্সচার মেশিনবাহী একটি ট্রলির একটি যন্ত্রাংশ খুলে গিয়ে, ট্রলিটি উল্টে গেলে এর নীচে চাপা পড়ে ট্রলিতে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ডের মর্দানা নয়াপাড়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মংলু। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ পৌর কারবালা মোড় এলাকার সড়কে দূর্ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বলেন, সড়কে চলাচলকারী ছোট যানবাহনকে ওভারটেক করার সময় ট্রলিটি দূর্ঘটনার শিকার হয়। এতে ট্রলিতে থাকা শ্রমিক মংলু ঘটনাস্থলেই নিহত হন। তবে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস মাদকদ্রব্য জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস মাদকদ্রব্য জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে ইয়াবা ও নেশাকারক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশবিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল নেশাকারক ট্যাবলেট জব্দ হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। অভিযানে জব্দ মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন।
বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই

বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই বিজিবির মানবিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শেষবারের মতো এক ভারতীয় বৃদ্ধা নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশী স্বজনরা। গতকাল শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানোর সুযোগ করে দেয়া হয়। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্মশানী-চকমাহিলপুরে বসবাসরত মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক। বিজিবি এর পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। কারণ, মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য বলে মনে করি আমরা।
সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ

সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ভোররাতে ও গতকাল দিবাগত মধ্যরাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, আজ ভোররাত ৪টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান চারায়। অভিযানে জব্দ করা হয় ২৫ বোতল মদ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।