হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাকের চাপায় জাহানারা বেগম নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম চাঁপাই–সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে তোজাম্মেল হক নামে এক পুকুর পাহারাদারের চোখ খোঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের শেষ প্রান্তে ‘নোনা পুকুর’ নামে একটি পুকুরের পাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, তোজাম্মেলকে গতকাল দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তোজাম্মেলের চোখে এবং ডান হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার শিশুপুত্র আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুসি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে। শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রাণিসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকারসহ অন্যরা। পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। প্রদর্শনীর জন্য ৩০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ আধুনিক প্রযুক্তির আলট্রাশনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি, টিয়াসহ বিভিন্ন প্রাণীর স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানসহ অন্যরা। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে লাব্বু ইন্তেকাল করেছেন (ইন্না ল্ল্লিাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের বিশ্বণাথপুর গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। বিকাল পৌনে ৫টায় বিশ্বনাথপুর নতুন গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানার্জা নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই

সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক আলহাজ আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আলহাজ আকবর আলী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিবগঞ্জের মারকাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ এশার নামাজের পর শিবগঞ্জ পৌরসভা সংলগ্ন মারকাজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবগঞ্জ উপজেলার সাহিত্য সংগঠন ‘সাহিত্য মঞ্চ, শিবগঞ্জ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় জেলার ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নাওয়াজ গামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কবি ও নজরুল গবেষক সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গবেষক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ও কলামিস্ট সামসুল ইসলাম টুকু, কবি ও কথা সাহিত্যিক আনিফ রুবেদ, কবি ও ছড়াকার এনামুল হক তুফান। শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন— সাহিত্য মঞ্চের সহসভাপতি ছড়াকার সাইদুর রহমান দুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ডা. রবিউল ইসলাম, আইটি উদ্যোক্তা সাহাদাত হোসেন, কবি ও কথাসাহিত্যিক রেহেনা বিথী, অধ্যাপক মনিরুল ইসলাম মনি, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, আল বশরী সোহান। আবৃত্তি করেছেন— রুদ্র বারি, হালিম মোল্লা কাব্য, পাণ্ডব মনদেহী, করিম মোল্লা, তারেক মাহমুদ, শাহরিয়ার বিন মিজানুর ও ইহান আরভিন। সংগীত পরিবেশন করেন, মুনিরা, বিথী, নাইম, ফারজানা ও আলিউল আজিম। অনুষ্ঠান সঞ্চলনা ও সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল্লাহ আল মামুন সাহেদ। অনুষ্ঠানের ফাঁকে কবি আমিনুল ইসলামের লেখা ‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিচক টিকোরি গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর আড়াইটায় কালিচক গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও এরফান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে, ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় টেনসিউইন নামক ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি বলে জানায় বিজিবি। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানানো হয়, আজ ভোরে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলো জব্দ করা হয় এবং তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়। অন্যদিকে, সকাল ৭ টায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ট্যাবলেটগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।