বিজিবি-বিএসএফ’র সহযোগিতায় সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা: আবেগঘন পরিবেশ সৃষ্টি

বিজিবি-বিএসএফ’র সহযোগিতায় সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা: আবেগঘন পরিবেশ সৃষ্টি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ সীমান্তে আবারও মানবিকতার এবং দু’দেশের জনগণের ভ্রাতৃপ্রতিম সংম্পর্ক বজায় রাখতে সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধাঘন্টা উভয় বাহিনীর সহযোগিতায় ভারতীয় নাগরিক ফনি বেগমের মরদেহ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ জমিনপুর সীমান্তের শূণ্য রেখায় তাঁর বাংলাদেশী স্বজনদের শেষবারের মত দেখানো হয়। এ সময় দু’দেশে বসবাসবাসকারী আত্মীয়দের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত ফনি বেগম ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার হাজীপাড়া দুই ছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের স্ত্রী। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ফনি বেগমের মারা যাবার খবর পেয়ে তাঁর ছোট ভাই জমিনপুর গ্রামের মৃত ফলিমুদ্দিনের ছেলে আতাউর রহমান(৬০) কিরনগঞ্জ ক্যাম্পের মাধ্যমে বড় বড় বোনের মরদেহ শেষ বারের মত দেখানোর সূযোগ করে দেবার জন্য বিজিবি’র সহযোগিতা চেয়ে আবেদন করেন। রাতে আবেদন পেয়ে বিজিবি তাৎক্ষনিক প্রতিপক্ষ বিএসএফ’র সাথে যোগাযোগ করে। এরপর উভয়পক্ষের সম্মতিতে সকালে মরদেহ কাঁটাতারের বেড়ার গেইট খুলে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৯/৩ এস এর শূণ্যরেখায় বাংলাদেশী স্বজনদের দেখানোর আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাাংলাদেশী স্বজনদের মরদেহ দেখানোর সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি সীমান্তবসাী দু’দেশের জনগণের প্রতি এ ধরনের মানবিক সহযোগিতা অব্যহত রাখবে। এ ঘটনায় মৃতের স্বজনরা বিজিবি-বিএসএফ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিস্ট ইউপি চেয়্রাম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন,দুই বাহিনীর এ ধরণের আচরণ প্রশংসনীয়। দু’দেশের জনগণ ও বাহিনীগুলোর মধ্যে এ ধরণের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সংম্লিস্ট ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন বলেন, ফনি বেগমের বাবার বাড়ি বাংলাদেশে।অর্ধশতাধিক বছর পূর্বে বিয়ে হয়ে তিনি ভারতে স্বামীর বাড়ি চলে যান। প্রতিবেশী দুই দেশে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত ফনি বেগমের বাবা এবং স্বামীর বাড়ি। মাঝে রয়েছে শুধু তাঁরকাটার বেড়া। উল্লেখ্য গত ৮ নভেম্বর শিবগঞ্জের আজমতপুর সীমান্তে সেলিনা বেগম নামে অপর এক ভারতীয় নারীর মরনদেহ একই প্রক্রিয়ায় বাংলাদেশী স্বজনদের দেখার সূযোগ কওে দেয় দুই বাহিনী।

শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ

শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ফেনসিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শীত মৌসুমে মাদক চোরাচালানে নতুন সংযোজন হিসেবে এটাকে চিহ্নিত করেছে বিজিবি। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৫৯ বিজিরি সোনামসজিদ বিওপির একটি টহল দল সিরাপগুলো জব্দ করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনা করছিল। এসময় মালিকবিহীন নেশা-জাতীয় ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। বিজিবি বলছে, শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেনসিডিলের বিকল্প হিসেবে চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ সীমান্তের ওপারে দুই বাংলাদেশী নিখোঁজ

শিবগঞ্জ সীমান্তের ওপারে দুই বাংলাদেশী নিখোঁজ শিবগঞ্জ উপজেলা সীমান্তের ওপারে পদ্মা নদী পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে দুই বাংলাদেশী নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। গত ৩০ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নিখোঁজরা হলেন- শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাঁকা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মো. মোমিন এবং পাশের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরহাসানপুর ক্যাম্পপাড়া (চামপাড়া-গাইপাড়া) গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহীম ওরফে রিংকু। জানা গেছে, চোরাচালানের উদ্দেশ্যে অন্তত: ৪ জনের একদল বাংলাদেশী রঘুনাথপুর-ওয়াহেদপুর সীমান্ত পেরিয়ে ভারতে যাবার পর দু’জন ফিরলেও অন্য দু’জন মোমিন ও ইব্রাহীম আজ রাত ৮টা পর্যন্ত ফেরেন নি। তাঁরা নিখোঁজ রয়েছেন। সীমান্তবাসীদের অনেকে বলছেন, বিএসএফ তাদের নির্যাতণ করে হত্যা করেছে। কেউ কেউ বলছেন তাঁদের মেরে নদীতে ফেলে বা পাথর বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছে। সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে দু’দিন থেকে দু’জন নিখোঁজের ঘটনাটি শোনা যাচ্ছে। ঘটনার সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। দু’জনের পরিবারের সাথে কথা বলা ও যোগাযোগ করা হয়েছে। তবে পরিবার থেকে কোন অভিযোগ করা হয় নি। এ ছাড়া সীমান্তে কোন গুলির ঘটনা কেউ নিশ্চিত করে নি। অধিনায়ক আরও বলেন, বিপরীতে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের সাথে গতকাল ও আজ দু’দিনই যোগাযোগ করা হয়েছে। বিএসএফ এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। এমনকি ৭১ বিএসএফ কম্যান্ডান্টও এ ধরণের কোন ঘটনার কথা জানান নি। বিজিবি সীমান্তের সকল এলাকায় ঘটনাটির অনুসন্ধান অব্যহত রেখেছে। পাঁকা ৭ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ভারতে গরু আনতে গিয়ে দু’জন নিখোঁজের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সকালে ঘটনাটি জানা গেছে। তবে নিহতের ব্যাপারে তিনি কিছু শুনেন নি বলে জানান। দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, আজ দুপুরে ঘটনা জানা গেছে। দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও শোনা গেছে। দূর্লভপুর ৮ নং ওয়ার্ড গ্রাম পুলিশ শাহীন কবির বলেন,বিএসএফ দুজনকে নির্যাতন করে হত্যা করে মরদেহ পাথর বেঁেধ নদীতে ফেলে দিয়েছে বলে শোনা গেছে।

শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে পুরাতন ইউনিয়ন পরিষদে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও অরবিস’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে। চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিকেএসএফ’র সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার আনোরুল হক। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন আর রশিদ, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী সমন্বয়কারী মোশারফ হোসেন, প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ফারুক হোসেন, প্রয়াসের রানীহাটি এরিয়া ম্যানেজার অজিউর রহমান, গোলাপেরহাট ইউনিট ১৬ এর ম্যানেজার মুসলেমা খাতুন, ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ অন্যরা। চক্ষু ক্যাম্পে মোট ২০৮জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৬৩জনের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলাপ্লাজায় শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী কওে বিদেশী আস্ত্র ও গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে আটক যুবকের কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক যুবক শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে রয়েল হাসান অরন্য। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা বিদেশী পিস্তলসহ গুলি পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।    

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী নৈশ কোচ চাপায় মিঠুন কুমার দাস নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলে গোমস্তাপুরে যাবার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা এলাকায় একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থইে নিহত হন মিঠুন। নিহত মিঠুন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে এবং রানীহাটী ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে এমদাদুল হক মিলন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান বলেন, মিঠুন ও মিলন ভোলাহাটে মডার্নের একটি সেমিনারে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার এবং বাস ও চালককে আটক করেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাকের চাপায় জাহানারা বেগম নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম চাঁপাই–সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে তোজাম্মেল হক নামে এক পুকুর পাহারাদারের চোখ খোঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের শেষ প্রান্তে ‘নোনা পুকুর’ নামে একটি পুকুরের পাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, তোজাম্মেলকে গতকাল দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তোজাম্মেলের চোখে এবং ডান হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।