শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুুপরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।
বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল।
শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ সেই খাদিজা খাতুন নামে ছয় বছরের এক শিশুকে প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর পরিবারের হাতে সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ওই শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মনিরুল ইসলাম ও জেসমিন খাতুনের দম্পতির মেয়ে। জানা গেছে- গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিবন্ধী খাদিজা খাতুন নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টায় শিবগঞ্জ থানা পুলিশ, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির সন্ধান পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশুর প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড নেই। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয় সূবর্ণ নাগরিক কার্ড দেয়ার উদ্যোগ নেয়।
শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন

শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর প্রিমিয়ার লীগ প্রাইজমানি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আইয়ান ও আরাফাত ক্রিকেট ক্লাব আয়োজিত শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোবারকপুর ইউনিয়ন ক্রিকেট দল। অনুষ্ঠানে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও বিশিষ্ট সমাজসেবক নাইমুল ইসলাম অন্যরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।
অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এরই মধ্যে ওই সীমান্তে গত সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেনÑ গত ৫ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্পের সদস্যরা মাটি খননের কাজ শুরু করে। পরে চৌকা বিওপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। সেই ঘটনার প্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারো মাটি খনন শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি তাৎক্ষণিক বিএসএফ’র স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান।

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন আর রশিদ টুকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সাবেক সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধ করি দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যে এফএসটিআইপির প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ইউএসএআইডি’স ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস অ্যাকটিভিটি-উইনরক ইন্টান্যাশন্যাল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় ও ইউপি সদস্য হুমায়ন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের এফএসটিআইপির প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, ইউপি সদস্য কাশেদ আলী, আব্দুর রশীদ, প্রভাষক নুরতাজ আলমসহ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ। উল্লেখ্য, ক্যাম্পেইনে বাল্যবিয়ে প্রতিরোধ করে প্যারেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় তৈমুর রহমান, নাজমা বেগম ও মো: ইব্রাহিমকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান

শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী যোগদান করেছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীল সমাজ, শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল স্বাক্ষরিত এক পত্রে তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই

বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত মুসলিম মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ দুপুর ২টার দিকে নাচোলের কসবা এলাকায় অস্থায়ী বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নাচোলের কসবা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরে মহদীপুর সাবসেক্টরে বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অধীনে যুদ্ধ করেন।