শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু শিবগঞ্জ পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র প্রথম ধাপে ১ হাজার ২১৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ সকালে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই নিম্ন আয়ের মানুষের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী। তিনি জানান, শিবগঞ্জ পৌরসভায় টিসিবির কাডধারীর সংখ্যা ৩ হাজার ৪শ’ ২৯। দ্বিতীয় ধাপে বাকিদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা। পরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু হয়। এছাড়া শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের দ্বিতয় ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

শিবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ এলাকায় আমগাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই বাংলাদেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টা ১০ মিনিটে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১২টার দিকে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন কৃষকরা। তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন। এ সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভেতরে ঢুকে কয়েকটি আমগাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় কয়েকজন বাংলাদেশী আহত হন। বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাতবোমাও নিক্ষেপ করেন ভারতীয়রা। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। আহতরা হলেন— বিনোদপুর ইউনিয়নের ঘোনটোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে। কালিগঞ্জ ঘোনটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করাকালে ভারতীয়দের ছোঁড়া পাথরে মাথায় গুরুতর আহত হন। মিঠুন নামের একজন জানান, রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ৮/১০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করে তার ওপর আক্রমণ করে। এতে রনি আহত হয়। এসময় বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স তলব করা হয়। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, চৌকা ও কিরণগঞ্জ বিওপির মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আমগাছ ছিল। ওই আমগাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশী নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং আমরা ঘটনাস্থলে চলে আসি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে এ ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে। বিজিবির পাশে আমাদের দেশপ্রেমিক জনগণ আছেন। তিনি জনগণকে শূন্য রেখা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে বলেন, পরিস্থিতি বিজিবির কন্ট্রোলে আছে। আহতের ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, তাদের কাছে আহতের উল্লেখযোগ্য তেমন কোনো পরিসংখ্যান নেই। বিএসএফের পক্ষ থেকে হতাহতের বিষয়েও কিছু জানানো হয়নি। তারা (বিএসএফ) উচ্ছৃঙ্খল লোকজন (মব) নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আশা করছি, বিজিবি ও বিএসএফ সদর দপ্তরের উচ্চপর্যায়ে এ ব্যাপারে কথা হবে।
কানসাটে বেকার যুব-নারীদের প্রশিক্ষণ শুরু

কানসাটে বেকার যুব-নারীদের প্রশিক্ষণ শুরু ‘‘দক্ষ যুব শক্তি দেশ গঠনের মুল ভিত্তি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক সহযোগিতায় কানসাট ফাযিল মাদ্রাসায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব। এ সময় তিনি বলেন, সমাজের বেকার যুব ও যুব নারীদের স্বনির্ভর করার লক্ষ্য কাজ করছে রেজিস্ট্রারপ্রাপ্ত সংস্থাটি। শুধু আজকের এই আয়োজন না, সংস্থাটি এর আগেও বেকার যুব ও যুব নারীদের নিয়ে কাজ করেছে। তিনি আরো বলেন, নাম মাত্র প্রশিক্ষণ না নিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ যুব ও যুব নারী হিসেবে গড়ে তুলতে হবে। আশা করছি, প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ইসাম উদ্দিন, প্রশিক্ষক আব্দুল কাদির ও আহসান হাবিবসহ অন্যরা।
কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান

কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও অবসরোত্তর এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও কলেজের সাবেক সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক, অবসরোত্তর ২৬ ও মরণোত্তর ৬ শিক্ষকদের হাতে সম্মাননা এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র্যালি-কর্মশালা

শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র্যালি-কর্মশালা শিবগঞ্জে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক যুব সমাবেশ, র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও কর্মশালায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, তনয় ও শাহাদাৎ হোসেন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শিত হয়। অন্যদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচারানকৃত ৪১টি ভারতীয় স্মার্টফোন জব্দ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর ও শিংনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক দুই অভিযানে ৪১টি অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে পন্ডিতপাড়া ও রামনাথপুর এলাকায় অভিযান চালিয়ে লুুকিয়ে রাখা এসব ফোন জব্দ করে বিজিবি। ৫৩বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযান নিশ্চিত করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাসুদপুর ও শিংনগর বিওপি’র দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ স্মার্টফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি’র কড়া টহল ও নজরদারি চলছে বলেও জানান অধিনায়ক।
শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।
শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলী। এসময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন তিনি।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ও ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে চোরাইপথে আসা অবৈধ ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার দুর্লভপুর এলাকা হতে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকা অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে চোরাই পথে আনা ১৬টি ভারতীয় মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে টহল দল।