শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শিবগঞ্জে সড়কের দুই ধারে ৩ হাজার বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে এসব ফুল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুল গাছের চারা করা হয়। তিনি আরও বলেন, একবার লাগানোর পর বহু বছর ধরে বাঁচে ও প্রতি বছর ফুল দেয় এসব গাছ। এ ধরণের গাছের চারা সাধারণত বীজ, কাটিং, বা অন্যান্য পদ্ধতি দ্বারা বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শোভা বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে ফুল গাছের চারা রোপণের মূল উদ্দেশ্য বলে জানান ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিএমডিএ শিবগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

শিবগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার  শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকার ৬ মাসের শিশু সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের বরাতে র‌্যাব জানায়, বাবা সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতা এবং নিজেদের নির্মাণাধীণ বাড়ির কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাঁর বাবা-মা ও বোনও আহত হন। এ ঘটনায় নিহতের পিতা শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও গ্রেপ্তার অভিযান শুরু করে। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর ও কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় ৩ কেজি পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেনÍ মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিবগঞ্জে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরি ৪, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। পরে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে বহুবর্ষজীবি ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন।

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)। মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে। গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।

টানা ৩দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু

টানা ৩দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু টানা ৩দিন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধের পর আজ বিকেল ৪টা থেকে পূণরায় চালু হয়েছে। সমস্যা সমাধানে আজ দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয়ে দু’জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের যৌথ আলোচনা বৈঠকে সমঝোতার পর বাস চলাচল শুরুর সীদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যাতায়াতকারী বিরতিহীন গেটলক ও মহানন্দা বাস সার্ভিস আগামীকাল সকাল থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ^রোড মোড়ের রাজশাহীগামী বাসের কাউন্টার মাষ্টার মোহাম্মদ আলী জানান, বিকাল ৪টা থেকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান জানান, দু’পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনায় সমঝোতা হওয়ায় বাস চলাচলের সীদ্ধান্ত হয়েছে। সমঝোতা বৈঠকে দু’জেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস মালিক ও শ্রমিকরা অংশ নেন। উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রী ওঠানামা ও বাসের শিডিউল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমকিদের মধ্যে বাক-বিতন্ডার পর রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে আহত করে রাজশাহীর শ্রমিকরা। এরই জেরে তাৎক্ষনিক চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করে দেয় চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিকরা। এছাড়া ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর দু’টি বাসের কাঁচ ভাংচুর করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। ফলে রোববার সকাল থেকে দু’জেলার সরাসরি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২ শিবগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাবের দু’টি পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ৩৮০ গ্রাম গাঁজাসহ দু’জন আটক হয়েছেন। আটকরা হলেন, শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা এবং সদর উপজেলার লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী। গতকাল সন্ধ্যা ও বিকালে অভিযানগুলো চালানো হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার নীচে অভিযান চালায়। অভিযানে বিক্রয়ের জন্য আমের ক্যারেটে রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সোহেল রানা। এর আগে বিকেলে সদর উপজেলার লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় রাকিব আলী। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সত্রাজিতপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন (বিসিএফ)-এর উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিকিৎসা সেবা দেয় ডি-স্ক্যান হাসপাতাল ও জামান আই কেয়ার সার্ভিসেস। ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে ছিল চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, মেডিসিন ও গাইনি চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা বাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুই কলেজ শিক্ষক শামসুল আলম ও শফিকুল ইসলাম বাদল। দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হুসাইন। সভাপতিত্ব করেন প্রকোশলী মো. রবিউল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজমাল হোসেন মামুন। ক্যাম্পে ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবকÍমনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া। বিজিবি সেলিমের আহতের তথ্য নিশ্চিত করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শিংনগর সীমান্ত ৪/৫- দিয়ে ২ থেকে ৩ জন চোরাকারবারীর একটি দল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় সেলিম মিয়া নামে একজন আহত হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানায়। অধিনায়ক আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সরেজমিনে আহত ব্যক্তির বাড়িতে খোঁজ করা হলে তার পিতাকে বাড়িতে পাওয়া যানি। তবে তার পিতাকে অনুপস্থিত পাওয়া গেলেও উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি এড়িয়ে যান এবং কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে পাশেই সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ। এ ছাড়া পাইলট তৌকিরকে একনজর দেখতে তাদের ভাড়া বাড়ি, কবরস্থান এবং জেলা স্টেডিয়ামে শত শত নারীরা ভিড় করেন। এর আগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি অ্যাম্বুল্যান্সে করে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে যান সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারা। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাড়ি থেকে তার মরদহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয় সপুরা কবরস্থানে। গতকাল দুপুরে রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর। একই সঙ্গে ওই স্কুলের অনেক শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটে। সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন। তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমানবাহিনীতে।