শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’ বড় পর্দায় আফরান নিশোর অভিষেকের পর থেকেই শাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুঁচি কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায়। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, শাকিবের সঙ্গে নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখেন দুই তারকার ভক্তরা। সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন শাকিব-নিশো। কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ গলছে। তারপরও কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ। তবে মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় সব জল্পনা-কল্পনার অবসান হয়। এদিন নির্মাতা রায়হান রাফীর সামাজিকমাধ্যমের পোস্টে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে আসেন শাকিব ও নিশো। এতেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন আফরান নিশো। রাফীর সেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এর ক্যাপশনে জয় লেখেন, ‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে। ’ শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিকমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। মন্তব্য ঘরে এক ভক্ত লেখেন, ‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’ প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতে নিশোর উপস্থিতি সিনেভক্তদের মনে কতটা ‘তাণ্ডব’ ঘটায় তা সময়ই বলে দেবে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। এ ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

পুরোদমে কৃষি কাজ করব: বুবলী

পুরোদমে কৃষি কাজ করব: বুবলী ফসলি জমিতে চিত্রনায়িকা শবনম বুবলী। তার পরনে আধুনিক সাজ-পোশাক। মাথার চুলগুলে আলগা করে ছেড়ে দেওয়া, মুখে হাসির ঢেউ। নিড়ানি হাতে ফসলের গোড়া পরিষ্কার করছেন। রবিবার (১ জুন) বিকালে অফিশিয়াল ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন বুবলী; তারই একটিতে এমন লুকে দেখা যায় তাকে।  অন্য ছবিগুলোর কোনোটি কমলা বাগানে, কোনোটি কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন বুবলী। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন— “ভবিষ্যতে পুরোদমে কৃষি কাজ করব, ফুল, ফল, শাক-সবজি চাষ করব, হাঁস-মুরগি, গরু-ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।”  বুবলীকে দেখে ও তার ভাবনার কথা জেনে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করছেন। অনেকে বুবলীর রূপের প্রশংসা করছেন, কেউ আবার তার ভাবনার কথা জেনে ধন্যবাদ জানিয়েছেন। পেশাগত জীবনের শুরুতে বিমানের কেবিন ক্রু ছিলেন বুবলী। পাশাপাশি সংবাদপাঠিকা হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে কয়েক বছর কাজ করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর কেটে গেছে প্রায় এক দশক। বুবলী তার অভিনয় ক্যারিয়ারে ২৩টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। ১০ বছরে শাকিব খানের সঙ্গে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে সর্বশেষ শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বুবলী। এরপর এ জুটিকে আর দেখা যায়নি।  ঈদুল আজহায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এরই মধ্যে চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘শাপলা শালুক’ সিনেমা অভিনয় করছেন শবনম বুবলী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো সেখানে তোলা।

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’ ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রেখেছেন কলকাতার ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এরপর বদলে যায় ইধিকার ভাগ্যরেখা। শাকিবের সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। এরপর দেবের সঙ্গে কাজ করেন। এবার এসব রূপ বদলে বহুরূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় নির্মিত হচ্ছে ‘বহুরূপ’ নামে সিনেমা। এটি পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটির একটি পোস্টারে সাঁওতালি এক মেয়ের রূপে ইধিকা সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। চরিত্র প্রসঙ্গে ইধিকা পাল বলেন, “সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমাকে ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই সিনেমা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।” এ সিনেমায় ইধিকার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। প্রথমবার জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হবেন তারা। মজার ব্যাপার হলো, এ সিনেমায় সোহম সাতটি চরিত্র রূপায়ন করবেন। ইধিকা পালকেও বেশ কয়েকটি রূপে দেখা যাবে। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রবিবার (১ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে এ নায়কের গাড়িটি। দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাপ্পী চৌধুরী গণমাধ্যমে বলেন, “গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। গাড়িটি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক আমার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।” দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পী চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন বাপ্পী। নায়িকা হিসেবে পেয়েছেন অপু বিশ্বাস, ববি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, জাহারা মিতুসহ অনেককে।

নাটকের আইটেম গানে টয়া

নাটকের আইটেম গানে টয়া ভারত কিংবা বাংলাদেশ— দুই দেশের চলচ্চিত্রে আইটেম গান এখন অন্যতম প্রধান অনুসঙ্গ। মজার ব্যাপার হলো, আইটেম গান এখন বড় পর্দার বলয়ে আটকে নেই। টিভি নাটকেও ব্যবহৃত হচ্ছে। মাহমুদ মাহিন নির্মিত ‘মন বদল’ নাটকে রাখা হয়েছে জমকালো একটি আইটেম গান। এতে পারফর্ম করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। জমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদুল আজহার বিশেষ নাটক ‘মন বদল’। এতে দুই বোনের চরিত্র রূপায়ন করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে ঠিক হয়। পরিচালক মাহমুদ মাহিন বলেন, “এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। জমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে জমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!” শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, “এতে জমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।” নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিফিল্ম। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।”

নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েন ভাবনা

নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েন ভাবনা অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য ও ফ্যাশন সেন্স, দুই-ই ভক্তদের সব সময় মুগ্ধ করে। সাধারণত যেখানে শোবিজ তারকারা নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখেন সেখানে স্রোতের বিপরীতে হাঁটলেন ভাবনা। জানা গেল, কমানোর পরিবর্তে ৯ কেজি ওজন বাড়িয়েছেন এই তারকা। তবে মোটা দেখাতে নয়, বরং চরিত্রের প্রয়োজনেই এমন পদক্ষেপ তার। সামনে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় দেখা যাবে ভাবনাকে। যেখানে পর্দায় একজন যাত্রাপালার নায়িকার চরিত্রে রূপদান করেছেন তিনি। আসিফ ইসলাম পরিচালিত সিনেমাটিতে চরিত্রের মানানসই লুক দিতেই ওজন বাড়িয়েছেন ভাবনা। এ বিষয়ে আরও জানা গেছে, ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার দৃশ্যধারণ করা হয়। সিনেমাটির জন্য ওজন বাড়ানোর বিষয়ে ভাবনা জানান, চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয়, ওজন বাড়ানো দরকার। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। বর্তমানে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে।

নাচে-গানে রং ছড়ালেন আদর-পূজা

নাচে-গানে রং ছড়ালেন আদর-পূজা ঈদুল আজহায় মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘টগর’। তার আগে মুক্তি পেয়েছে সিনেমাটির শিরোনামে গান। প্রকাশের পরপরই দর্শক-শ্রোতাদের মনে দোলা দিয়েছে গানটির ছন্দ, রঙ আর প্রাণের উচ্ছ্বাস। রণক ইকরামের কথা এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার গাওয়া এই গানে মিশে আছে দেশীয় উৎসবের আমেজ। সুরের তালে তাল মিলিয়ে নির্মিত ভিডিওটি যেন বিশুদ্ধ ভিজ্যুয়াল ফিয়েস্তা। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। তার দক্ষ পরিকল্পনায় পুরো দৃশ্যপট রূপ নিয়েছে নৃত্যনির্ভর এক জমকালো আয়োজনে। ভিডিওতে জুটি বেঁধে নাচের ঝড় তুলেছেন অভিনেতা আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা পুরো গানজুড়ে ছড়িয়েছেন বর্ণিলতা ও প্রাণচাঞ্চল্য। আদর আজাদ বলেন, “এমন এনার্জি ভরা গানে পারফর্ম করা এক দারুণ অভিজ্ঞতা। পুরো টিমের টানটান পরিশ্রম আর নিখুঁত কোরিওগ্রাফির কারণেই এমন চোখজুড়ানো দৃশ্য দর্শকদের উপহার দেওয়া সম্ভব হয়েছে।”এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা চেরি বলেন, “১০০% দেশি’ আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে এত আনন্দ পেয়েছি, যা দর্শকরাও সহজেই টের পাবেন। কাজটি আমার কাছে সত্যিই বিশেষ।” আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত হয়েছে ‘টগর’। গানটির এই সাফল্য যেন সিনেমাটিকে আরো একধাপ এগিয়ে দিল ঈদুল আজহার রঙিন উৎসবের দিকে।

নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ আজও এই ছবি মানেই নব্বই দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গন্ডি পেরিয়ে বাংলার ভাষার সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন দুই বাংলার শ্রোতাদের মন। দীর্ঘ ২৭ বছর পর এবার আসছে ছবিটির সিকুয়েল। এর নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনা করবেন কামরুজ্জামান। জানা গেছে, এই সিনেমায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একঝাঁক নতুন অভিনয়শিল্পীদের। তাদের নাম পরিচয় জানা যাবে আজ মহরতে। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে এই সিনেমায় থাকছেন না ফেরদৌস। থাকছেন না ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কাও। নচিকেতার গান কি থাকবে? এমন প্রশ্নের জবাবে ইমপ্রেস জানায়ে, সেটিও নিশ্চিত নয়।

আদালত চত্বরে মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ

আদালত চত্বরে মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ মানিকগঞ্জের সিংগাইরে চারজনকে হত্যা এবং হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুই মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা সাড়ে ১১টায় চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে সকাল সাড়ে ৮টায় মমতাজ বেগমকে মামলার শুনানির জন্য গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। মমতাজ বেগমকে আদালতে ওঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় আসামি মমতাজ বেগমের ওপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন। কোর্ট ওসি আবুল খায়ের জানিয়েছেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালে ২৫ অক্টোবর মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা। এর পর তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন।  ওসি আরো জানান, বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ঢাকায় বেশকিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

আবারো পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী হয়ে: নুসরাত ফারিয়া

আবারো পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী হয়ে: নুসরাত ফারিয়া জামিনে মুক্তির পর সামাজিকমাধ্যমে সরব হয়েছেন নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) কারামুক্ত হওয়ার পর ফেসবুক পেজে এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। এরপর এদিন রাতে ইনস্টাগ্রাম পোস্টে আবারও নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। ইনস্টাগ্রামে ফারিয়া বলেন, জীবনের এই ঝড়-ঝঞ্ঝাটে আমি জেনে গেছি, কারা আমার জীবনের অটুট সঙ্গী। আমার পরিবার- তোমাদের ভালোবাসা আমার শক্তি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা- তোমাদের প্রার্থনাই আমাকে টিকে থাকতে সাহায্য করেছে। আর আমার পুরো দেশ- তোমাদের সমর্থনে আমি বাকরুদ্ধ, হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। এ সময় ফারিয়া বলেন, এই যাত্রা আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। ক্ষত গভীর, তবে ন্যায়ের ওপর এবং মানুষের ভালত্বের ওপর আমার বিশ্বাসও ততটাই গভীর।ইনস্টাগ্রামে পোস্টটির শেষে ফারিয়া বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সেরে যাবে, আর আমি আবারও পৃথিবীর মুখোমুখি হব আরও শক্তিশালী, আরও প্রজ্ঞাময় হয়ে এবং প্রতিটি আত্মার প্রতি কৃতজ্ঞতা নিয়ে, যারা আমার পাশে থেকেছেন। এর আগে মঙ্গলবার ফেসবুক পোস্টে ফারিয়া বলেছিলেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। এসময় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। ধন্যবাদ জানান শোবিজ ইন্ডাস্ট্রির মানুষ থেকে তার ভক্ত অনুরাগীদেরও। গেল রোববার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।