শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ সন্তানের জননী রুলিয়ারা বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া রুলিয়ারা উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপড়া নুরেশ মোড় গ্রামের শরিফুল ইসলামের প্রথম স্ত্রী। শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্বামী শরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শরিফুল ইসলাম পুলিশি হেফাজতে রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে।

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এছাড়া মনাকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ ওঠে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি শিবগঞ্জে অগ্নিকা-ে আমের আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিক উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিভাতে গেলেও সক্ষম হতে পারিনি। তবে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার আগের সব পুড়ে যায়। আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকমে সংসার চালায়। আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ৎ মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। তবে প্রাথমিক ধারণা- লাখ টাকার ক্ষতি হয়েছে তার। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে একটি গোখাদ্যের দোকান রয়েছে আজমের। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে দোকান থেকে ইফতারির জন্য নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম আজম। এ সময় শেখটোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এদিকে রবিবার বিকেল সোয়া ৫টায় শেখটোলা কেন্দ্রীয় গোরস্থানে গোলাম আজমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত

শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত শিবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে বাইসাইকেলযোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.কাজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি শিবগঞ্জের বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে দাইপুকুরিয়া ইউনিযনের মফিজ মোড় এলাকা থেকে কাজলকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,২০১৪ সালে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় দায়ের মামলায় ২০২৪ সালে ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড হয় কাজলের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

ফিলিস্তিনে গণ*হ*ত্যা ও গাজায় হা*মলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণ*হ*ত্যা ও গাজায় হা*মলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে নৃ*শংস গণ*হত্যা ও গাজায় বর্বরোচিত হাম*লার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন- আসাদ আলী, হাফেজ শামিম হোসাইন, আল বাশরী সোহান, রজব আলী ও ইসমাইল হোসেন। সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইসরাইল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পণ্যসামগ্রী বর্জন করুন। আমরাও আজ থেকে ইসরাইলের সকল পণ্যসামগ্রীই বর্জন করছি। এছাড়া, জাতিসংঘকে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। নয়তো এর ফল ভালো হবে না। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকব। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ।

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার ‘ঈদের হাসি হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমকাল সুহৃদ। আজ সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, এটি একটি প্রশসংনীয় উদ্যোগ। প্রতিবছর এমন আয়োজন হলে সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে। আগামীতে যেন এমন উদ্যোগ অব্যাহত রাখে, আমি সেই প্রত্যাশা করি। এদিকে ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা খাতুনকে লেখাপড়ার জন্য এককালীন দশ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তার পিতা অসুস্থ হওয়ায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে যাওয়ায় দাখিল পরীক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেয় সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল। এছাড়া একই মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থীকে দেড় হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে কালুপুর গ্রামের তিন মেয়ের জননী বিধবা নারী জাহানারা বলেন, “এই ঈদে এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। সাত রকমের ঈদ সামগ্রী পাওয়ায় ঈদের দিন রান্না করে খাবার খেয়ে আনন্দে কাটাতে পারব।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলমগীর জুয়েল ও সাইফুল ইসলাম, সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক এসএম মহিউদ্দিন, প্রচার সম্পাদক রায়হান আলী, সদস্য ইসরাইল হোসেন ও সদস্য আতিক ইসলাম সিকো। শেষে অসহায়, রিকশাচালক ও ছিন্নমূল মানুষসহ দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।