শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পদ্মার শাখা নদীতে ডুবে দুই শিশু এবং বজ্রপাতে এক শিশু সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। নদীতে ডুবে মৃতরা হল- উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনিম আলী ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম। উভয়ই উত্তর উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে, বজ্রপাতে মারা গেছে মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজু সিংহের ছেলে রহিত সিংহ। সে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। উজিরপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে একই গ্রামের ৩ শিশু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গ্রামের অদূরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে। পরে তাদের একজন ফিরলেও অন্য দু’জন ফেরেনি। দ্রুত তাদের উদ্ধার তৎপরতা শুরু করা হলে দুপুর ১টার পর নদী থেকে আনিম ও মিমের মরদেহ উদ্ধার হয়। মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদৎ হোসেন খুররম বলেন, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস করছিল রহিত। এক পর্যায়ে সে শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায়। এসময় বজ্রপাত হলে বিদ্যালয়ের সামনের একটি গাছের নীচে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার পরিধর্শক(তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

কানসাট বাজারে সু স্টোরে আগুন মালামাল পুড়ে ছাই

কানসাট বাজারে সু স্টোরে আগুন মালামাল পুড়ে ছাই শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এইচ এন সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।  শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। এইচ এন সু স্টোরের মালিক মো. আহসান হাবিব জানান, প্রতিদিনের মতই দুপুরে দোকান লাগিয়ে বাড়ি যাই। এর ১০ মিনিট পর আমাকে একজন ফোন দিয়ে বলে দোকানে আগুন লেগেছে। আমি এসে দেখি ফায়ার সার্ভিস এসে আগুন নেভাচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। শিবগঞ্জ ফায়ার স্টেশন লিডার আতিয়ার রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইপিএসের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শিবগঞ্জে ৮০টি টিয়া পাখি উদ্ধারের পর আকাশে অবমুক্ত, দুই শিকারির কারাদন্ড

শিবগঞ্জে ৮০টি টিয়া পাখি উদ্ধারের পর আকাশে অবমুক্ত, দুই শিকারির কারাদন্ড শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধাভাবে বন্যপ্রাণী টিয়াপাখি পাচারের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০টি দুই প্রজাতির টিয়াপাখি উদ্ধারের পর মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। এছাড়া অভিযানে দুই পাখি শিকারি ও পাচাারকারীকে গ্রেপ্তার করে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত রাত ৮টার দিকে টিয়া পাচারের লক্ষে আটকে রাখা হয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে কানসাট ইউনিয়নের করিম বাজার নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খাঁচায় আটকানো পাখিসহ গ্রেপ্তার হন যশোরের শার্শা উপজেলার পায়রা গ্রামের মৃত মোশারফের ছেলে শওকত আলী এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কচুবনিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে কামরুল শেখ। শওকতকে ২০ দিন এবং কামরুলকে ৩দিনের কারাদন্ড প্রদান করে আদালত। পরে রাত সাড়ে ৯টার দিকে পাখিগুলো উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর উপস্থিতিতে খাঁচা থেকে মুক্ত আকাশে উড়ানো হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও শিবগঞ্জের সহাকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ বলেন, শওকত ও কামরুল অভেধভাবে জাল দিয়ে ও ফাঁদ পেতে পাখি শিকারের পর পাচারে জড়িত। তাঁদের বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৬(১) ধারা লংঘনের দায়ে ৩৯ ধারাায় কারাদন্ড দেয়া হয়। অভিযানে সহায়তা করেন বন্যপ্রানী ব্যবস্থাপণা ওপ্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর পরিদর্শক জাহঙ্গীর কবির ও শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী

শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী শিবগঞ্জে গ্রামপর্যায়ে ই-কমার্স প্রসারের লক্ষ্যে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিলেজ প্রকল্পের কো-অর্ডিনেটর এস এম ইকরামুল হক, স্থানীয় উদ্যোক্তা আহসান হাবীব, ইসমাইল হোসেন শামীম খান, বিপিসি ও ই-ক্যাবের প্রতিনিধিসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার তরুণ উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ীরা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল ব্যবসা ও অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

শিবগঞ্জে  পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে  পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে আরিয়ান নামে ৩ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার তর্তিপুর পাগলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের চামকাপাড়া গ্রামের তোহর আলীর ছেলে। উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, দুপুরে পরিবারের সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় শিশু আরিয়ান। এসময় বাড়ির পাশে তর্তিপুর সেতুর উত্তরে পাগলা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। শুক্রবার ছুটির দিনেও তিনি ঘরে বসে না থেকে পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী ছবিসহ ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় সামাজিক স্বেচ্ছাসেবা নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক ব্যাচভিত্তিক দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি চারশত পঁচাশি গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় শামীম হোসেন নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত শামীম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলোনীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মামলার বিবরণ এবং আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: আব্দুল ওয়াদুদ বলেন,২০২১ সালের ২৯ ডিসেম্বর শিবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডের রসুলপুর মোড়ে সড়কের উপর র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন শামীম। এ ঘটনায় ওইদিন একমাত্র শামীমকে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান। ২০২৩ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক অপু কুমার একমাত্র শামীমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ আদালত শামীমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাসুদ রানা।

শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে শিশু নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে শিশু নিখোঁজ শিবগঞ্জে নানীর বাড়ি যাবার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। এর আগে গতকাল বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, গতকাল বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে একটি নৌকায় কয়েকজন যাত্রী ও মুদি দোকানের মালামাল নিয়ে দশ রশিয়া বাজার যাচ্ছিল। এ সময় বৈরী আবহাওয়ায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। মাঝি ও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পদ্মায় ডুবে নিখোঁজ হয় শিশু আয়েশা খাতুন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী মৌসুমি ফলের মেলা ও প্রদর্শনী। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীসহ অন্যরা।