বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি

বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চারটি সংগঠন। আজ দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেÍ আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, কয়লাবাড়ী ট্রাক পার্কিংয়ের সামনে সড়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। উল্টো কয়েকদিন সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক জেলাশহরের দ্বারিয়াপুরে আটকে রাখা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাক টার্মিনাল ব্যবহার করলে চাঁদা দিতে আমাদের কোনো আপত্তি নাই। তবে ট্রাক টার্মিনাল ব্যবহার না করে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করলেও জেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন গাড়ি আটকে চাঁদাবাজি করছে। সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÍ সোনামসজিদে আমদানি-রপ্তানিকারক গ্রুগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ অন্যরা। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। তারা ওই সংবাদ সম্মেলনে দাবি করে, সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে প্রতিটি ট্রাক হতে অবৈধভাবে ২ হাজার টাকা, বকশিশের নামে ৬০০ টাকা উত্তোলন করা হচ্ছে। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের কিছু নেতা, ৩১ শ্রমিক সংগঠনের সমন্বয় কমিটির নেতারা এই কাজটি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এরপর রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করা হলো।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু শিবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে পেছন থেকে একটি খালি ট্রাকের ধাক্কায়, আখতারুল ইসলাম নামে হাতের ভর দিয়ে চলাচলকারী একজন প্রতিবন্ধী ভিক্ষুক পথচারী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। সড়কের একপাশ দিয়ে চলার সময় পেছন থেকে সোনামসজিদ বন্দরগমাী একটি দ্রুতগতির ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আখতারুল। ঘটনার পর পুলিশ খালি ট্রাকসহ এর হেলপারকে আটক করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ওরফে জালাল উদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় কমলাকান্তপুর গ্রামের জুম্মা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর রাত সাড়ে ৯টায় গ্রামের গোরস্থানে নামাজে জানাজা শেষে ওই গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজানসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিবগঞ্জে দিনব্যাপি ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরি চালক উম্মে কুলসুম, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস, এসএএস সুপারিনটেনডেন্ট মোশরাফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক। প্রশিক্ষণে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণে অপারেশন গাইড লাইন, শিশু আইনসহ শিশুদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ বিষয়ে আলোকপাত করা হয়।
শিবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

শিবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন শিবগঞ্জ উপজেলার শ্যমপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেন ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। গতকাল বিকেল সাড়ে ৩টায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে, ১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামের আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর বয়স।
শিবগঞ্জ সীমান্তে তৃতীয় দফায় ২০ জনকে পুশ ইন বিএসএফের; বিজিবি’র দফায় দফায় তীব্র প্রতিবাদ

শিবগঞ্জ সীমান্তে তৃতীয় দফায় ২০ জনকে পুশ ইন বিএসএফের; বিজিবি’র দফায় দফায় তীব্র প্রতিবাদ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ) দফায় দফায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এনিয়ে গত ২৩ দিনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে ৪৫ জনকে পুশইন করল বিএসএফ। এর আগে গত ২৭ মে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং গত ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করে বিএসএফ। ২৭মে এবং ৩ জুন পুশ ইনের শিকার ২৫ জনকে বাংলাদেশী হিসেবে শনাক্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর পৌনে ৫টার দিকে প্রচন্ড দূর্যোগপূর্ণ আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫-১ এর নিকট দিয়ে ২০ জনকে ঠেলে পাঠায় ব্এিসএফ। পরে সীমান্তের শূণ্য লাইনের নিকট থেকে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ে তাদের বাংলাদেশী হিসেবে শনাক্তের পর দুপুরে তাদের শিবগঞ্জ থানা পুলিশের নিকট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। তবে ২০ জনের নিকট জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। পুশইনের শিকারদের মধ্যে ৩ জন পুরষ, ৭জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। এদের ৭জন কড়িগ্রামের ফুলবাড়ি, ৫ জন নাগেশ^রী, ৫ জন উলিপুর উপজেলা এবং ৩ জন রংপুর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা। জানা গেছে ১০ থেকে ১৫ বছর পূর্বে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের পর হরিয়ানা প্রদেশে ইটভাটায় কাজ করত। পুশইনকৃত ১০ শিশু ভারতে জন্মগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, অত্যন্ত অমানবিকভাবে প্রতিকুল আবহাওয়ায় এককাপড়ে ২০ জনকে পুশইন করা হয়। যা আন্তর্জাতিক আইনের সূস্পষ্ট লংঘন। চরম অমানবিক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে কোনরকম রীতিনীতির তোয়াক্কা করে নি বিএসএফ। তারা বিষয়টি আগেই জানাতে পারত। কিন্তু তারা পরে জানিয়েছে। অধিনায়ক আরও বলেন, বিষয়টি বিজিবি সদর দপ্তরের নিদের্শণা মোতাবেক জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জাননো হয়েছে। কোম্পানী এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে লিখিতভাবে প্রতিবাদ জাননো হবে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, ৪/৫ বছরের শিশুসহ মানুষগুলো অত্যন্ত দরিদ্র। অত্যন্ত দূরাবস্থার মধ্যে দিয়ে তাঁরা এসছেন। শিবগঞ্জ উপজেলা প্রশাসন তাদের ডাকবাংলোতে ২০ জনের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। পুশইনের শিকারদের পরিবারকে খবর দিয়ে আনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কানসাট আমবাজারসহ বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক-বাল্যবিয়ে, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন এবং বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় অনর্ধিারিত আরও একদিন বন্ধ থাকার পর আজ থেকে পূণরায় চালু হয়েছে। সকাল থেকেই আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দু’শতাধিক ভারতীয় ট্রাক। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দওে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা গতকাল বন্দর খোলা থাকলেও কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর গতকাল যথারীতি বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবার কথা ছিল। সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলায় গত রোববার আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয় নি। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হয়েছে। পাথর,খইল ও ভুষি (পোল্ট্রি,পশু ও মাছের খাবার), জিরা, গুড়সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। বিকেল ৩টা পর্যন্ত দুশতাধিক ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। দীর্ঘ টানা ছুটির পর কয়েকদিনের মধ্যেই বন্দরের কার্যক্রমে ঢিলেভাব কমে ব্যস্ততা বাড়বে বলেও আশা করেন তিনি।
ভারতের সার্ভার জটিলতায় চালু হয়নি সোনামসজিদ স্থলবন্দর

সার্ভার জটিলতায় চালু হয়নি সোনামসজিদ স্থলবন্দর ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধের পর আজ চালু হবার কথা থাকলেও বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় তা চালু হয় নি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমদানী পণ্যবাহী কোন ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে নি। বাংলাদেশ থেকেও কোন রপ্তানী পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করে নি সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলছে। কাজ শেষে আগামীকাল থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হবে বলে সংশ্লিস্ট ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে ঈদ উপলক্ষে টানা ১১দিন বন্ধের পর রহনপুর রেলবন্দরে ভারত থেকে ৪২টি ওয়াগন বোঝাই আমদানীকৃত পাথরবাহী একটি ট্রেন আজ বিকাল সাড়ে ৫টার দিকে রহনপুরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে রেলবন্দর সূত্র। রহনপুর রেলষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, ঈদ উপলক্ষে টানা ১১দিন বন্ধের পর আজ যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এদিকে সোনমসজিদ ইমি্েরগ্রশন অফিসার জামিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকলেও ঈদের দিন সহ যথারীতি প্রতিদিন চালু রয়েছে ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার এক আসামিকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম (২৪) একটি হত্যা মামলার ৫নং আসামি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২ বগুড়া যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার আমিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আব্দুর রাকিবের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গত ৮ জুন পূর্ব শত্রুতার জেরে কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (৪১) ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এলাকায় হত্যা মামলার ৫নং পলাতক আসামি আমিরুল ইসলাম অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২, সিপিএসসি বগুড়ার যৌথ আভিযানিক দল সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রেলস্টেশন ওভারব্রিজের নিচ হতে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলার ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মো. একরামুল হকের ছেলে হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মো. রাশিদুল (২৮) ও মো. আলেকের ছেলে একই মামলার ৩নং আসামি মো. রিংকু (২৪)। গত ১৩ জুন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাদিনীর ছেলে মো. রানা বাবু (২৮)কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাদিনী ও স্থানীয় লোকজন রানা বাবুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্ররণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।