গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ
গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রয়াস মানবকি উন্নয়ন সোসাইটির ১০ জন মৎস্যচাষির মধ্যে গুলসা ও দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে রহনপুর ও নাচোল শাখার সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এইসব পোনা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রহনপুর ও নাচোল শাখার ব্যবস্থাপক জামাল হোসেন ও কাউসার আলী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ প্রদান করেন।
নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনসহ ১১ দাবিতে মানববন্ধন
নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনসহ ১১ দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল উন্নয়ন ফোরাম ও এনমাস এই মানববন্ধনের আয়োজন করে। এতে নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাসের সভাপতি শাকিল রেজা, ইসলামিক তরুণ প্রজন্মের সভাপতি আলীমূল আনসারীসহ আরো অনেকেই বক্তব্য দেন। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা নাচোল উপজেলাবাসীর চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষে হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, বরাদ্দকৃত ডাক্তার নিশ্চিতকরণ, ওষুধ বরাদ্দ বৃদ্ধিসহ অপারেশন ও বৈকালী সেবা চালু করা, দালাল নির্মূল ও বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করা, সার্জারি ও গাইনি বিশেষজ্ঞ সেবা প্রদান চালু করা, ডাক্তার ও নার্সদের মানবিক আচরণ নিশ্চিত করা, বেড ও যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, কর্মস্থলে উপস্থিত শতভাগ নিশ্চিত করা, ইমার্জেন্সি বিভাগকে আরো উন্নত করা ও অহেতুক রোগী রেফার্ড বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা
জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘কলম বিরতি’। নকলনবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলনবিশরা এই কর্মসূচি পালন করেন। নাচোল উপজেলা নকলনবিশ নজরুল ইসলাম বলেন, নকলনবিশরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের গুরুত্বপূর্ণ ও জনসেবার কাজ করি আমরা, অথচ আমাদেরকে সরকারের কোষাগার থেকে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। তিনি আরো বলেন, আমাদের জাতীয়করণ করা হলে রাষ্ট্রকে আমারা যে টাকা আয় করে দেই, সেই অর্থ থেকেই আমাদের বেতন দেওয়া সম্ভব। অন্য কোনো রাজস্ব খাত থেকে আমাদের এক টাকাও দিতে হবে না। এমনকি নিজেদের টাকা দিয়ে কাগজ-কলম কিনে কাজ করতে হয় আমাদের। নকলনবিশ সদস্যরা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলাম। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, আপনারা ঘরে ফিরে যান। আপনাদের সকল দাবি দাওয়া এমনকি জাতীয়করণের দাবি মেনে নেয়া হবে। আমরা যখন ঘরে ফিরে যাই তখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি উপেক্ষা করে। আমরা এ মিথ্যা প্রতিশ্রুতি ও বৈষম্যের তীব্র নিন্দা জানাই। সদস্যরা আরো বলেন, আমরা দলিলের নকল লেখা বাবদ বর্তমানে প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পাই। এতে মাসে কয়েক হাজার টাকা আয় হয়, যা একজন নকলনবিশের সংসার চালানোর জন্য অতি নগণ্য। অথচ আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। নকলনবিশ সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি স্থায়ীকরণের (জাতীয়করণের) দাবিতে আন্দোলন করে আসছি। কর্মবিরতি পালন করেছি কয়েকবার। তৎকালীন সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সমাধান না হওয়ায় আবার কর্মবিরতি শুরু করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আমাদের এই দাবি মানা না হলে আমরা সর্বাত্মক কর্মসূচি নিয়ে রাজপথে নামব। নারী নকলনবিশ সদস্যরা বলেন, আমরা রাষ্ট্রের কোনো সুযোগ-সুবিধা পাই না। এমনকি নারী হিসেবে আমাদের মাতৃকালীন কোনো সুযোগ-সুবিধাও নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বৈষম্যের বিলোপ চাই এবং আমাদের চাকরির জাতীয়করণ চাই।
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জে ১২ হাজার ৬’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এদিকে, নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।
নাচোলে নিরাপদ সবজি উৎপাদন প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ নাচোলের মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা। এসময় তিনি বলেন আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি রয়েছে। অনিরাপদ সবজি খেলে আপনার শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসার সমস্যায় ভুগছে। এর জন্য আমাদের সবাইকে জৈব উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করবো। তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। এসময় কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএসটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য বই বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন
নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন নাচোলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সমশের আলী নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক রাইসুল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সমশের নাচোল উপজেলার বেনিপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আহত রাইসুল রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। আজ বিকেল ৫টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন ও হাসপাতাল সূত্র জানান, আজ বিকেল ৫টার দিকে সমশের আলী ভেরেন্ডী বাজার থেকে তার নিজ অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহীর দিক থেকে আসা রাইসুলের মোটর সাইকেলের সঙ্গে বেনিপুর মোড়ে বাঁক নেয়ার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ২জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী যাবার পথে সমশের আলী মারা যান।
নাচোলে মাছ চাষ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু
নাচোলে মাছ চাষ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নাচোল ইউনিটের অধীনে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার সকালে প্রয়াসের নাচোল ইউনিট কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ দেন- নাচোল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। মৎস্যচাষিদের পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুত, পুকুরকে মাছ চাষে উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের নাচোল ইউনিটের হিসাবরক্ষক মো. হাফিজুর রহমান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
নাচোলে ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালন
নাচোলে ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালন নাচোল উপজেলায় ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তীর নেত্রী নাচোলের রানী মা খ্যাত ইলা মিত্রের ২২ তম মৃুত্যবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে ইলা মিত্র স্মরণে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রানী ইলা মিত্র স্মৃতি সংসদ সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন গবেষক ও ইলা মিত্রকে নিয়ে নিয়ে লেখা একাধিক গ্রন্থের রচয়িতা আলাউদ্দিন বটু ও লেখক সাজিদ তৌহিদ। মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইলা মিত্রের সহযোদ্ধা ও তে-ভাগা আন্দোলনকারী জিল্লুর রহমান,আব্দুস সামাদ মেম্বার ও আমিন কর্মকার, ইলা মিত্র স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এমএকে জিলানী, সম্জা ও সাংস্কৃতিক সংগঠক ইসরাইল সেন্টু প্রমুখ। বক্তরা নতুন প্রজন্মের নিকট বিপ্লবী ইলা মিত্র ও তে-ভাগা আন্দোলনের ইতিহাস তুলে ধারার জন্য সংম্লিস্টদের প্রতি আহব্বান জানান। ইলামিত্রের প্রতিকৃতিতে পূষ্পমাল্য দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর তাঁর স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫ গুণী ব্যাক্তিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী
১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী রবিবার ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এ দিনে ৭৭ বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনার আয়োজন করেছে ‘রানী ইলা মিত্র স্মৃতি সংসদ’। আজ রবিবার সকাল ৯টায় শুরু হবে আলোচনা সভা। তার আগে হবে প্রার্থনা। রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং জানান, প্রতি বছর কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হলেও এবার রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে এবারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ আদিবাসী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, রানী ইলা মিত্র স্মৃতি সংসদ ১৪ বছর ধরে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।
নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু
নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। ফতেপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাবের আলী জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমিনপাড়া এলাকায় গরু চরাচ্ছিল সাইরুল ইসলাম। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।