শিবগঞ্জে ৩২টি মোবাইল জব্দ

শিবগঞ্জে ৩২টি মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ৩৫ মিনিটে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এতে ফরহাদ হোসেন (কালের কন্ঠ ডিজিটাল) আহবায়ক, মামুনুর রশিদ (দৈনিক খোলা কাগজ) উপজেলা প্রতিনিধি ও শরিফুল ইসলাম শিমুল (দৈনিক ভোরের দর্পণ) উপজেলা প্রতিনিধি কে সম্মানিত সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য প্রভাষক নুরতাজ আলম, জিয়াউল হক,আল আমিন ও প্রফুল্ল কুমার রবিদাসসহ অন্যরা। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত পূর্নাঙ্গ কমিটি গঠন করার ব্যবস্থা করবেন।

শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আজ বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল। এসময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস

শিবগঞ্জে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস শিবগঞ্জে বদলি জনিত বিদায সংবর্ধনায ফুলেল শুভেচছায় সিক্ত হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। আজ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ফুলেল শুভেচছায় ভরে ওঠে উপজেলা চত্বর। সবার চোখে পানি আসে বিদায়ের কান্নায়। বিদায় মুহুর্তে শৃতিচারন করে বীরমুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম বলেন, সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাঞ্চন কুমার দাস ছিলেন একজন অন্যন্য ব্যক্তি। তিনি সমাজের প্রত্যেকটা অসহায় দরিদ্র মানুষের সাহায্যর জন্য কাজ করেছেন। একই সুরে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ (সোনু), সাবেক অধ্যক্ষ মোঃ আতাউর রহমান বিনোদপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহল আমিন সহ উপস্থিত অনেকেই। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ফুলেল শুভেচছা জানানো হয়। উল্লেখ্য যে, কাঞ্চন কুমার দাস গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমকর্তা হিসেবে যোগদান করে সুনামের সাথে কাজ করে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করে।

শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন

শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা। বুধবার বেলা ১২টায় উপজেলা চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।’ উদ্বোধন শেষে অতিথিরা বইমেলা পরিদর্শন করেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে।

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আরাফাত জান্নাত আরবি

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আরাফাত জান্নাত আরবি শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করেছেন মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী’র পত্নী। জানা গেছে- প্রতি সপ্তাহে শনিবার ও রোববার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। এদিকে শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চককীর্তি ইউনিয়ন

শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চককীর্তি ইউনিয়ন তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চককীর্তি ইউনিয়ন ফুটবল দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী র্কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও ফারুক আহমেদসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, মমতাজ মহল, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বরকতউল্লাহ ও মনিরুজ্জামানসহ অন্যরা। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্নস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসারুল ইসলাম, ইউপি সদস্য অলিউর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা বিবি ও রোসনারা বেগমসহ অন্যরা। এ সময় স্থানীয় ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার উপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিকে গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় রহনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। মতবিনিময় সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুরশালিন, ইউপি সদস্য মুনিরুল ইসলাম মুকুল। কমিউনিটি মতবিনিময় সভায় ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক, আদিবাসী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রায় ৫০ জন অংশ নেন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়া, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের ওপর একটি নাটক প্রদর্শন করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩ শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া, কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী এবং রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম। বিজিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদে নিজস্ব গোয়েন্দা সূত্রে গতকাল গভীর রাতে শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সোনমসজিদ সীমান্তে টহলদল রাত ২টার দিকে এক চোরাকারবারী একটি টয়োটা ক্যারিনা প্রাইভেট কারযোগে সোনমসজিদ বন্দরের দিকে যাবার পথে কলেজের সামনে মাদক নেবার জন্য থামলে ওই ৩জন চোরকারবারিকে আটক করে বিজিবি। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকদের জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।