শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ
শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ডলার উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। বুধবার সকালে পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ির দিকে আসার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল রাজশাহী থেকে এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, সকালে একটি নৌকায় ডলারসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ি ঘাটে আসছিলেন। এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডলার। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান স্থগিত করেছেন। আজ আবারো উদ্ধার অভিযান চালানো হবে।
আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ
আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ নভেম্বর ১৯, ২০২৪ চাঁপাইনবাবগঞ্জে আমের রপ্তানি বাড়াতে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ অ্যাপ সহায়ক হবে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেছেন, গত বছর মাত্র ৩ হাজার ১০০ কেজি আম রপ্তানি হয়েছে যা পরিমাণে অনেক কম। তবে আগামীতে এই অ্যাপের মাধ্যমে প্রচার-প্রচারণা বাড়িয়ে আমের রপ্তানি বাড়ানো যাবে। এই অ্যাপের মাধ্যমে বায়ারদের বিশ্বাস অর্জন করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে চাষিরা কিভাবে আম উৎপাদন করছে সেটি অ্যাপে রেকর্ড থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উৎপাদন প্রক্রিয়া মনিটরিয় করবেন। আমগুলো রপ্তানিযোগ্য হচ্ছে কি-না তা সবাই দেখতে পারবে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র (প্রি এক্সপোর্ট কোয়ারেন্টাইন ফ্যাসিলিট) কেন্দ্রে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ নামের এই অ্যাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট কোয়ারেন্টাইন উইংয়ের পরিচালক ডা. মো. শফি উদ্দিন বলেন, আম রপ্তানি বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছি। এ অ্যাপ তার মধ্যে অন্যতম। আমরা বিভিন্নস্থানে আম গ্রেডিং, শটিং ও শোধন কেন্দ্র নির্মাণ করেছি। এক কথায় বিদেশে আম রপ্তানি বাড়াতে সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। বারমাসী আম উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মি অ্যাগ্রোর রফিকুল ইসলাম বলেন, আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করছি সেটা বিশ্বাস করতে চান না বিদেশি বায়াররা। এ অ্যাপে সব রেকর্ড থাকার কারণে বায়ারদের আমরা বোঝাতে সক্ষম হব যে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছি। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, নওয়াবি ম্যাংগো’র ইসমাইল খান শামীম, হাসনাত ম্যাংগোর হাসনাত মামুনসহ জেলা আমচাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল করিম, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, হরিনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবীব, সহসভাপতি জহিরুল করিম ডেভিটসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শিপারুল আনাম। এসএসসি পাস করে রানীহাটি ডিগ্রি কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসায় অধ্যায়নরত এলাকার ৫৪ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, রানীহাটি সাধারণ পাঠাগারের নিকটবর্তী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, উজিরপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বসবাসরত কৃতী শিক্ষার্থীদের প্রতিবছর এধরনের সংবর্ধনা দেয়া হয়।
সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ
সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বন্দর এলাকায় বিজিবি’র অভিযানে আমদানী পণ্যের আড়ালে পাচারকালে একটি বাংলাদেশী ট্রাক হতে ৭৬৭ কেজি (প্রায় ১৯ মন) ভারতীয় অলংকার জব্দ করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, আটক পণ্য মূল্য প্রায় ৮ কোটি টাকা। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে পরিচালিত এ অভিযানে ওই ট্রাক জব্দ ও এর চালক সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর আটক হয়েছেন। বিজিবি ও কাস্টমস জানায়, বন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় ৫০০ বস্তা ভারতীয় চায়না ক্লে (তৈজসপত্র তৈরির কাঁচামাল) বোঝাই জব্দ ওই ট্রাকে তল্লাশী করে ৫৬টি বস্তায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ (ইমিটেশন) ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ছিল। সোনামসজিদ বিওপির আওতাধীন বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এর ইয়ার্ড এলাকা থেকে সোনামসজিদের দিকে যাবার পথে ট্রাকটি আটক করে বিজিবির সোনামসজিদ বিওপির একটি টহল দল। বিজিবি ও কাস্টমস আরও জানায়, চায়না ক্লে’র রপ্তানীকারক প্রতিষ্ঠান হল ভারতের বিকে এন্টারপ্রাইজ। আমদানীকারক প্রতিষ্ঠান হল পাবনা দোগাছি বাংলাবাজার দক্ষিন রামচন্দ্রপুর এলাকার মেসার্স কাজী ট্রেডিং। বন্দরে আমদানীকারকের সিএন্ডএফ এজেন্ট ছিল মেসার্স গালফ ওরিয়েন্ট সি ওয়েজ। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এসএম জাকারিয়া বলেন, চায়না ক্লে’র আড়ালে অলংকার নিয়ে আসা হচ্ছিল। চায়না ক্লে শুল্কায়ন করা হয় প্রতি টন ১০০ ডলার হিসেবে। অপর দিকে ওইসব অবৈধ অলংকারের শুল্কায়ন মূল্য প্রতিটন ৫০০০ ডলার। কাস্টমস কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে এমন কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পেলে আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বিজিবি এ ঘটনায় প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ৫০০ বস্তার প্রতিটি খুলে খুলে তল্লাশী করে করে মাল ছাড় করা কঠিন কাজ। তবে বন্দরে ভেহিক্যাল স্ক্যানার থাকলে ওইসব পণ্য সহজেই ধরা পড়ত। স্ক্যানার না থাকায় সাধারণ ( ম্যানুয়াল) কাস্টমস পরীক্ষায় ওইসব পণ্য ধরা যায় নি। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, সরকারের একটি প্রকল্পের আওতায় বন্দরে শীঘ্রই স্ক্যানার বসানো হবে। আজ দুপুর আড়াইটার দিকে অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে বিপুল পরিমান পন্য চোরাচালান হতে পারে সম্পর্কিত পাওয়া তথ্যে অভিযানটি চালানো হয়।
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জে ১২ হাজার ৬’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এদিকে, নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান। স্বগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া বেগম, মতিউর রহমান, মো.গাজী প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল সহ সমবায় কর্মী, বিভিন্ন সমিতির সমবায়ী ও সংশ্লিস্টরা। অন্যদিকে, গোমস্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সম্পাদক জামিল আলম কাদির, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক মুনসুর আলী, কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মনিমুল আহসান, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন। শিবগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্যে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমদ এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ
সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জব্দ হয়েছে ট্রাক। তবে এর সাথে সংশ্লিস্ট কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর মূল ইয়ার্ডের বাইরে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় আনলোডিং পয়েন্টে জব্দ ভারতীয় ট্রাকে তল্লাশী করে সোনামসজিদ বিওপির একটি টহল দল। তল্লাশীতে ৫২ টন পাথর বোঝাই ট্রাকের চালক কেবিনে বিশেষ কায়দায় লুকানো ১৮১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিরিয়া জানান, আটক মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক শিবগঞ্জ থানায় জমা করে মামলা করা হবে।
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শাহদাত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার কনক আজমসহ কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া চরাঞ্চলের অনেক কিষানি রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছেন। তাদের কৃষিকাজে দক্ষ করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশা করি, আজকের রবিবার প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কিষান-কিষানিরা উপকৃত হবেন। এছাড়াও কর্মশালায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুতকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।