শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। হামলার শিকার আবদুল কাদির থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ শিবগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেরাজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে আজ বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। গতকাল রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলা বেগম। অভিযোগে বলা হয়, গত ২০১৬ সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সেরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত ৯ এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরো বলা হয়, বিয়ের ২ বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। গতকাল রাতে কমেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ইউনুস। এ সময় কমেলা বেগমকে টেনে হেচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা

শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের হাতে ৫০ হাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে গতকাল হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।
হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। এদের মধ্যে মনিরুলের দুই কন্যাসন্তান এবং আব্দুল্লাহিল কাফির ২ বছর বয়সী ছেলেসন্তান ও ৬ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওড়ে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বজ্রপাতে মনিরুল ও কাফি নিহত হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. মাইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক নুরতাজ আলম প্রমুখ। এছাড়াও কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ-ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. বাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো. ফারুক, যেখানে তিনি ব্র্যাক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি “প্রত্যাশা-২” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মাইনুল হক বলেন, “ব্র্যাকের এমন কার্যক্রম এর আগে কখনো দেখিনি। আজকের এই কর্মশালায় এসে খুব ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারলাম। ব্র্যাকের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, তবে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।” তিনি ভবিষ্যতে প্রোগ্রামের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন, “আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব যেন প্রত্যাশা-২ প্রকল্পের সেবা বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কাছে পৌঁছায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন উদ্যোগ অভিবাসীদের সচেতন ও উপকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিদেশে গমনেচ্ছু ও বিদেশ ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
শিবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, উপকারভোগী কৃষকরা ধান বীজ ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কেউ বীজ ও সার হস্তান্তর কিংবা বিক্রয় করবেন না। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ অন্যরা। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
শিবগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

শিবগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তোহরুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর মহাজনপাড়ায় একটি আমবাগানে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তোহরুল একই ইউনিয়নের কালুপুর গ্রামের সোলেমান আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে কালুপুর গ্রামে মজিবুর রহমান নামের এক ব্যক্তির আমবাগানে শ্রমিক হিহোবে গাছ কাটছিলেন তোহরুল। এ সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী’কে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী’কে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী ও ৩ সন্তানের জননী রোখসানা বেগমকে পারিবারিক কলহের জেরে গলাটিপে শ^াসরোধে হত্যার দায়ে স্বামী জনি ইকবালকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামী জনির উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত জনি শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। নিহত রোখসানা শিবগঞ্জের কমলাকান্তপুর গড়েপাড়া গ্রামের এসরাইল হোসেনের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পিতার বাড়িতে স্বামীসহ ঘুমোতে যাবার পর খুন হন রোখসানা। পরদিন সকালে শোবার ঘর হতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যায় নি। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় জনিকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন নিহতের পিতা। পরে ২০১৭ সালের ৯ অক্টোবর জনিকে গ্রেপ্তার করে পুলিশ। জনি পেশায় ট্রাক চালক এবং রোখসানার দ্বিতীয় স্বামী চিলেন। ৩ সন্তানসহ তালাক হবার পর প্রেমের সম্পর্ক গড়ে রোখসানাকে বিয়ে করেন জনি। তবে তাঁদের সংসারে কলহ, মরাধর লেগেই থাকত। এ ঘটনায় ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সেলিম রেজা। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত জনিকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।
শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন

শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন শিবগঞ্জে হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্ম বার্ষিকী পালন ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চার শতাধিক অসহায়, দুস্থ রােগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষধ বিতরণ করা হয়েছে। আজ সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা চত্বরে হোমিও চিকিৎসক কল্যান সমিতির উদ্যোগে সমিতির সভাপতি ডা: জান মুহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা: শামিম উদ্দীন বুলেট, সদস্য ডা: ইসাহাক আলী, ডা: নাসির উদ্দীন এবং ডা: আজিজুল হকসহ অন্যান্যরা। উল্লেখ্য, হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। হ্যানিম্যান ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন।১৭৫৫ সনে ১০ এপ্রিল জার্মানীর অন্তর্গত স্যাকস্যানী প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্ম গ্রহণ করেছিলেন।১৮৪৩ সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন।
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ শিবগঞ্জ সীমান্তে অবৈধ ও চোরাচালান করা ভারতীয় ১০টি গরু জব্দ করেছে বিজিবি। আজ ভোরে মনাকষা সীমান্ত থেকে গরুগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান। তিনি বলেন, পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেতারাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় আমবাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি ভারতীয় মালিকবিহীন গরু জব্দ করা হয়। তিনি আরও বলেন, গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল। পরে বিভিন্ন হাটে বিক্রয় করা হতো। জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলছে।