01713248557

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৬৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত বজলুর শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে বজলুর রহমান। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ৬ মার্চ ভোররাতে শিবগঞ্জের কানসাট বিশ^নাথপুর এলাকায় র‌্যাবের অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয় বজলু। এঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় বজলুকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীর উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম। ২০২১ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা(এসআই) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আসামী বজলুকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ বজলুকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রফিকুল ইসলাম টিপু।

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে আরজেদ আলী নামে এক বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত আরজেদ আলী গতকাল দিবাগত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারের মৃত মাজেদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টার দিকে নামাজে জানাযা শেষে মৃত্যু বীরমুক্তিযোদ্ধার প্রতি স্বসন্ত্র সালাম প্রদর্শন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার-ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ-তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ অন্যরা।

শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক শিবগঞ্জে শিরিন বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলাম মনিরুলের বিরুদ্ধে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল দিবাগত রাতে দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী মাইনুল ইসলাম মনিরুলকে আটক করেছে পুলিশ। নিহত শিরিন বেগমের জামাই দেলওয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে দেড়টার দিকে মাইনুল ওরফে মনিরুল তার স্ত্রী শিরিন বেগমকে দেশীর অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা ছুটে এসে শিরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যান তিনি। এদিকে মাইনুল ওরফে মনিরুলকে এলাকাবাসী আটকে রেখে শিবগঞ্জ থানা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তবে, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াদীন রয়েছে।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুটি হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের মো. আব্দুল রশিদের ১০ বছরের কন্যা বর্ষা খাতুন এবং অন্যজন আনুমনিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি সাজ্জাদ হোসেন জানান, আজ দুপুরে বর্ষা খাতুন বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এসময় অটোর সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অটোচালক পলাতক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে আজ সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ৫৫ বছরের ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি। এঘটনায় ট্রাকটি আটককরা গেলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রাজিতপুর টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মো. লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার মো. নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় টাওয়ারপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো. নাইমুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ইলিয়াস হোসেন তালুকদার।

শিবগঞ্জে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের আঘাতে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ নিহত ২

শিবগঞ্জে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের আঘাতে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ নিহত ২ শিবগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সালামের সহযোগি আব্দুর রহিম বাদশাহ ও নিহত মতিনের ছোটভাই আব্দুস সালাম টিটো। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের স্বজন, আহত, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী কলেজ মোড়ে গুচ্ছগ্রামের নিকট একটি চায়ের দোকানের পেছনে মাঠে বসে নিহত সালাম ও মতিনসহ ৪/৫ গল্প করার সময় পূর্বপরিকল্পিতভাবে হামলার ঘটনাটি ঘটে। এতে সালাম ঘটনাস্থলেই নিহত হয়। আহত অবস্থায় আব্দুল মতিনকে জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই সোনামসজিদ মহাসড়কে টায়ার জ¦ালিয়ে ব্যারিকেড দেয় জনসাধারণ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত সালাম নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের মৃত এত্তাজ মন্ডলের ছেলে। নিহত মতিন ও আহত টিটো এই ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত রহিম বাদশাহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামের মৃত ইস্তামের ছেলে। এর আগে গত ২৪ মার্চ রাতে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে মহারাজপুর এলাকায় সালামের চলন্ত প্রাইভেটকারে একাধিক ককটলে নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে কারটি সম্পূর্ণ বিধস্ত হলেও প্রাণে রক্ষা পান তারা। এদিকে হামলার পর ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ সুপার ছাইদুল। আজ বিকালে শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনায় ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। রাতে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা,একটি চ্ইানিজ কুড়াল ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ আলামত হিসাবে জব্দ হয়েছে। ডিবি,সিআিইডি,পিবিআই,র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শণ করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এদিকে ময়নাতদন্তের পর আজ বিকালে নিহতদের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলে ও আমের ঝুড়িতে লুকিয়ে পাচারকালে ৩২৯ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের একরামুল হকের ছেলে জামাল আলী ও শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে জাকারিয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। আজ সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযানে অভিনব কায়দায় আমের ক্যারেটে লুকানো ৩০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জামাল। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর রানীহাটী কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলে লুকানো ২৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জাকারিয়া। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ফেনসিডিলের চালানগলো সীমান্ত এলাকা থেকে দেশ ও জেলার বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সংগ্রহ করা হয়েছে। এ সব ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কৃষ্ণ গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাতে শিবগঞ্জের কানসাট পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জের সোনামসজিদ পিরোজপুর গ্রামের মৃত অভি ঘোষের ছেলে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল তাকে নেশাকারক ৪৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। জেলা জজ আদালত সূত্র জানায়,তার অননুপস্থিস্থিতে গত ২৯মে তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাস কারাদন্ডের সাজা দেন আদালত। কৃষ্ণকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালাটি আয়োজন করে। সংস্থাটির সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা. আজম আলী। বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশরে সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। এসময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে ২৪ ক্যারেটের ৭টি স্বর্নবারসহ হামিদুল হক নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ হাজার ৮০০ ভারতীয় রুপী ও ১৮ হাজার ৪০০ বাংলাদেশী টাকাও জব্দ হয়। সে রাজশাহীর বোয়ালিয়া থানার কাজলা রানীনগর এলাকার মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল আইসিপি দিয়ে সোনা পাচারের সম্ভাবনার গোয়েন্দা তথ্য পেয়ে সতর্ক নজরদারি ও তল্লাশী কার্যক্রম বাড়ায় বিজিবি। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আইসিপিতে তল্লাশী করা হয়। তল্লাশীতে তার আন্ডারওয়্যারের বেল্টের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭টি সোনার বিস্কুট পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ সোনার গ্রেড ও ওজন জেলা জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর জব্দ সোনা ও অর্থ জেলা ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে গত ১০ জুন সোনমসজিদ আইসিপি দিয়ে ভারত যাবার সময় ৪টি সোনার বিস্কুটসহ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করে বিজিবি।