01713248557

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাক থেকে পণ্য খালাসের নামে অতিরিক্ত হারে মাশুল আদায় করছে। নিয়ম-বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। অনিয়মের বিষয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা নেয়নি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন আমদানি-রপ্তানিকারকরা। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেছেন। ফলে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী টাকা নিয়ে থাকি। আমদানিকারকরা এখন তা মানতে নারাজ। তাই তারা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। আমরা তো সরকারের বাইরে যেতে পারি না।” এদিকে বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক গাড়ি বন্দরে প্রবেশ করলেও রবিবার বেলা ৪টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেনি। প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির অভিযোগে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। অন্যথায় পরবর্তীতে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সঙ্গে এই সভার আয়োজন করে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- গোয়াবাড়ী চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রইসুদ্দিন, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, সমাজসেবক আনসারুল হক। সভার উদ্দেশ্য ও অংশগ্রহণের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করণীয় তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। শিবগঞ্জ উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটেটর মো. আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। এজন্য অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামূলক সভা সেমিনার করার কথা বলেন। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজি, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা   শিবগঞ্জে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিশরশিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে আল আমিন নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই ওয়ার্ডের চর পশ্চিম পাঁকা গ্রামের টুটুলের ছেলে ও উত্তর পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। আজ বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সাঁতার না জানা শিশুটি। খবর পেয়ে স্বজনরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির

সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এই সেবা প্রদান করে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়। সেই সঙ্গে ছাতা, গামবুট ও রেইনকোট এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য যুবকদের মধ্যে ফুটবল ও ২২ সেট জার্সি বিতরণ করা হয়। রবিবার জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে দিনভর এইসব সামাজিক কার্যক্রম চালায় ৫৩ বিজিবি। ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য, অন্যান্য দ্রব্যাদি চোরাচালান, গরু চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে এলাকার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাসমোড় মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবিরসহ জহুরপুর বিওপির বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকা- চলমান রাখবে বলে জানানো হয়।  

শিবগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

শিবগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটির ধাক্কায় মো. কাইয়ুম আলী (৬০) এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত জিবুর আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ জানান, শনিবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-শাহাপাড়া আঞ্চলিক সড়কের রানীনগর হঠাৎ পাড়া এলাকায় কাইয়ুম আলী বাই সাইকেলে করে পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছিল। সেখানে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি সুকোমল চন্দ্র দেব নাথ।

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে খাতিজা খাতুন নামে একজন এনজিও কর্মীকে ধর্ষণ ও ধর্ষণ শেষে হত্যা এবং ওই নারীর ৪ বছর বয়সী চাচাতো বোন তাবাসুমকে হত্যা চেষ্টার দায়ে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের একটি মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লক্ষ টাকা করে অর্থদন্ড,অনাদায়ে ২ বছর কারাদন্ডসহ একই মামলার অন্য ধারায় দন্ডিত ৪ জনের বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বিচারক আদেশে উল্লেখ করেছেন, সকল দন্ডিতের ক্ষেত্রে সকল দন্ড একত্রে কার্যকর হবে। এছাড়া মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেন আদালত। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার দন্ডিতদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, একই গ্রামের মন্টুর ছেলে মোহাম্মদ আলী সাদ্দাম, আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে আওয়াল হোসেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং ষ্পেশাল পিপি এনামুল হক বলেন, দন্ডিত হেলালের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় খাতিজার। ২০১৮ সালের ৯ আগষ্ট দিবাগত রাতে দন্ডিত হেলাল ও তার সহযোগিরা হেলালের সাথে খাতিজার বিয়ের তারিখ ঠিক করার কথা বলে খাতিজা ও তার শিশু বোনকে আখিরা গ্রামের একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে একাধিকজন তাকে ধর্ষণ করে,একাধিকজন অপরাধ সংগঠনে সাহায্য করে ও পরে তাদের কেউ কেউ খাতিজাকে শ^াসরোধে ও আঘাতে হত্যা করে, কেউ কেউ বাধা না দিয়ে অপরাধ সংগঠিত হতে দেয় এবং অপরাধিরা শিশু তাবাসুমকেও হত্যার জন্য আছাড় মারে। তবে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। পরদিন সকালে আখক্ষেত থেকে খাতিজার মরদেহ ও তাবাসুম জীবিত উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন নিহতের পিতা ও শিবগঞ্জের লাওঘাটা গ্রামের আলাউদ্দিন। ২০২১ সালের ১৫ এপ্রিল পিবিআই,রাজশাহীর উপ-পরিদর্শক(এসআই) সাইদুর রহমান ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ২২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ৪ জনকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালননা করেন এড, মিজানুর রহমান ও অন্যরা।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জবদুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জবদুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বর্তমান-শিবগঞ্জ পৌর নরোত্তমপুর সেলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা জবদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে শিবগঞ্জ পৌর সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজার পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন, শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অনান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও এলাকাবাসীর ব্যানারে উপজেলার মনাকষা ঈদগাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, নিহত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার, বড় ভাই শহিদুল ইসলাম, মা কারিমা বেগম ও রিপন আলীসহ অন্যরা। বক্তারা- হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আবদুল করিমের সহপাঠি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্র আবদুল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা- ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের প্রতিনিধি আহসান হাবিব, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি একেএস রোকন, ডেইলী সানের প্রতিনিধি কামাল সুকরানা, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম রানা, বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, মানবজমিনের প্রতিনিধি ইমরান আলী, জাগো নিউজের প্রতিনিধি সোহান মাহমুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মমিনুল ইসলাম বাবুসহ অন্যরা। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা।