চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান নাচালে কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফী সহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সম্মাননা হচ্ছে ভালো কাছের মূল্যায়ন। এটা পেলে কাজ আগ্রহ আরো বেড়ে যায় এবং এটা দেখে অন্যরা উৎসাহিত হন। তারাও চেষ্টা করে এবং মনে করে সেও ভালো কাজ করলে সীকৃতি পাবে। এতে করে কৃষদের উৎপাদন আরো বাড়বে এবং নিজস্ব চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারব। তবেই আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সনির্ভর হবে। তিনি আরো বলেন, এক সময় কোরবানির পশুর জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন প্রাণিসম্পদে আমাদের দেশ সয়ংসম্পূর্ণ। এবছর কোরবানির পরেও প্রায় ৩০ লক্ষ কোরবানি উপযোগী পশু রয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের আয়োজনের জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এই ধরনের আয়োজন বড় পরিসরে করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে সভাপতির বক্তবে মো. হাসিব হোসেন বলেন, এই সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি। আগামীদিন হয়ে উঠুক মানুষের, আমাদের সকলের, সর্বোপরি বাংলাদেশের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, আমার চাকুরী জীবন শেষ পর্যায়ে। আমি বহু এনজিও’র সাথে কাজ করেছি। কিন্তু প্রয়াস এতো সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে। এখানে প্রাণি, মৎস্য ও কৃষি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা অন্য এনজিওতে আমার চোখে পড়েনি। তারা আমাদের দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এবং কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। আসুন আমরা তাদের পাশে থাকি এবং একসাথে এগিয়ে যাই। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারী ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা মোসা. হিরা বেগম। মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা মো. নাহিদ ইসলাম ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এছাড়াও কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা মো. সেরাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলে আগুনে পুড়ে মরেছে ৫ গবাদিপশু : দিশেহারা কৃষক

নাচোলে আগুনে পুড়ে মরেছে ৫ গবাদিপশু : দিশেহারা কৃষক নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডের পুকুরপাড়া মহল্লায় আকস্মিক অগ্নিকাণ্ডে ২টি গরু, ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়াও ২০ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ওবায়দুর রহমান। গতকাল দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। কৃষক ওবায়দুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় টিনশেড গোয়ালঘরে ২টি গরু, ৩টি ছাগল ও মুরগি রেখে নিরাপদ স্থানে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে রেখে ঘুমিয়ে যাই। আজ  সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের দিকে গেলে গবাদিপশুগুলোকে মরে পড়ে থাকতে দেখতে পাই। গভীর রাতে এ দুর্ঘটনা ঘটায় আমরা কেউ টের পাইনি। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওবায়দুর রহমান।

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, মতিউর রহমান, হাবিবুল্লাহ সিপন, পৌরসভার কাজী কামরুল ইসলামসহ অন্যান্যরা। সভায় পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কাজ সমাপ্তকরন, বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরসন, বাল্যবিয়ে নিরোধ, নেসকোর নাচোল সাব অফিসে লোকবল পদায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন  নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের ভূমি মেলা-উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করা। কারণ, ভূমির সঙ্গে আমাদের সকলের নাড়ির সম্পর্ক। তিনি বেলন-সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে একটি আইডি খুলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। নামজারীর বিষয়টিও অনলাইনে করা হচ্ছে। অনলাইনের বিষটি যত দ্রুত সাধারণ জনগণ জানতে পারবেন বুঝতে পারবেন ততদ্রুতই জনদুর্ভোগ কমাতে পারব। জেলা প্রশাসক বলেন- আমাদের ভূমি অফিস, থানা পুলিশ, বিআরটিএ, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা অর্থাৎ যেখানে প্রত্যক্ষ সেবা দেয়া হয় ইে সব জায়গাগুলো নিয়ে জনসাধারণের যে পর্যবেক্ষণ তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন- আমাদের ভূমি অফিসগুলোকে আমরা মডেল ভূমি হিসেবে রূপান্তর করতে চাই। জনসেবার জন্য জন প্রশাসন এই কথাটি যেন স্লোগানে সীমাবদ্ধ না থাকে। ভূমি অফিস হবে জনবান্ধব। অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের অফিস হবে জনবন্ধব, দুর্নীতি ও হয়রাণীমুক্ত সেবামূলক অফিস। তাহলেই এই মেলার স্বার্থকতা আসবে, জনসাধারণ সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। পরে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় সাবরেজিস্ট্রে অফিস, জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টলে ভূমি সেবা ও ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি বিষয়ক তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে এবং ই-নামজারীসহ অন্যান্যা সেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফেসের আয়োজনে তিনদিনের ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহীন আকতার, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান। এছাড়া র‌্যালি বের করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে ভূমি কুইজ, গণশুনানিসহ মেলায় আগত সেবাগ্রহীতাগণকে ভূমি বিষয়ক নানাবিধ পরামর্শ ও সেবা প্রদান করা হয়। মেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র দাখিল, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুবউন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা।

