চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক কৃষিজীবী নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপরটোলা গ্রামের সিদ্দিক আলী বিশ^াস ওরফে গুদর হাজীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর আপন ভাতিজা এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী ওরফে সবুজ। তিনি একই গ্রামের হজরত আলী কালুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে ধোপপুকুর গ্রামে ঘটনাটি ঘটে। জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আরাফাতের দুই ছেলে আনাস ও আব্বাসের ছুরিকাঘাতে পেটের দু’দিকে জখম হন নজরুল। অপরদিকে গলায় চাচাতো ভাইদের ছুরিকাঘাতে আহত হন সুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন, সম্প্রতি ওই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে মীমাংসা বৈঠক হয়েছিল বলে শোনা গেছে। ঘটনার পূর্বমূহুর্তে কিছু হয়েছিল কিনা সে বিষয়টি সহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শিবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

শিবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে ক্রয়-বিক্রয়কালে ৫৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঁচাবাজার এলাকায় মো. রবিউল ইসলাম রবুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৫৩ গ্রাম হেরোইনসহ রবিউল ওরফে রবুর স্ত্রী ছবি বেগম ও মৃত রাব্বুলের ছেলে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জে গৃহবধুর ঝুল*ন্ত ম*র*দেহ উদ্ধার

শিবগঞ্জে গৃহবধুর ঝুল*ন্ত ম*র*দেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মমতাজ মহল সাথী নামে ৩ বছরের এক শিশু সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চককীর্তি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সকাল ১১টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বানীয়রা। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় বাড়িতে সাথীর স্বামী,সন্তান বা স্বামীর পরিবারের কোন সদস্য ছিল না। ঘটনার পর সন্তান নিয়ে স্বামী পালিয়ে গেছে বলে শোনা গেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পারিবারির কলহের জেরে সাথী আত্মহত্যা করে থাকতে পারেন। আবার এ ঘটনায় সাথী ও তাঁর স্বামীর পরিবারের বিরুদ্ধে সাথীকে নির্যতন করে হত্যার অভিযোগও উঠেছে। তবে মরদেহে বাহ্যিক তেমন কোন আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সাথীর মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান বলেন, সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর মৃুত্যর কারণ নিশ্চিত হওয়া যায় নি।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আম আড়ৎদারদের অহেতুক ও অযৌক্তিক কমিশন বর্জন: শিবগঞ্জে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন

আম আড়ৎদারদের অহেতুক ও অযৌক্তিক কমিশন বর্জন: শিবগঞ্জে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাটের আম আড়ৎদারগণ অহেতুক ও অযুক্তিক কমিশন আদায়ের প্রতিবাদে মতবিনিময় সভা ও কৃষক সমিতি গঠন করা হয়েছে। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী। সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আম ব্যবসায়ী ফরহাদ হোসেন রুবেল, মাওলানা কয়েস উদ্দিন, জামাল উদ্দিন জেম, আল আমিন, ফজলুর রহমান, শামিম চৌধুরী, সাবেক ওয়ার্ড সদস্য নেফাউর রহমান, সেরাজুল ইসলাম ও আব্দুল লতিব, মাওলানা রেজাউল করিম, একরামুল হক সহ বিভিন্ন ইউনিয়নের আম চাষীগণ। সভায়, কানসাট আম বাজারে চলমান আম ক্রয়-বিক্রয়ে জটিলতা বিষয়ে আলোচনা করা হয়। চলমান কানসাট আম বাজারে কেজি দরে আম ক্রয়-বিক্রয় ও আড়ৎদারগণের বেধে দেয়া কেজি প্রতি ৩ টাকা কমিশন বর্জন সহ সঠিক নিয়মে আম ক্রয়-বিক্রয়ে সিদ্ধান্ত নিতে আম চাষীদের নিয়ে কৃষক সংগঠন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা সভা শেষে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন করা হয়।
শিবগঞ্জে নদীতে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নদীতে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে থেকে আসাবুল নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মৃত আকবর আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত গতকাল রাত ৮টার দিকে শিবগঞ্জের কানসাট ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহে বাহ্যিক তেমন কোন আঘাতের চিহ্ন মেলে নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আসাবুল গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ,পানিতে ডুবে তাঁর মৃুত্য হয়েছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে; মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে তার মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি

চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি শিবগঞ্জ ও সদর উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি এবং সদরের দেবীনগর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকাল সাড়ে সাতটায় ছিয়াত্তরবিঘি গ্রামের একটি নির্মানাধীন মসজিদে ঈদের নামাজে দেড় শতাধিক নারী,পুরুষ এবং শিশু অংশ নেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। পরে তাঁরা পশু কোরবানী করেন। নামাজে জেলার সদর, গোমস্তাপুর এবং নাচোল উপজেলা থেকে আসা মুসল্লীরার অংশ নেন। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, দেবীনগর গ্রামে সকালে অনুষ্ঠিত নামাজে প্রায় একশতজন নারী-পুরুষ অংশ নেন। আশপাশের গ্রামের মুসল্লীরাও এতে অংশ নেন। তিনি বলেন, কয়েক বছর থেকেই এ গ্রামে একদিন আগেই ঈদ পালন হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫ গোমস্তাপুর উপজেলায় একটি ট্রাকের সাথে একটি যাত্রীবোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের আহসান হাবিবের ছেলে ও অটোরিক্সার চালক জাহিদ হাসান এবং বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের মিঠুন আলীর ছেলে হাসান আলী। এ ঘটনায় আহত আরও ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা ইউনিয়নের গড়িয়াবাজার এলাকায় শিবগঞ্জের কানসাট বাজার থেকে গোমস্তাপুরের দিকে আসা একটি অটোরিক্সার সাথে বিপরীতে শিবগঞ্জমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। তাঁদের নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার পরিচয় নিশ্চিত হয়। অপরদিকে রাজশাহীতে চিকিৎসাধীন অটোচালক জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ট্রাক আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ১ম দিন ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদেও চাল দেওয়া হয়।