শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৭ হাজার ৫’শ টাকা ও পানিতে ডুবে নিহত ২জন পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ অন্যনা।
শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া খাতুন, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ উপজেলার সকল দপ্তরের অফিসারগণ। সভায় উপজেলার বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাসন, মাদক, বাল্য বিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত গোমস্তাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার দিকে পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের একটি আমবাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম ওই গ্রামের একটি লীজ নেওয়া আমবাগানের ভিতরে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে বিদ্যুত লাইনের পিলারে হাত লেগে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।
শিবগঞ্জে দিনব্যাপী আম সম্মেলন

শিবগঞ্জে দিনব্যাপী আম সম্মেলন শিবগঞ্জ উপজেলার কানসাটে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সাড়ে ৩’শ আম চাষী এবং উদ্যোক্তা অংশ নেন। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে আম সংশ্লিস্ট সমস্যা, সম্ভাবনা ও রপ্তানী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গর্ব। এটি রপ্তানী আয়েরও উৎস হতে পারে। তবে তার জন্য প্রক্রিয়াজাতকরণ,নিরাপদ উৎপাদন,আধুনিক সংরক্ষণ ও পরিবহন এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা থাকতে হবে। আম সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে জেলা প্রশাসন সহযোগিতা করবে। শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, সম্মেলনের আহব্বায়ক শহীদুল হক হায়দারী, উদ্যেক্তা ও রপ্তানীকারক শামীম ইসমাইল খান শামীম সহ সংশ্লিষ্টরা। বক্তরা বলেন, কৃষক ও উদ্যোক্তারা একযাগে কাজ করে আম উন্নয়ন ও রপ্তানীতে ভূমিকা বাড়াতে পারেন। সম্ভাবনার এই খাতে সমন্বিত প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। এই জন্যই এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে জড়িতদের অভিজ্ঞতা বিনিময় হবে। বক্তরা আরও বলেন, বাংলাদেশ থেকে মধ্য্যপ্রাচ্য, ইউরোপ এমনকি আমেরকিার দেশগুলোতেও আম যাচ্ছে। এর পরিমান বাড়াতে আন্তর্জাতিক মান অর্জন বাড়াতে হবে। সঠিকভাবে বালাইনাশক প্রয়োগ,শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ও সংরক্ষণ, মানসম্মত প্যাকেজিং ইত্যাদি বাড়াতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব দরকার। আমের যথাযথ রপ্তানী বাজার চিহ্নিত কওে প্রচারণা চালাতে হবে। রপ্তানীর নিয়মনীতি যুগোপযোগি করতে হবে। শুধু তাজা আম রপ্তানী কওে রপ্তানী বাড়বে না। প্রক্রিয়াজাত করে পাঠাতে হবে। তবেই রপ্তানী বাড়বে।
শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু

শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে তিনটি গাভী মারা গেছে। এতে আরো দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মারা যাওয়া গাভী তিনটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। আজ সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর ছয় ঘরিয়া গ্রামের সাদেকুল ইসলাম ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাখোরালি বাজার থেকে কাঁচা ঘাস কিনে পাঁচটি গাভীকে খাওয়ালে কিছুক্ষণ পর গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করেন সাদেকুল ঘোষ। এক ঘণ্টা পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মৃত তিনটি গাভীর আলামত সংগ্রহ করে নিয়ে যান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন বলেন, অল্প বয়সের কাঁচা ঘাস নাইট্রোপয়োজন সৃষ্টি হওয়ায় অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়ার কারণে গাভীগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলামত সংগ্রহ করে রাজশাহী পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মনাকষা ইউনিযনের ১ নং ওয়ার্ডের চৌকা খড়িয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রখে গেছেন। আজ সন্ধ্যা ৬টার সময় নিজ গ্রামের আমবাগানে তাঁকে রাষ্ঠ্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, মোয়াজ্জেম হোসেন মন্টু, ওয়ার্ড সদস্য কাজল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতে খড়িয়াল কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামে। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তারা খবর পান যে, রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমানসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।
শিবগঞ্জ চকপাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৯টি ক*ক*টেল ও ৪০টি পে*ট্রোল*বো*মা উদ্ধার

শিবগঞ্জ চকপাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৯টি ক*ক*টেল ও ৪০টি পে*ট্রোল*বো*মা উদ্ধার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের আওতাধীন এলাকায় বাংলাদেশের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদগামী মহাসড়কের উপর অভিযান চালায় চকপাড়া বিওপি’র একটি টহল দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মহাসড়কের উপর দুটি আম বহনকারী ঝুড়ি (ক্রেট) ফেলে পালিয়ে যায় কতিপয় ব্যাক্তি। ধারণা করা হচ্ছে, তারা ওই ঝুড়িগুলো ট্রাকে করে কোথাও পরিবহন করত। পরে টহল দল ঝুড়িগুলো তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে ওই ঝুড়ি দু’টিতে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা বহন করছিল এবং সেগুলি কোথায় নেয়া হত তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ হানজালা নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার ফেত্তারের ছেলে। বিজিবি জানায়, আজ সকালে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট ফোনসহ আটক করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে। এজন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।