নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী নারীর মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলাকান্দর গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া (২০) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী কাতলাকান্দর গ্রামের মো. সাব্বিরের স্ত্রী। নাচোল থানার এসআই জিয়াউর রহমান জানান, বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় সাদিয়া কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। পরবর্তীতে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত  নাচোল উপজেলায় নারী উন্নয়ন শক্তির আয়োজনে জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। কর্মশালায় মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।” কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করেন।

নাচোলের ২১টি বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু

নাচোলের ২১টি বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইংবেজি বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার নাচোল উপজেলা স্কুলে সকাল ১০টায় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি প্রশিক্ষণ শুরু করা হয়। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ অন্যান্য শিক্ষক ও ব্র্যাকের সিডিও এসএসএফ মওদুদ আহম্মেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়— ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি)’র স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স চলতি অর্থবছরে নিজস্ব শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে জ্ঞান অর্জন করার লক্ষে নাচোল উপজেলায় ২১টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শনিবার এ শিক্ষাক্রম চালু করেছে। এরই অংশ হিসেবে নাচোল উপজেলা স্কুলে চালু করা হলো।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৬ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৭৮ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৬ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৭৮ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৬ জন এবং বহির্বিভাগে ৩৮ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে গোমস্তাপুর ও নাচোলে ১ জন করে রোগী শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭৫ জন, শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ২ জন ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ৩২ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছেন। আর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩২ জনকে। এই ৩২ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১৯ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০৭২ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬০০ জনে।

নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিয়ারা ডিমকইল উচ্চ বিদ্যালয় হল রুমে সমিতির  সভাপতি তাজাম্মুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা শাখা পক্ষ থেকে সমিতির অন্তর্ভুক্ত সদস্য দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম আলফাজ উদ্দীন এর স্মরনে স্মৃতি চারণ ও দোয়া পরিচালনা করা হয়। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত ৩জন সহকারী শিক্ষক টিপু সুলতান(মির্জাপুর উচ্চ বিদ্যালয়) মো: রফিকুল ইসলাম,(নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়) ও মো: ইব্রাহিম খলিল (চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়) কে সমিতির পক্ষ থেকে প্রত্যেককে ৩৬০০০/-(ছত্রিশ হাজার) টাকা করে অর্থ প্রদান করা হয়। এছাড়াও তাদের সঞ্চয় এর অর্থ দেয়া হয়। এছাড়া মরহুম আলফাজ উদ্দীনের পরিবারকে সমিতির পক্ষ থেকে ৪৮০০০/-আট চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামপুর উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জহির উদ্দিন, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুর রহিমসহ সমিতির কার্য নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

নাচোলে শিশুদের মানসম্মত শিক্ষার আওতায় আনতে কর্মসূচি

নাচোলে শিশুদের মানসম্মত শিক্ষার আওতায় আনতে কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শতভাগ শিশুকে মানসম্মত শিক্ষার আওতায় আনতে কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় এসেডো ও গণসাক্ষরতা অভিযানের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, গার্লস ফোরাম ও ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমে জিপিই’র সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জানানো হয়— শতভাগ শিশুকে মানসম্মত শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি করার লক্ষে একটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মশালায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, নাচোল ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, এসেডোর ফিন্যান্স অ্যাডমিন ম্যানেজার আজাহার আলী, ফিল্ড কো-অর্ডিনেটর ডেইজী খাতুন ও সুমি খাতুন। ‎বক্তারা বলেন— মানসম্মত শিক্ষার অন্যতম স্তর হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। যেখানে শিশুর বেড়ে ওঠার জন্য শারীরিক ও মানসিক যত্ন, উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে শিশুর নিরাপদে বেড়ে ওঠার একটি অন্যতম প্রতিবন্ধকতা হলো স্কুল হতে ঝরে পড়া ও বাল্যবিয়ে। এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা সম্পর্কিত স্থানীয় সমস্যা সমাধানে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা যায় এজন্য এ‎ ‎কর্মশালার আয়োজন করা হয়েছে।

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে এর চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জেলার গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাইগীর হোসেনের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জুয়েল রানা রাজশাহী জেলার কাকনহাট ললিতনগরে একটি বাগান থেকে আমপাড়ার জন্য শ্রমিকদের তার ভুটভুটিতে করে নিয়ে যাচ্ছিল। পথে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় এলাকায় পৌঁছালে শ্যালোমেশিন চালিত স্টেয়ারিং (ভুটভুটি) গাড়ির সামনের চাকা রাস্তার ভাঙা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় জুয়েল রানাসহ অন্যরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে জুয়েল রানা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। অন্যরাও আহত হয়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, আহতরা একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈদ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) ও সাইদুলের ছেলে মারুফ (২০)। আহতদের মধ্যে শনি ও মুরাদের জখম গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার নাচোল উপজেলা থেকে ঢেনা মুর্মু নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢেনা মুর্মু গত সোমবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার দূরের ঝিকরা গ্রামে তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেন নি। পরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঝিকড়া গ্রাম সংলগ্ন একটি বিলের পানি নিস্কাষন খাঁড়িতে কচুরিপানার মধ্যে ঢেনার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে খাঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নাচোল থানার অফিসার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন মেলেনি। ঢেনা তাঁর ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঝিকড়া গ্রামে যান। পরে বিয়ে খেয়ে আসার পথে কোনভাবে ওই খাঁড়িতে পড়ে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, ঢেনা নিজ বাড়িতে রওনা দিলে তাঁর ভাগ্নির পরিবার ধারণা করে, তিনি নিজ বাড়িতে চলে গেছেন। কিন্তু তিনি বাড়ি না ফিরলেও তাঁর নিজ পরিবার ধারণা করে, তিনি ভাগ্নির বাড়িতেই আছেন। ফলে ২ দিন কোন পরিবরাই তাঁর কোন খোঁজ করেন নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত মদ্যপানের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি খাঁড়ির পানিতে পড়ে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রকিয়াধীন বলেও জানান ওসি।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার : ১ জনের বিদায় আরেকজনের যোগদান

নাচোল উপজেলা নির্বাহী অফিসার : ১ জনের বিদায় আরেকজনের যোগদান নাচোলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল উদ্দিনকে বরণ করা হয়েছে। আজ দুপুরে ৩২তম নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. কামাল উদ্দিন যোগদান করেন। এসময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত ছিলেন— বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ইউএনও কামাল উদ্দিন বলেন, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন এর আগে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এছাড়াও বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।

নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন খাবার ও অর্থ বিতরণ

নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন খাবার ও অর্থ বিতরণ নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণের জন্য অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে অর্থ সহায়তা এবং ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাওয়া এইসব বিতরণের আয়োজন করে নাচোল উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদেকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।