৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চলাকালে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে বেশ কিছু পরিমাণ অস্ত্র আনার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। সেই ধারণা থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে তারা দ্রুত বাঁক পরিবর্তন করে যাওয়ার সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪টি আমেরিকার তৈরি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন করেছে। এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে চেকিং কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ওসমান শরীফ হাদীর ওপর হামলায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সোনামসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবিরসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবর প্রাঙ্গণেও পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎ বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরবর্তীতে তাঁকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেসব পণ্যের আমদানি-রফতানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান তারা। ভারতীয় ব্যবসায়ীরা সভায় জানান, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি এই বন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে হতো, তবে বর্তমানে তা অনেকটাই কমে গেছে। এ ধরনের পণ্যের বাণিজ্য পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব রুহুল আমিন। এছাড়াও মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডলসহ দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ মৌসুমী মাদক ঠেকাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারো ফেনসিডিলের বিকল্প ৯৪ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাতে সীমান্তে বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর উপচাকপাড়া গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দল উপচকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয়। চকো প্লাস সিরাপের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, একেএস রোকন, তারেক রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন উর রশিদ এবং শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও পোষাক সহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও পোষাক সহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগরঞ্জের সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও র্যাবের পৃথক চারটি অভিযানে ভারতীয় ২টি গরু, ৪৭ বোতল মদ,২০০ পিস ইয়াবা এবং ২৮টি ভারতীয় শাড়ি ও ৩১টি চাদর জব্দ হয়েছে। এর মধ্যে র্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সেন্টু রহমান নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারুইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজবাড়ীহাট গন্ধশাইল গ্রামের মইদুল রহমানের ছেলে। বিজিবি ও র্যাব জানায়, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়,গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে ৩টি পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে কেউ আটক না হলেও সদরের জহুরপুরটেক বিওপির টহলদল সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু জব্দ করে। সদরের বাখের আলী বিওপির টহল দল বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে ২৮টি শাড়ী ও ৩১ টি চাদরসহ মোট ৫৯টি বস্ত্র জব্দ করে। শিবগঞ্জের ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জের পাঁকা ইউণিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল মদ জব্দ করে। এসব চোরাচালান মালামালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ ৪৭ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ২টি গরু ও ৫৯টি বস্ত্র চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান অধিনায়ক। এর আগে আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের হুজরাপুর খাজাবাবা ঢাকা কোচ টার্মিনাল সংলগ্ন পুকুর পাড়ে অভিযান চালানো হয়। অভিযানে ২০০ পিস ই্য়াবা সহ গ্রেপ্তার হন সেন্টু। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আসামীকে সোপর্দ করে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ১ম শ্রেণীর ছাত্র হাসান (৮), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) ও একই গ্রামের আপেল মাহমুদের ছেলে আব্দুল্লা (৩০)। এই দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধানবোঝাই একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেলযোগে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরুতন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। এ ব্যাপারে তিন থানায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিজিবির উদ্যোগে এবার বাংলাদেশী মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন মেয়ে

বিজিবির উদ্যোগে এবার বাংলাদেশী মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন মেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এবার ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিল ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন। গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন জমিনপুর গ্রামের বাসিন্দা তারাবানু। আজ সকালে মায়ের মরদেহ ভারতে বিবাহসূত্রে অবস্থানকারী মেয়ের আবেদনের প্রেক্ষিতে দেখার সুযোগ করে দেয়া হয়। মৃত তারাবানু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী এলাকার বাসিন্দা মৃতার মেয়ে মোছা. মালেকা বেগমসহ অন্যান্য আত্মীয়স্বজন মরদেহ দেখার জন্য বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আনুষ্ঠানিক আবেদন জানান। মানবিক বিবেচনায় ভারতীয় স্বজনদের মরদেহ দেখানোর জন্য মঙ্গলবার সকালে ১৫ মিনিটের জন্য কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩এস এর কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখানো হয়। এ সময় উভয় দেশের মৃত মহিলার স্বজনরা কান্নায় ভেঙে পড়লে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেয়ে মালেকা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দুটি আলাদা দেশের কারণে এবং আইনগত জটিলতার কারণে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে খুব কষ্টে ছিলেন। শেষবার মাকে একবার একনজর দেখার জন্য আকুতি ছিল। পরে বিএসএফের কাছে আবেদনের প্রেক্ষিতে এবং বিজিবি সাড়া দেয়ায় তিনি তার মায়ের মুখটা শেষবারের মতো দেখতে পেলেন। শেষবারের মতো মরদেহ দেখে এ উদ্যোগের জন্য তিনি বিজিবি এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিজিবি যে কোনো মানবিক কাজে সর্বদা সহানুভূতিশীল।” এর আগেও বাংলাদেশীদের আবেদনে সাড়া দিয়ে স্বজনদের মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। প্রসঙ্গত, এর আগে গত মাসের প্রথম সপ্তাহে এবং চলতি মাসের ৫ ডিসেম্বর বাংলাদেশীদের আবেদনের প্রেক্ষিতে ভারতে মারা যাওয়া দুজনের মরদেহ বিজিবি-বিএসএফের সহায়তায় দেখানোর সুযোগ করে দেয়া হয় স্বজনদের। তবে এবারই প্রথম ভারতীয় স্বজনরা মরদেহ দেখার আবেদন করে বাংলাদেশের কাছে।
শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে প্রতিপক্ষের হামলায় নয়ন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লপাড়া নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নয়ন মারা যায়। এছাড়া ঘটনার পর নয়নের বাড়িতে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের একটি অংশের দাবি, নিহত নয়ন এলাকায় এককভাবে দাপট খাটাত। আর এ কারণেই তার ওপর হামলা চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার প্রতিপক্ষের হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের মৃত্যুর কারণ বলে প্রাথমিক ধারণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।