শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত শিবগঞ্জে একটি ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী উপজেলার পারএখলাসপুর এলাকার আবদুল খালেকের ছেলে। আজ সকালে উপজেলার পুসকুনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানযোগে কানসাট যাবার পথে পুসকুনী এলাকায় গাড়িটির চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ
সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ আসন্ন শরাদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আগামী ৯ অক্টোবর বুধবার থেকে আগামী ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুর স্থলবন্দরের এক্সপোটার্স এসাসিয়েশনের পাঠানো এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে দু’দেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ওই ৬দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণ, সরকারি অফিস কার্যক্রম চালু থাকবে। এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়, বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতিদিন যাতায়াত করতে পারবেন।
পদ্মা ও মহানন্দায় পানি কমছে ৮ সে.মি. পুনর্ভবায় বেড়েছে
পদ্মা ও মহানন্দায় পানি কমছে ৮ সে.মি. পুনর্ভবায় বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ৯টা থেকে আজ (গতকাল) শনিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর পানি কমেছে ১৩ সেন্টিমিটার। শনিবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে একই সময়ে মহানন্দা নদীর পানি কমেছে ৫ সেন্টিমিটার। খালঘাট পয়েন্টে মহানন্দার পানি বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। রহনপুর পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ২২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার গত কয়েকদিন আগে জানিয়েছিলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৯৩২ হেক্টর মাসকালাই, ৫ হেক্টর রোপা আউশ, ৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৫ হেক্টর সবজি ও ৩ হেক্টর চিনা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক।
নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করছে প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের ১ হাজার ১১৪ পরিবার এবং শিবগঞ্জ উপজেলার পাঁকাসহ অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে এই দুই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চালগুলো বিতরণ করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান গতকাল শনিবার দুপুরে জানান, জেলা প্রশাসন থেকে ২০ টন চাল পাওয়া গেছে। সেই চাল বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর মধ্যে শুক্রবার থেকে বিতরণ করা হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিড়া, মুড়িসহ শুকনো খাবার দেয়া হচ্ছে। তিনি বলেন, পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, মনাকষা, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া ইউনিয়নের কিছু অংশ বন্যার শিকার হয়েছে। তবে পাঁকা সবচেয়ে বেশি। সবমিলিয়ে প্রায় সাড়ে ৮০০ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের উপস্থিতিতে পাঁকা ইউনিয়নের চর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নদী ভাঙন ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের ১ হাজার ১১৪টি পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে, যা ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এছাড়াও শাহজাহনপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, বারঘরিয়া ইউনিয়নের আংশিক বন্যাকবলিত হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব জানান, উদ্ভূত বন্যা পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির মতবিনিময়
শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির মতবিনিময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। গতকাল শনিবার বালিয়াদিঘী দুর্গামন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাতন সম্প্রদায়ের মধ্যে বক্তব্য দেনÑ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা। এসময় বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবিসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধেও ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি জানান, ৫৯ বিজিবির অধীনস্থ সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত সকল পূজামণ্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির টহল দল কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ (গতকাল শনিবার) সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করা হলো। বিজিবির এই অধিনায়ক বলেন, এরই মধ্যে আমাদের বিজিবির টহল দল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিকল্পনা করা হয়েছে। তারা নিয়মিত টহল দিচ্ছে। এবারের পূজায় বিজিবি তথা আমরা সকল প্রকার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করছি, যাতে আপনারা আড়ম্বর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুর হওয়ার সম্ভাবনা মনে করলে সাথে সাথে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজামন্ডপ কমিটির সভাপতিদের আহ্বান জানান তিনি। লে. কর্নেল গোলাম কিবরিয়া পূজা উৎসব যেন সনাতন ধর্মালম্বীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করারও অনুরোধ জানান।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ আজ জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বতর্মানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। সবমিলিয়ে চলতি বছর জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে ভর্তি ৬ জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গু রোগীর প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানান সিভিল সার্জন। তিনি সবাইকে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়ারও আহ্বান জানান। মশারি টানিয়ে ঘুমানো, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, ডাবের খোসা যেখানে সেখানে না ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার ডেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।
৭দিন বন্ধের পর পূণরায় কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর
৭দিন বন্ধের পর পূণরায় কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর বন্দর ট্যারিফ বা মাশুল সংক্রান্ত জটিলতায় দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর টানা ৭দিন বন্ধ থাকার পর কর্মচঞ্চল হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানী ও ভারতে রপ্তানী। জেলা প্রশাসকের মধ্যস্থতায় সংম্লিস্ট সকল পক্ষের মধ্যে অব্যহত আলোচনার পর গতকাল বন্দর চালুর সিদ্ধান্ত হয়। বন্দর সংশ্লিস্ট একাধিক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে বন্দরে আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়। এ অবস্থায় রাজস্ব আদায়ে ক্ষতি হওয়াসহ দেশের ভোগ্যপণ্য, কাঁচামাল,শিল্পপণ্য, উৎপাদন, নির্মাণ ও উন্নয়ন সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে বড় প্রভাব পড়তে শুরু করে। বেকার হয়ে পড়ে বন্দরের হাজার হাজার শ্রমিক-কর্মচারী। আজ বন্দরে ২৭৫টি ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ছিল ১২৭টি পাথর, ৩৭টি ট্রাকে ৯৪৮ টন পেঁয়াজ ও ১টি ট্রাকে ২টন কাঁচা মরিচ।
শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য পেল ৩৪২৯ পরিবার
শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য পেল ৩৪২৯ পরিবার শিবগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। আজ সকালে পৌরসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম শুরু হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল দেয়া হয়। শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে- প্রতি কেজি চাল ৩০ টাকা, ডাল ৬০ টাকা ও ১০০ টাকা দরে বিক্রি করা হয়। ৯টি ওয়ার্ডে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ পণ্যসামগ্রী কিনতে পারছেন।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাক থেকে পণ্য খালাসের নামে অতিরিক্ত হারে মাশুল আদায় করছে। নিয়ম-বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। অনিয়মের বিষয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা নেয়নি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন আমদানি-রপ্তানিকারকরা। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেছেন। ফলে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী টাকা নিয়ে থাকি। আমদানিকারকরা এখন তা মানতে নারাজ। তাই তারা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। আমরা তো সরকারের বাইরে যেতে পারি না।” এদিকে বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক গাড়ি বন্দরে প্রবেশ করলেও রবিবার বেলা ৪টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেনি। প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির অভিযোগে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। অন্যথায় পরবর্তীতে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন তারা।
শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা
শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সঙ্গে এই সভার আয়োজন করে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- গোয়াবাড়ী চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রইসুদ্দিন, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, সমাজসেবক আনসারুল হক। সভার উদ্দেশ্য ও অংশগ্রহণের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করণীয় তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। শিবগঞ্জ উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটেটর মো. আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। এজন্য অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামূলক সভা সেমিনার করার কথা বলেন। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজি, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।