01713248557

উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়া ২ শিশু উদ্ধার

উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়া ২ শিশু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে পাশের নওগাঁর নিয়ামতপুর উপজেলাগামী সড়কে নাচোল উপজেলার শেষ সীমানায় নিয়ামতপুরের টগরইল গ্রামে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানের উপর উল্টে পড়লে, ট্রাকের নিচে চাপা পড়ে হাসিব ও আসাদুল নামে ২ শিশু। আজ বিকেলে ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ট্রাকের নিচ থেকে শিশু ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার পরপরই প্রথমে নাচোল ও পরে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হাসিব টগরইল গ্রামের সুমনের ছেলে ও আসাদুল একই গ্রামের রুহুল আমীনের ছেলে। নাচোল ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার এমদাদুল হক বলেন, শিশু ২ জন বন্ধ চায়ের দোকানের সামনে একটি বেঞ্চে বসা ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ওই টিনশেড দোকানটি সম্পূর্ণ ভেঙ্গে এর উপর উল্টে পড়ে। চাপা পড়ে দুই শিশু। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তৎপরতা চালিয়ে সন্ধ্যার পূর্বেই পা,কোমর ও বুকে আঘাত পাওয়া শিশু দু’জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় শিশু ২ জন আহত হলেও ট্রাকের চালক বা অন্য কেউ হতাহত হয়নি। নিয়ামতপুর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুট্যারগান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ মাসুদ রানা লিটন নামে এক ব্যাক্তি আটক হয়েছে। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মৃত আমজাদ হোসেন তালুকদারের ছেলে। গতকাল রাতে দিকে রসুল ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মসুর মোড় নামক এলাকায় ধানসুড়া মোড় থেকে নওগাঁগামী আঞ্চলিক সড়কের উপর অভিযান চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী থেকে আসা এক ব্যাক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য নিয়ামতপুরে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরপর মসুর মোড়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান তল্লাশী করে ভ্যানযাত্রী লিটনের দেহ তল্লাশী করলে ওইসব অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।