চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী
চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ-আমাদের সবার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন- অভিবাসনের ক্ষেত্রে আমাদের মূল চ্যালেঞ্জ বা সমস্যা হলো নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। আমরা যদি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারি তাহলে এটি ব্যক্তিপর্যায়ে যেমন নিরাপদ হবে, পরিবারের পক্ষেও নিরাপদ হবে, তেমনি সামগ্রিকভাবে দেশ লাভবান হবে। আমাদের বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান অভিবাসী হিসেবে, তাদের প্রায় সবাই অদক্ষ লেবার বা শ্রমিক হিসেবে যান। আবার বেশিরভাগ ক্ষেত্রে যার যে বিষয়ে অভিজ্ঞতা নেই, ওই জাতীয় কাজ তিনি কখনোই করেননি, তেমন কাজই তাদের বিদেশে গিয়ে করতে হচ্ছে। জেলা প্রশাসক বলেন- সাইপ্রাসে প্রধান কাজ হলো সমুদ্রে মাছ ধরা। কিন্তু যার মাছ ধরার দক্ষতা নেই, সে কি করে মাছ ধরবে? এই জন্য যখন আমরা দেশ থেকে বিদেশে যাবো, তখন খুব সতর্কতার সাথে জানতে হবে যে, ওই দেশে গিয়ে আমি কি কাজ করব? তিনি বলেন, যারা যাচ্ছেন, তাদের করণীয় হলো, তার ভিসার কাগজপত্র ঠিক আছে কিনা, রিক্রুটিং এজেন্সিটি বৈধ কিনা, তারা সঠিকভাবে নিয়ে যাবে কিনা, নিয়োগকর্তার সাথে কোনো কন্ট্রাক্ট আছে কি না, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, কত টাকা বেতন দেয়া হবে, কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা চুক্তিপত্রে আছে কিনা- এইসব বিষয় জেনে নিতে হবে। নইলে বিদেশে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। এজন্য জেনে-বুঝে বিদেশ যেতে হবে। যদি দক্ষ হয়ে বিদেশ যাওয়া যায়, তাহলে এখন যে পরিমাণ টাকা আনতে পারছে তখন এর থেকেও বেশি আনা যাবে। জেলা প্রশাসক বলেন, সরকার চেষ্টা করছে, পৃষ্ঠপোষকতা করছে। আপনাদের বিএমইটি, টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। সরকারি রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল আছে, সেখানে একদম ন্যূনতম ব্যয়ে আমরা বিদেশ যেতে পারব। আমাদের জানতে হবে, কোথায় গেলে আমরা এই সেবাগুলো পেতে পারি। আপনারা নিজেরা জানবেন, অন্যদের জানতে ও জানাতে সহযোগিতা করবেন। তাহলে কেউ প্রতারিত হবেন না। আর দালালচক্রের মাধ্যমে কেউই বিদেশ যাবো না। নিজে দক্ষ হবো, প্রশিক্ষিত হবো তারপর বিদেশ যাবো। আব্দুস সামাদ বলেন- শুধুমাত্র দক্ষতা অর্জন করে বিদেশ যাবার কারণে ফিলিপাইনের প্রবাসীরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন। পক্ষান্তরে আমাদের কর্মীদের দক্ষতা না থাকায় অনেক বেশি লোক বিদেশে যাবার পরও তাদের থেকে অনেক কম মুদ্রা আয় করেন। কাজেই যে কাজে যাবেন, সেই কাজটির বিষয়ে দক্ষতা অর্জন করে বৈভাবে বিদেশে যাবেন, তাহলে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় কর্মকর্তা কার্ত্তিক কুমার প্রাং। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানবপাচার প্রতিরোধ প্রকল্পের ব্যবস্থাপক দুরুল ইসলাম, ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান, সফল প্রবাসী মনিরুল ইসলাম। পরে একজন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে র্যালি বের করা হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ কর্মসূচিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ব্র্যাক অংশগ্রহণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান জানান, গত একযুগে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৬২ হাজার ৯৩৩ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমিয়েছেন। তার মধ্যে ২০১৫ সালে গেছেন ৪ হাজার ৫৩৮ জন, ২০১৬ সালে ৫ হাজার ৬৮৩ জন, ২০১৭ সালে ৬ হাজার ৬০২ জন, ২০১৮ সালে ৬ হাজার ৮৮৯ জন, ২০১৯ সালে ৫ হাজার ৬১২ জন, ২০২০ সালে করোনা মহামারির বছরে কমে গিয়ে বিদেশ যান ১ হাজার ৮৮১ জন, ২০২১ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বিভিন্ন দেশে যান ৪ হাজার ২৬২ জন, ২০২২ সালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিদেশ যান ৯ হাজার ১১৪ জন কর্মী, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন এবং চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন। কানসাটে ফুটবল খেলা : কানসাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কানসাট ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। খেলার ধারাবিবরণী দেয়ার সময় দিবসের প্রতিপাদ্য বিষয় ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল তৈয়াব, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান, কানসাট ক্লাবের সভাপতি মো. শহিদুল হক হাইদারী ও প্রয়াসের এফএসটিআইপি প্রকল্পের ব্যবস্থাপক মো. দুরুল ইসলাম। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএআইডির আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এফএসটিআইপি প্রকল্পের অধীনে এই খেলার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই জেলা প্রশাসক কার্ডালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে বৈষম্যহীন সবাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ ও পুলিশ সুপার রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজয়মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শিবগঞ্জে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, তরিকুল আলম, বজলার রশিদ সনু, জোবায়ের আলী, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১
শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. কাওছার আলী (১৮) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক তরুণ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার জাকির হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. শাহিন আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এসআই মো. মাহফুজুর রহমান ও এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবগঞ্জ থানাধীন ধোবড়া বাগানপাড়ায় অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. কাওছার আলীকে আটক করে। শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় জানান শাহিন আকন্দ।
বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের
বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির কাছে এসেও বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের। রবিবার উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও ট্রলির সংঘর্ষে প্রাণ হারান হায়াত (১২)। নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকাল ৮টার দিকে বরেন্দ্র অঞ্চল থেকে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দেয়। এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন। ওসি জানান, নূর হায়াতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন : জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ও বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জেলা শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদীঘেঁষা সড়ক ভবনের ভেতরে অবস্থিত ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা, শিবগঞ্জ উপজেলার ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের সমাধিতে এবং সোনামসজিদ বালিয়াদীঘি এলাকায় গণকবরে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা। আজ সকাল ৯টায় ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাইল করিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ক্যাপ্টেন জাহঙ্গীরের ভাগিনা মো. নাজমুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, তরিকুল ইসলাম, খাইরুল ইসলামসহ অন্যরা। এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোনামসজিদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মূহুর্তে এই দিনে সম্মুখ সমরে এই রেহাইচরে শত্রু সেনার বুলেটে প্রাণ বিসর্জন দেন ক্যাপ্টেন জাহঙ্গীর। পরের দিন ১৫ ডিসেম্বর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে সোনামসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। এদিকে, গোমস্তাপুর ও নাচোল উপজেলাতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি (ছবি)
শিবগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি
শিবগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে একটি বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, চোরাকারবারীরা ভারত থেকে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৩ টায় শিয়ালমারা বিওপিতে নায়েক নুরুল হোদার নেতৃত্বে একটি চৌকষ দল অভিযান চালালে ফেনসিডিলগুলো আটক করে। আটককৃত ফেন্সিডিল জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানায় বিজিবি।
মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক
মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহারুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের সাহপাড়া পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ দুপুরে ৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৮টার দিকে মনাকষা বিওপির একটি একটি বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ই্উনিয়নের সীমান্তবর্তী রাঘববাটি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আটক হন সাহারুল। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরানের মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সাংবাদিক আমিনুল হক সোনা প্রমূখ সাংবাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক
শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ নাজির হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের শাহপাড়া রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আজ দুপুর দেড়টায় ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী রামনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক হন নাজির। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।
শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু
শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়নাল হকের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ও স্থানীয় সূত্র জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে ইটভাটা হতে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথে একলাশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।