শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ
শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখা। আজ বিকালে পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুর জামান শায়েমের সভাপতিত্বে ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফাত ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নান তার জীবনী আলোচনা করে শেষ বয়সে লেখাপাড়া করার উদ্যোগী হওয়ার কারণ তুলে ধরেন। শেষে আবদুল হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রমকালে বিজিবি’র হাতে বাংলাদেশী যুবক আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি’র হাতে যুবক আটক অবৈধভাবে গত ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর আজ দুপুর আড়াইটার দিকে পূণরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি’র হাতে আলমগীর(২৬) নামে এক বাংলাদেশী আটক হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, ২৩/৯ এস সীমান্ত পিলারের নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবশের সময় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে পালানোর চেষ্টাকালে জহুরপুরটেক বিওপি’র টহলদল ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশী করে কাতারের সিমকার্ড সহ একটি মোবাইল ফোন, ২০০ গ্রাম বাদাম ও ২ কেজি খেজুর পাওয়া যায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক আলমগীরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।
শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পদ্মা নদীর বোগলাউড়ি ঘাটের অদূরে পদ্মা’র শাখা মরাগঙ্গা নদীর ঘাটে গোসল করেত নেমে সানাউল্লাহ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের জাহির আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। সাঁতার না জানা সানাউল্লাহ পাঁকা ইউনিয়নের চর কানছিড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাবার পর সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির নিকটেই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় মাঝিরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
কানসাটে ৫৯ বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক
কানসাটে ৫৯ বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ৯টায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সংখ্যক মোবাইল সেট উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করা হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৬দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। আজ বিকেলে বন্ধের চিঠি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান। ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ীÑ ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।
সোনামসজিদে ১৮ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ চালক আটক
সোনামসজিদে ১৮ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ চালক আটক শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ইমিগ্রেশন চেকপোষ্টে বন্দরে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক পণ্য খালাসের পর পূণরায় ভারতে ফিরে যাবার সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ ওই ট্রাকে করে চোরাচালানের চেষ্টাকালে বিজিবির তল্লাশীতে আটক হয়েছে। এ সময় মাছ ও ট্রাকটি জব্দ করা হয় ও ট্রাক চালককে আটক করা হয়। আটক চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চাণ্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল। ৫৯বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, আজ সকালে ইলিশ চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মাছগুলি কাষ্টমস এর মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
ভারতীয় ৪২টি মোবাইল ও একটি বাইকসহ দুজন আটক
ভারতীয় ৪২টি মোবাইল ও একটি বাইকসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাইপথে আনা ৪২টি ভারতীয় মোবাইল ফোন সেট ও ১টি মোটরসাইকেল (বাইক)সহ দুজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে মো. নাফিউল্লা (২৩) ও মো. মনিরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২২)। ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, রবিবার দুপুরে শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল শাহজাহানপুর গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের মো. নাফিউল্লা ও ফয়সাল অবৈধভাবে ভারত থেকে এনে ভারতীয় মোবাইল ফোনগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে। দুপুর দেড়টার দিকে টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ চোরাচালানকৃত ৪২টি ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ নাফিউল্লা ও ফয়সালকে আটক করে। আটক করা ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান লে. কর্নেল মো. মনির-উজ-জামান।
শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মোহবুল হকের ছেলে মো. মোজাম্মেল হককে ১৫ কেজি ও একই গ্রামের মো. তহরুলের ছেলে মঈন আলীকে ১ কেজি গাঁজাসহ তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার
বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল এইসব উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস কাছ দিয়ে ২ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা। একপর্যায়ে ওই দুই ব্যক্তি বিজিবর টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। লে. কর্নেল মো. মনির-উজ-জামান আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত রক্ষায় বিশেষ টহল পরিচালনা করছে।
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত শিবগঞ্জে একটি ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী উপজেলার পারএখলাসপুর এলাকার আবদুল খালেকের ছেলে। আজ সকালে উপজেলার পুসকুনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানযোগে কানসাট যাবার পথে পুসকুনী এলাকায় গাড়িটির চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।