ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর কার্যক্রম আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন বন্দরের কার্যক্রম পূণরায় যতারীতি চালু হবে। তবে বন্ধের মধ্যেও পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু আভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। বন্দর সূত্র জানায়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেছে। আজ বিকেলে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ঈদ উপলক্ষে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই স্বাভাবিক থাকবে।
গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহাম্মদের ছেলে জাইদুল হক (৫৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুসলিমপুরের আয়নাল হকের ছেলে হযরত আলী (৪০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাইদুল হক। পথে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রবিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালক হযরত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নালা ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দায় ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন— শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি দক্ষিণপাড়া এলাকার মো. জলিল মিয়ার ছেলে মো. জুনায়েদ (৭) গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সোমবার দুপুরে শিশু জুনায়েদ নানির বাড়ির পাশে সবার অজান্তে খাড়ি পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খাড়িতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ইয়াসিন আল ইসলাম রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যায়। তার সন্ধানে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ডুবুরিদল এসে আজ (গতকাল) সোমবার সকাল ৯টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ

শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগ ও সংগঠনের প্রধান উপদেষ্টা শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: মো.মাহফুজ রায়হানের পরামর্শে শিবগঞ্জ উপজেলার রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরের এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পরিচালক আলমগীর জয়, নারী উদ্যোক্তা শামিমা খাতুন, সিনিয়র এ্যাডমিন মোস্তফা আলী, সিনিয়র মডারেটর রাকিবুল ইসলাম এবং খাদিমুল ইসলামসহ অন্যান্যরা। সংগঠনের পরিচালক আলোমগীর জয় বলেন তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব। আরও বক্তব্য দেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি স এম শাকিল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ আমের আড়ৎদার সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ও আম চাষি। সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।
শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন— শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইটসহ অন্যরা। এর আগে ফিতা কেটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
শিবগঞ্জ পৌরসভায় মাস্টার প্লান প্রণয়নের ফোকাস গ্রুপ ডিসকাশন

শিবগঞ্জ পৌরসভায় মাস্টার প্লান প্রণয়নের ফোকাস গ্রুপ ডিসকাশন শিবগঞ্জ পৌরসভায় মাস্টার প্লান প্রণয়নের লক্ষে অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর মিলনায়তনে এই ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান ও নগর পরিকল্পনাবিদ শেখ মনিরুজ্জামান আবির। ফোকাস গ্রুপ ডিসকাশনে পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের অংশীজনরা অংশগ্রহণ করেন।
শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক

শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ মঙ্গলবার শিবগঞ্জে ব্যস্ত দিন পার করেছেন। তিনি সকালে শিবগঞ্জে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সুবিধাবঞ্চিত ব্যক্তিবর্গের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এছাড়া তিনি ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও ভূমি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণেও বক্তৃতা করেন। তিনি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ করেন। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে শিবগঞ্জে আরো তিনটি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী বাংলাদেশ গ্রামআদালত বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে শাহবাজপুর, দাইপুখুরিয়া ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন, প্রকল্পটি তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করেছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। গ্রামআদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে এই প্রশিক্ষণ অত্যন্ত ছিল। আশা করি, আপনারা যারা প্রশিক্ষণ নিলেন তারা এখন থেকে ভালোভাবে গ্রামআদালত পরিচালনা করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, ভেটেরিনারি সার্জন মো. আবু ফেরদৌসসহ অন্যরা।
বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের ইন্তেকাল শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম ওরফে সেন্টু চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের বাসিন্দা। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টায় কয়লার দিয়াড় গ্রামের আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নাজাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ, মশিউর রহমান, আফসার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের ভূমি মেলা-উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করা। কারণ, ভূমির সঙ্গে আমাদের সকলের নাড়ির সম্পর্ক। তিনি বেলন-সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে একটি আইডি খুলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। নামজারীর বিষয়টিও অনলাইনে করা হচ্ছে। অনলাইনের বিষটি যত দ্রুত সাধারণ জনগণ জানতে পারবেন বুঝতে পারবেন ততদ্রুতই জনদুর্ভোগ কমাতে পারব। জেলা প্রশাসক বলেন- আমাদের ভূমি অফিস, থানা পুলিশ, বিআরটিএ, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা অর্থাৎ যেখানে প্রত্যক্ষ সেবা দেয়া হয় ইে সব জায়গাগুলো নিয়ে জনসাধারণের যে পর্যবেক্ষণ তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন- আমাদের ভূমি অফিসগুলোকে আমরা মডেল ভূমি হিসেবে রূপান্তর করতে চাই। জনসেবার জন্য জন প্রশাসন এই কথাটি যেন স্লোগানে সীমাবদ্ধ না থাকে। ভূমি অফিস হবে জনবান্ধব। অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের অফিস হবে জনবন্ধব, দুর্নীতি ও হয়রাণীমুক্ত সেবামূলক অফিস। তাহলেই এই মেলার স্বার্থকতা আসবে, জনসাধারণ সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। পরে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় সাবরেজিস্ট্রে অফিস, জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টলে ভূমি সেবা ও ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি বিষয়ক তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে এবং ই-নামজারীসহ অন্যান্যা সেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফেসের আয়োজনে তিনদিনের ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহীন আকতার, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান। এছাড়া র্যালি বের করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে ভূমি কুইজ, গণশুনানিসহ মেলায় আগত সেবাগ্রহীতাগণকে ভূমি বিষয়ক নানাবিধ পরামর্শ ও সেবা প্রদান করা হয়। মেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র দাখিল, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুবউন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা।