শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্নস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসারুল ইসলাম, ইউপি সদস্য অলিউর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা বিবি ও রোসনারা বেগমসহ অন্যরা। এ সময় স্থানীয় ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার উপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিকে গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় রহনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। মতবিনিময় সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুরশালিন, ইউপি সদস্য মুনিরুল ইসলাম মুকুল। কমিউনিটি মতবিনিময় সভায় ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক, আদিবাসী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রায় ৫০ জন অংশ নেন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়া, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের ওপর একটি নাটক প্রদর্শন করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩ শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া, কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী এবং রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম। বিজিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদে নিজস্ব গোয়েন্দা সূত্রে গতকাল গভীর রাতে শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সোনমসজিদ সীমান্তে টহলদল রাত ২টার দিকে এক চোরাকারবারী একটি টয়োটা ক্যারিনা প্রাইভেট কারযোগে সোনমসজিদ বন্দরের দিকে যাবার পথে কলেজের সামনে মাদক নেবার জন্য থামলে ওই ৩জন চোরকারবারিকে আটক করে বিজিবি। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকদের জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শিবগঞ্জে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শিবগঞ্জে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ জন প্রতিবন্ধীর মধ্যে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ, তাদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারা আমাদের সম্পদ। তারা সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২৬ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক আহমেসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে সড়ক দুর্ঘটনা কমছে না। গত দুই দিনে এই মহাসড়কে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) শেখর চন্দ্র সাহা। তিনি বলেন, আমাদের অফিসের রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোটরসাইকেলযোগে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লিপাড়া মোড়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। ওসি আরো জানান, এর আগে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে ট্রাকচাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে।

সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ

সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের বাস্তবায়নে মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত পোষণ করা হয়। সৌজন্য সাক্ষাৎে বিজিবির পক্ষে নেতৃত্ব দেনÑ রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেনÑ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার। এছাড়াও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ তারুণ্যের উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতামূলক যুবদের ভূমিকা, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে জনসচেতনামুলক সভা ও গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে ও কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ ইসাম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রশিক্ষক আব্দুল কাদের ও আহসান হাবীবসহ অন্যরা। পরে গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেয়া হয়।

সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পাথরভর্তি একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েস উদ্দিনের ছেলে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন মোশারফ হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানীহাটি এলাকায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।

দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা

দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তালেব-সাহবুদ্দীন-রশীদ প্যানেলের পরিচিতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে মো. আবু তালেব-কাজী সাহবুদ্দীন-মোহা. মামুনুর রশীদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী এবং আতিক অটোরাইস মিলের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ মো. আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, মেসার্স আল ফাতিহা ট্রেডার্সের মোহাম্মদ জহিরুল কাইউম বাবর, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোহাম্মদ সেলিম রেজা, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মো. মিজান সাহেব, মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মো. ফারুক হোসেন, মেসার্স এন.এম. এন্টারপ্রাইজের আসাদুল হক বিয়েলসহ প্যানেলের সকল প্রার্থী। এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নির্বাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। পূর্বে আমাদের সময়ে যেভাবে বন্দর দিয়ে ফল, মাছসহ সব ধরনের পণ্য আমদানি হতো, আবারো এর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার প্রতি সহযোগিতা অব্যাহত রাখব। এর আগে গত শনিবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ লংমার্চ কর্মসূচি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত ফেলানিসহ সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে জেয়াফতের আয়োজনের পাশাপাশি সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জনগনে’র ব্যানারে আয়োজিত সভায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের চেষ্টার প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেয়া হয়। এ সময় ভারত ও ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন স্লোগানে স্লোগানে হাই স্কুল মাঠ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে একটি লংমার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন তারা। ভারত এদেশে আর দাদাগিরি করতে পারবে না বলেও হুশিয়ারি দেয়া হয়। ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশের জনগণে’র মুখপাত্র আবু মোস্তাফিজ বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। সীমান্তে বড়ভাইয়ের মতো আচরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে জিরো লাইনে ভারতকে বেড়া নির্মাণের অনুমতি দিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আর এসব মেনে নেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাস্তে হাতে বিএসএফকে প্রতিহত করেছে, ঠিক একইভাবে দেশের সকল মানুষকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। স্থানীয় কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, দেশের জন্য যারা কাজ করছে, ভারতের অন্যায়ের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছে তাদের উৎসাহ দিতেই তিনি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ লংমার্চে যোগ দেন এবং সবাইকে সোচ্চার হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।