নাচোলে মস*জিদ থেকে অ*জ্ঞাত ব্যাক্তির মর*দে*হ উদ্ধার

নাচোলে মস*জিদ থেকে অ*জ্ঞাত ব্যাক্তির মর*দে*হ উদ্ধার নাচোল উপজেলার একটি মসজিদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে খবর পাবার পর সদর ই্উনিয়নের গনইর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকাল সাড়ে ৩টার দিকে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহের কপালে জখমের মত একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাহ্যিকভাবে আঘাতের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে লোকটি ভবঘুরে শ্রেণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ তাকে শনাক্ত করতে পারে নি। কিভাবে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিট মরদেহের আলামত ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাচোলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি’র সভা অনুষ্ঠিত

নাচোলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি’র সভা অনুষ্ঠিত নাচোলে উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যববস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এসওডির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেক্স/ইপার এর সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী তোফাজ্জল হোসেন ও নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত থ্রাইভ প্রকল্পের কমিটির সদস্যবৃন্দ। নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন জানান, নাচোল উপজেলায় ২০২৪ সাল থেকে “থ্রাইভিং থ্রো ইক্যুটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স”(থ্রাইভ)প্রকল্প থেকে কাজ করে আসছে। নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কমিটি করে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করে সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে আর্থিক সহায়তা, গরু, ছাগল, হাঁস মুরগি বিতরণ, যুব প্রশিক্ষণ ও এ্যাডভোকেসী সভা পরিচালনা করা হয়।

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার   নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের মিনি কন্সফারেন্স রুমে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক উম্মে কুলসুম। এছাড়াও সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামসহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরিতে প্রান্তিক পেশাজীবির কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকযন্ত্র ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে সেমিনারে জানানো হয়।

নাচোলে শিক্ষকদের কর্মবিরতি

নাচোলে শিক্ষকদের কর্মবিরতি চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার কর্মবিরতি করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মবিরতি করেন তারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউকে দায়িত্ব না দিয়ে এক সপ্তাহের ছুটিতে যাওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি বলে জানা গেছে। সকাল ১০টার দিকে সরেজমিন স্কুলে গিয়ে অফিসকক্ষে শিক্ষকদের বসে সময় পার করতে দেখা গেছে। এ বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক আনিকুল ইসলাম জানান, সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকার সুধীজন ও প্রাক্তন শিক্ষার্থীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার ও দুদক বরাবর স্মারকলিপি দিয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ও শিক্ষা অফিসের তদন্ত কাজ চলমান রয়েছে। কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ম না মেনে কাউকে দায়িত্ব না দিয়েই ১৮ মে থেকে এক সপ্তাহের ছুটিতে বাইরে রয়েছেন। তিনি আরো বলেন, এদিকে গত ১৯ মে এসএসসির পাবলিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডে খাতা পাঠানোর জন্য কেন্দ্র সচিবের বিভিন্ন স্থানে স্বাক্ষর দিয়ে পাঠাতে হবে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এতে করে শিক্ষকরা পড়েছেন বিপাকে। কর্মবিরতি চলবে কিনা এ বিষয়ে আনিকুল ইসলাম জানান, এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (আজ বুধবার) স্কুলে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের আনীত অভিযোগগুলো তদন্ত চলমান রয়েছে। তবে তার অসুস্থতাজনিত মানবিক কারণে এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছুটিকালীন কাউকে দায়িত্ব দেয়ার বিষয়টি এড়িয়ে যান সভাপতি। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টিও তিনি জানেন না বলে জানান। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান জানান, আমার কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের ছুটির একটি আবেদন এসেছে। তবে সে আবেদনে দায়িত্বরত কোনো শিক্ষকের নাম নেই। তিনি বলেন, শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি জানার চেষ্টা করবেন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির আনীত অভিযোগগুলো দুদক ও শিক্ষা অফিসের তদন্ত টিম কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে ছুটি নিয়ে বাইরে রয়েছেন। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। তারা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবে।

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বিনা ধান-২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

নাচোলে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

নাচোলে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন- প্রোগ্রামার অর্গানাইজার বুলবুল আহমেদ, মিজানুর রহমান, ফোরাম সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মশালায় বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।